Mohammed Siraj: ঘরের মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচ, উত্তেজনায় ফুটছেন সিরাজ


TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Jan 18, 2023 | 9:13 AM

জসপ্রীত বুমরার অনুপস্থিতি ভুলিয়ে দিয়েছেন হায়দরাবাদের তরুণ পেসার মহম্মদ সিরাজ। শ্রীলঙ্কার বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স। সাদা বলের ফরম্যাটে অধিনায়ক রোহিত শর্মার বড় ভরসা গতির তারকা।

Jan 18, 2023 | 9:13 AM

 জসপ্রীত বুমরার অনুপস্থিতি ভুলিয়ে দিয়েছেন হায়দরাবাদের তরুণ পেসার মহম্মদ সিরাজ। শ্রীলঙ্কার বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স। সাদা বলের ফরম্যাটে অধিনায়ক রোহিত শর্মার বড় ভরসা পেস তারকা। (ছবি:টুইটার)

জসপ্রীত বুমরার অনুপস্থিতি ভুলিয়ে দিয়েছেন হায়দরাবাদের তরুণ পেসার মহম্মদ সিরাজ। শ্রীলঙ্কার বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স। সাদা বলের ফরম্যাটে অধিনায়ক রোহিত শর্মার বড় ভরসা পেস তারকা। (ছবি:টুইটার)

 শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজে ৯ উইকেট ঝুলিতে পোরার পর আত্মবিশ্বাস তুঙ্গে মহম্মদ সিরাজের। সেই আত্মবিশ্বাস নিয়ে বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআইতে নেমে পড়বেন সিরাজ। বুধবারের ম্যাচে টম ল্যাথামদের নাস্তানাবুদ করতে বাড়তি তাগিদ অনুভব করছেন তিনি। কারণ ম্যাচটি তাঁর ঘরের মাঠে।(ছবি:টুইটার)

শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজে ৯ উইকেট ঝুলিতে পোরার পর আত্মবিশ্বাস তুঙ্গে মহম্মদ সিরাজের। সেই আত্মবিশ্বাস নিয়ে বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআইতে নেমে পড়বেন সিরাজ। বুধবারের ম্যাচে টম ল্যাথামদের নাস্তানাবুদ করতে বাড়তি তাগিদ অনুভব করছেন তিনি। কারণ ম্যাচটি তাঁর ঘরের মাঠে।(ছবি:টুইটার)

 হায়দরাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম ওডিআই ম্যাচ। ঘরের মাঠে সিরাজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। গ্যালারিতে উপস্থিত থাকবে তাঁর পরিবার ও বন্ধু বান্ধবরা। পরিচিত মানুষগুলির সামনে পারফর্ম করার জন্য মুখিয়ে সিরাজ।(ছবি:টুইটার)

হায়দরাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম ওডিআই ম্যাচ। ঘরের মাঠে সিরাজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। গ্যালারিতে উপস্থিত থাকবে তাঁর পরিবার ও বন্ধু বান্ধবরা। পরিচিত মানুষগুলির সামনে পারফর্ম করার জন্য মুখিয়ে সিরাজ।(ছবি:টুইটার)

এতদিন ঘরের মাঠে শুধু আইপিএল খেলেছেন। প্রথমবার নিজের শহরে দেশের জার্সি গায়ে নামবেন। সিরাজ বলছেন, "এই মাঠে খেললে আত্মবিশ্বাস পাই। পরিবার পরিজনরা থাকবেন একটা ভেবেই বাড়তি উত্তেজনা অনুভব করছি।"(ছবি:টুইটার)

এতদিন ঘরের মাঠে শুধু আইপিএল খেলেছেন। প্রথমবার নিজের শহরে দেশের জার্সি গায়ে নামবেন। সিরাজ বলছেন, “এই মাঠে খেললে আত্মবিশ্বাস পাই। পরিবার পরিজনরা থাকবেন একটা ভেবেই বাড়তি উত্তেজনা অনুভব করছি।”(ছবি:টুইটার)

জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে রোহিতের ভরসা আদায় করে নিয়েছেন সিরাজ। বিপক্ষের ত্রাস হয়ে ধরা দিচ্ছেন। ধীরে ধীরে বুমরার অভাব পূরণ করে দিচ্ছেন। অথচ একটা সময় সিরাজকে সাদা বলের ফরম্যাটে ধরাই হত না।(ছবি:টুইটার)

জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে রোহিতের ভরসা আদায় করে নিয়েছেন সিরাজ। বিপক্ষের ত্রাস হয়ে ধরা দিচ্ছেন। ধীরে ধীরে বুমরার অভাব পূরণ করে দিচ্ছেন। অথচ একটা সময় সিরাজকে সাদা বলের ফরম্যাটে ধরাই হত না।(ছবি:টুইটার)

২০২২ সালের আইপিএল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আহামরি পারফরম্যান্স করতে পারেননি। সেই ব্যর্থতাই তাঁকে ঘুরে দাঁড়ানোর জোর দিয়েছে। সীমিত ওভারে নিজেকে ফিরে পাওয়ার জন্য লাগাতার পরিশ্রম চালিয়ে যান। যার ফলস্বরূপ গতবছর আন্তর্জাতিক ক্রিকেটে সিরাজের উইকেটসংখ্যা ৩৩। (ছবি:টুইটার)

২০২২ সালের আইপিএল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আহামরি পারফরম্যান্স করতে পারেননি। সেই ব্যর্থতাই তাঁকে ঘুরে দাঁড়ানোর জোর দিয়েছে। সীমিত ওভারে নিজেকে ফিরে পাওয়ার জন্য লাগাতার পরিশ্রম চালিয়ে যান। যার ফলস্বরূপ গতবছর আন্তর্জাতিক ক্রিকেটে সিরাজের উইকেটসংখ্যা ৩৩। (ছবি:টুইটার)

অধিনায়ক রোহিত শর্মা ঢালাও প্রশংসা করেছেন সিরাজের। বলেন, "সিরাজ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এখন লাইন ও লেন্থে অনেক উন্নতি হয়েছে। দুটি ফরম্যাটেই ওর দারুণ উন্নতি দেখা গিয়েছে।" (ছবি:টুইটার)

অধিনায়ক রোহিত শর্মা ঢালাও প্রশংসা করেছেন সিরাজের। বলেন, “সিরাজ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এখন লাইন ও লেন্থে অনেক উন্নতি হয়েছে। দুটি ফরম্যাটেই ওর দারুণ উন্নতি দেখা গিয়েছে।” (ছবি:টুইটার)

 বল হাতে এমন পারফরম্যান্স চলতে থাকলে ওডিআই বিশ্বকাপে সিরাজের জায়গা নিশ্চিত। সেই ইঙ্গিতও দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। বিশ্বকাপে হিটম্যানের তুরুপের তাস হয়ে উঠতে পারেন ডান হাতি পেসার। (ছবি:টুইটার)

বল হাতে এমন পারফরম্যান্স চলতে থাকলে ওডিআই বিশ্বকাপে সিরাজের জায়গা নিশ্চিত। সেই ইঙ্গিতও দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। বিশ্বকাপে হিটম্যানের তুরুপের তাস হয়ে উঠতে পারেন ডান হাতি পেসার। (ছবি:টুইটার)


Most Read Stories

Leave a Reply