পউম নামে ফরাসিদের এক খেলা থেকে উৎপত্তি টেনিসের। দড়ি টাঙিয়ে ছোট একটি বল হাত দিয়ে পিটিয়ে খেলা হত। পরে হাতে দস্তানা এবং কিছুদিন পর বল পেটানোর সুবিধের জন্য দস্তানার আঙুলের ফাঁকে জাল লাগানোর ব্যবস্থা করা হয়েছিল। ধীরে ধীরে দস্তানা ছেড়ে কাঠের হাতলের মাথায় বৃত্তাকার কাঠামো লাগিয়ে তৈরি করা হয় ব়্যাকেট। মোটামুটি ১৫০০ খ্রীষ্টাব্দ নাগাদ কাঠের ব়্যাকেটে দিয়ে টেনিস খেলার প্রচলন শুরু হয়।
Jan 18, 2023 | 6:12 PM