Tennis Racquet: চোখ কপালে উঠবে যদি নাদাল-জোকারের ব়্যাকেটের দাম জানেন!


TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Jan 18, 2023 | 6:12 PM

পউম নামে ফরাসিদের এক খেলা থেকে উৎপত্তি টেনিসের। দড়ি টাঙিয়ে ছোট একটি বল হাত দিয়ে পিটিয়ে খেলা হত। পরে হাতে দস্তানা এবং কিছুদিন পর বল পেটানোর সুবিধের জন্য দস্তানার আঙুলের ফাঁকে জাল লাগানোর ব্যবস্থা করা হয়েছিল। ধীরে ধীরে দস্তানা ছেড়ে কাঠের হাতলের মাথায় বৃত্তাকার কাঠামো লাগিয়ে তৈরি করা হয় ব়্যাকেট। মোটামুটি ১৫০০ খ্রীষ্টাব্দ নাগাদ কাঠের ব়্যাকেটে দিয়ে টেনিস খেলার প্রচলন শুরু হয়।

Jan 18, 2023 | 6:12 PM

তখনকার ব়্যাকেটের সঙ্গে আজকের ব়্যাকেটের আকাশ পাতাল ফারাক। একবিংশ শতাব্দীতে টেনিস খেলোয়াড়রা পেশাদার ব়্যাকেট ছাড়া খেলেন না। নামীদামি টেনিস ব়্যাকেট তৈরির কোম্পানির উপর ভরসা করে থাকেন তাঁরা। কোনও কোনও ব়্যাকেটের দাম কয়েক লক্ষ টাকা। (ছবি:টুইটার)

তখনকার ব়্যাকেটের সঙ্গে আজকের ব়্যাকেটের আকাশ পাতাল ফারাক। একবিংশ শতাব্দীতে টেনিস খেলোয়াড়রা পেশাদার ব়্যাকেট ছাড়া খেলেন না। নামীদামি টেনিস ব়্যাকেট তৈরির কোম্পানির উপর ভরসা করে থাকেন তাঁরা। কোনও কোনও ব়্যাকেটের দাম কয়েক লক্ষ টাকা। (ছবি:টুইটার)

২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড চলাকালীন গতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালের প্রিয় ব়্যাকেটটি খোয়া গিয়েছিল। হন্যে হয়ে ব়্যাকেট খুঁজতে শুরু করেন। আম্পায়ারের দ্বারস্থ হয়ে বলেন, ওই ব়্যাকেটটি তাঁর চাই। ওই ঘটনার পর নাদালের ব়্যাকেট নিয়ে অনুরাগীদের আগ্রহ বেড়ে গিয়েছে। ২২টি গ্র্যান্ড স্লামের মালিক সেই ২০০৪ সাল থেকে Babolat কোম্পানির ব়্যাকেট ব্যবহার করছেন।(ছবি:টুইটার)

২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড চলাকালীন গতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালের প্রিয় ব়্যাকেটটি খোয়া গিয়েছিল। হন্যে হয়ে ব়্যাকেট খুঁজতে শুরু করেন। আম্পায়ারের দ্বারস্থ হয়ে বলেন, ওই ব়্যাকেটটি তাঁর চাই। ওই ঘটনার পর নাদালের ব়্যাকেট নিয়ে অনুরাগীদের আগ্রহ বেড়ে গিয়েছে। ২২টি গ্র্যান্ড স্লামের মালিক সেই ২০০৪ সাল থেকে Babolat কোম্পানির ব়্যাকেট ব্যবহার করছেন।(ছবি:টুইটার)

কোম্পানির কোন ব়্যাকেটটি নাদালের পছন্দের? 'Babolat Pure Aero'। নাদালের ব্যবহার করা ওই ব়্যাকেটই কোম্পানির বেস্ট সেলিং প্রোডাক্ট।  Aero Pro Drive অরিজিনাল ব়্যাকেটটিও তাঁর ভীষণ পছন্দের। সময়ের সঙ্গে নাদালের প্রয়োজন মতো ব়্যাকেটের ওজনে বদল করা হয়েছে। ভারতীয় টাকায় Babolat Pure Aero ব়্যাকেটের দাম ২০ থেকে ৪৫ হাজার। তবে রাফার ব়্যাকেটের সঙ্গে এর তুলনা করলেন চলবে না। বেশিরভাগ টেনিস খেলোয়াড়ের ব়্যাকেট তাঁদের চাহিদা অনুযায়ী কাস্টমাইজ় করা হয়।(ছবি:টুইটার)

কোম্পানির কোন ব়্যাকেটটি নাদালের পছন্দের? ‘Babolat Pure Aero’। নাদালের ব্যবহার করা ওই ব়্যাকেটই কোম্পানির বেস্ট সেলিং প্রোডাক্ট। Aero Pro Drive অরিজিনাল ব়্যাকেটটিও তাঁর ভীষণ পছন্দের। সময়ের সঙ্গে নাদালের প্রয়োজন মতো ব়্যাকেটের ওজনে বদল করা হয়েছে। ভারতীয় টাকায় Babolat Pure Aero ব়্যাকেটের দাম ২০ থেকে ৪৫ হাজার। তবে রাফার ব়্যাকেটের সঙ্গে এর তুলনা করলেন চলবে না। বেশিরভাগ টেনিস খেলোয়াড়ের ব়্যাকেট তাঁদের চাহিদা অনুযায়ী কাস্টমাইজ় করা হয়।(ছবি:টুইটার)

মহিলা টেনিস খেলোয়াড়দের মধ্যে ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছেন পোল্যান্ডের ইগা স্বোয়াতেক। ২০২১ সালে পোলিশ তারকার সঙ্গে চুক্তি হয় Tecnifibre-এর। এই ফরাসি ব্র্যান্ড ইগার জন্য সিগনচার ব়্যাকেট তৈরি করে। সংস্থার ব়্যাকেট Tempo 298-এর থেকে ইগার ব়্যাকেটের তেমন পার্থক্য নেই। ইগা বলেছেন, "জোরে বল মারতে গেলে বা ড্রপ শট খেলার সময় এই ব়্যাকেট আমাকে ভীষণ সাহায্য করে।" ভারতীয় মুদ্রায় ১১ হাজার টাকা থেকে শুরু এই ব়্যাকেটের দাম।  (ছবি:টুইটার)

মহিলা টেনিস খেলোয়াড়দের মধ্যে ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছেন পোল্যান্ডের ইগা স্বোয়াতেক। ২০২১ সালে পোলিশ তারকার সঙ্গে চুক্তি হয় Tecnifibre-এর। এই ফরাসি ব্র্যান্ড ইগার জন্য সিগনচার ব়্যাকেট তৈরি করে। সংস্থার ব়্যাকেট Tempo 298-এর থেকে ইগার ব়্যাকেটের তেমন পার্থক্য নেই। ইগা বলেছেন, “জোরে বল মারতে গেলে বা ড্রপ শট খেলার সময় এই ব়্যাকেট আমাকে ভীষণ সাহায্য করে।” ভারতীয় মুদ্রায় ১১ হাজার টাকা থেকে শুরু এই ব়্যাকেটের দাম। (ছবি:টুইটার)

নরওয়ের টেনিস তারকা ক্যাসপার রুড কেরিয়ারের সর্বোচ্চ ব়্যাঙ্কিংয়ে (দ্বিতীয় নম্বরে) উঠে এসেছিলেন গতবছরই। ২০২২ সালের ফরাসি ওপেন এবং ইউএস ওপেনের ফাইনালিস্ট রুড হলেন  Yonex স্পনসরড খেলোয়াড়। তাই এই ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার ব়্যাকেট, স্ট্রিং, জুতো, জার্সি সবই ব্যবহার করেন। কোম্পানির যে বিশেষ ব়্যাকেটটি তিনি এনডোর্স করেন সেটি হল Yonex EZONE 100।  (ছবি:টুইটার)

নরওয়ের টেনিস তারকা ক্যাসপার রুড কেরিয়ারের সর্বোচ্চ ব়্যাঙ্কিংয়ে (দ্বিতীয় নম্বরে) উঠে এসেছিলেন গতবছরই। ২০২২ সালের ফরাসি ওপেন এবং ইউএস ওপেনের ফাইনালিস্ট রুড হলেন Yonex স্পনসরড খেলোয়াড়। তাই এই ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার ব়্যাকেট, স্ট্রিং, জুতো, জার্সি সবই ব্যবহার করেন। কোম্পানির যে বিশেষ ব়্যাকেটটি তিনি এনডোর্স করেন সেটি হল Yonex EZONE 100। (ছবি:টুইটার)

রুড অবশ্য নিজে Yonex EZONE 100 ব্যবহার করেন না। তাঁর ব্যবহার করা ব়্যাকেটটি হল Yonex DR 100 Plus। দুটি ব়্যাকেটের মধ্যে খুব একটা তফাৎ নেই। রুডের ব্যবহৃত ব়্যাকেটের মডেলটি সামান্য পুরনো। একইসঙ্গে দৈর্ঘ্যে সামান্য বড়। চাইলেই টাকা দিয়ে কেনা যাবে না ওই ব়্যাকেট। ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাটি এই বিষয়ে ভীষণ সতর্ক। Yonex EZONE 100 ব়্যাকেটটির দাম ১৩ হাজার থেকে ৮০ হাজার পর্যন্ত হতে পারে। (ছবি:টুইটার)

রুড অবশ্য নিজে Yonex EZONE 100 ব্যবহার করেন না। তাঁর ব্যবহার করা ব়্যাকেটটি হল Yonex DR 100 Plus। দুটি ব়্যাকেটের মধ্যে খুব একটা তফাৎ নেই। রুডের ব্যবহৃত ব়্যাকেটের মডেলটি সামান্য পুরনো। একইসঙ্গে দৈর্ঘ্যে সামান্য বড়। চাইলেই টাকা দিয়ে কেনা যাবে না ওই ব়্যাকেট। ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাটি এই বিষয়ে ভীষণ সতর্ক। Yonex EZONE 100 ব়্যাকেটটির দাম ১৩ হাজার থেকে ৮০ হাজার পর্যন্ত হতে পারে। (ছবি:টুইটার)

সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ বর্তমানে PT113B ব়্যাকেট ব্যবহার করেন। সাধারণ ব়্যাকেটের থেকে দেখতে সামান্য আলাদা। দাম ৫ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে। কেরিয়ারের প্রথমদিকে ২১টি গ্র্যান্ড স্লামের মালিক উইলসনের ব়্যাকেট ব্যবহার করতেন। ২০০৮ সাল পর্যন্ত এই ব়্যাকেট নিয়ে খেলতেন। উইলসনের পেশাদার ব়্যাকেটের দাম ১৫ হাজার থেকে শুরু।  (ছবি:টুইটার)

সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ বর্তমানে PT113B ব়্যাকেট ব্যবহার করেন। সাধারণ ব়্যাকেটের থেকে দেখতে সামান্য আলাদা। দাম ৫ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে। কেরিয়ারের প্রথমদিকে ২১টি গ্র্যান্ড স্লামের মালিক উইলসনের ব়্যাকেট ব্যবহার করতেন। ২০০৮ সাল পর্যন্ত এই ব়্যাকেট নিয়ে খেলতেন। উইলসনের পেশাদার ব়্যাকেটের দাম ১৫ হাজার থেকে শুরু। (ছবি:টুইটার)

তিউনিশিয়ার টেনিস তারকা অনস জাবেউর দেশের জন্য তাঁর ব়্যাকেট বিক্রি করেছিলেন। মূল্য ছিল ২৭ হাজারের বেশি তিউনিশিয়ান দিনার। ভারতীয় টাকায় যা প্রায় ৮ লক্ষ। এমনিতে জাবেউর ব্যবহার করেন Wilson Pro Staff 97 v13 ব়্যাকেট। যেটি অনায়াসে অনলাইনে কিনতে পাওয়া যায়। মোটামুটি ১৫ হাজার থেকে দাম শুরু এই ব়্যাকেটগুলির।(ছবি:টুইটার)

তিউনিশিয়ার টেনিস তারকা অনস জাবেউর দেশের জন্য তাঁর ব়্যাকেট বিক্রি করেছিলেন। মূল্য ছিল ২৭ হাজারের বেশি তিউনিশিয়ান দিনার। ভারতীয় টাকায় যা প্রায় ৮ লক্ষ। এমনিতে জাবেউর ব্যবহার করেন Wilson Pro Staff 97 v13 ব়্যাকেট। যেটি অনায়াসে অনলাইনে কিনতে পাওয়া যায়। মোটামুটি ১৫ হাজার থেকে দাম শুরু এই ব়্যাকেটগুলির।(ছবি:টুইটার)


Most Read Stories

Leave a Reply