বিরাট অঘটন অস্ট্রেলিয়ান ওপেনে, দ্বিতীয় রাউন্ডেই ছিটকে গেলেন নাদাল


Australian Open 2023: ম্যাচ চলাকালীন চোটের কারণে, নাদালের মুখ বিবর্ণ দেখাচ্ছিল। শেষ অবধি আমেরিকার ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে তিন সেটের ম্যাচে ৬-৪, ৬-৪, ৭-৫ ব্যবধানে হেরে গিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন স্প্যানিশ টেনিস তারকা।

বিরাট অঘটন অস্ট্রেলিয়ান ওপেনে, দ্বিতীয় রাউন্ডেই ছিটকে গেলেন নাদাল

Image Credit source: Twitter

মেলবোর্ন: বছরের প্রথম গ্র্যান্ড স্লাম (Grand Slam) শুরু হতেই বড় সড় অঘটন। অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন গত বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল (Rafael Nadal)। ২২টি গ্র্যান্ড স্লামের মালিক নাদাল প্রথম ম্যাচে ব্রিটেনের অবাছাই জ্যাক ড্র্যাপারের (Jack Draper) বিরুদ্ধে চার সেটের ম্যাচে ৭-৫, ২-৬, ৬-৪, ৬-১ ব্যবধানে জিতেছিলেন। কিন্তু পরের ম্যাচেই অঘটন। বিশ্ব ব়্যাঙ্কিংয়ের তাঁর থেকে অনেকটা পিছিয়ে থাকা আমেরিকার ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে তিন সেটের ম্যাচে ৬-৪, ৬-৪, ৭-৫ ব্যবধানে হেরে গিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন স্প্যানিশ টেনিস তারকা। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

রড লেভার এরেনায় ২ ঘণ্টা ৩২ মিনিটের লড়াইে স্ট্রেট সেটে হেরে গেলেন ২২টি গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল। চোট নিয়েই আজ, অজি ওপেনের দ্বিতীয় রাউন্ডে খেলতে নেমেছিলেন নাদাল। প্রথম সেটে ৬-৪ ব্যবধানে হারেন রাফা। এর পর দ্বিতীয় সেটে ৩-৫ ফলে পিছিয়ে থাকার সময় চিকিৎসক ডাকতে হয় নাদালকে। কোমরের চোটের কারণে, দ্বিতীয় সেট চলাকালীন ‘মডিকেল টাইম আউট’ নিতে হয় নাদালকে। এর পর ফের নাদাল কোর্টে ফিরে আসেন। কিন্তু নাদালকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল চোটের কারণে তাঁর খেলতে অসুবিধা হচ্ছিল। শেষ পর্যন্ত স্প্যানিশ টেনিস তারকা বিশ্বের ৬৫ নম্বর প্লেয়ারের কাছে হেরে যান।

বিস্তারিত আসছে…



Leave a Reply