ফের বিতর্কে দ্যুতি চাঁদ, ডোপ পরীক্ষা ফেল করে নির্বাসিত ভারতীয় অ্যাথলিট


Published by: Anwesha Adhikary |    Posted: January 18, 2023 4:45 pm|    Updated: January 18, 2023 4:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোপ করার অভিযোগে নির্বাসিত হলেন স্প্রিন্টার দ্যুতি চাঁদ (Dutee Chand)। নাডার তরফ থেকে সাময়িকভাবে তাঁকে নির্বাসনে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, গত বছর ন্যাশনাল গেমসের সময় দ্যুতির নমুনায় নিষিদ্ধ ড্রাগের অস্তিত্ব ধরা পড়ে। ডিসেম্বর মাসে সেই রিপোর্ট পাওয়ার পরেই দ্যুতিকে সাসপেনশনের নোটিস ধরিয়েছে নাডা (NADA)। প্রসঙ্গত, গত কয়েকদিনে একাধিক ভারতীয় খেলোয়াড় ডোপ টেস্টের দায়ে নির্বাসিত হয়েছেন। সেই তালিকায় রয়েছেন দীপা কর্মকারের মতো তারকারাও।

নাডার তরফে জানানো হয়েছে, সার্স এস৪ অ্যান্ডারিন-সহ একাধিক রকমের নিষিদ্ধ ড্রাগ পাওয়া গিয়েছে দ্যুতির নমুনায়। মূলত শরীরে পুরুষালি প্রভাব বাড়াতেই এই ধরণের ড্রাগ নেওয়া হয়। জানা গিয়েছে, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ন্যাশনাল গেমসের ১০০ ও ২০০ মিটার দৌড়ে অংশ নিয়েছিলেন দ্যুতি। সেই সময়েই র‍্যান্ডম ডোপ টেস্টে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। যদিও সেই প্রতিযোগিতায় একেবারেই দাগ কাটতে পারেননি এশিয়ান গেমসে একাধিক পদকজয়ী।

[আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধেও অনবদ্য সেঞ্চুরি গিলের, ভাঙলেন কোহলির রেকর্ড]

তবে দ্যুতির সামনে এখনও নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ রয়েছে। তাঁর প্রথম স্যাম্পেলে ডোপের প্রমাণ রয়েছে। এরপর দ্বিতীয়বার তাঁর নমুনা পরীক্ষার আবেদন জানাতে পারেন তারকা অ্যাথলিট। সেখানে নির্দোষ প্রমাণিত হলে তাঁর সাসপেনশন তুলে নেওয়া হবে। তবে যতদিন পর্যন্ত প্রমাণ না হচ্ছে, ততদিন কোনও প্রতিযোগিতায় নামতে পারবেন না দ্যুতি।

প্রসঙ্গত, ডিসেম্বর মাসেই সাসপেন্ড করা হয় তারকা ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকারকে। আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স ফেডারেশন (FIG) সাসপেন্ড করে দীপাকে (Dipa Karmakar)। গত বছরের মার্চ মাসে এমন খবর সামনে এসেছিল। তাঁর সঙ্গে নির্বাসিত হয়েছিলেন আরও ১২ অ্যাথলিট। কিন্তু ঠিক কী কারণে শাস্তি পেয়েছেন দীপা, তা স্পষ্ট ছিল না। পরে জানা যায়, বিশ্ব ডোপ বিরোধী এজেন্সির (WADA) নিয়ম ভেঙেছেন তিনি। সেই জন্যই নেমে আসে শাস্তির খাঁড়া।

[আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেনে অঘটন, দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিলেন রাফায়েল নাদাল]

 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে



Leave a Reply