Eggs: ফুটবলে ম্যাচ সেরার পুরস্কার পাঁচ ট্রে ডিম!


TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Jan 19, 2023 | 7:40 PM

মাসখানেক হল শেষ হয়েছে ফিফা ফুটবল বিশ্বকাপ। মধ্যপ্রাচ্যের দেশ কাতার থেকে বিশ্বকাপ ট্রফি আর্জেন্টিনায় নিয়ে গিয়েছেন লিওনেল মেসিরা। সঙ্গে ভুরি ভুরি পুরস্কার। অর্থের ছড়াছড়ি। ম্যাচ সেরা হলেই মেসি, এমবাপেদের হাতে উঠত ইয়া বড় ট্রফি। তবে সেই ঝাঁ চকচকে দৃশ্য ভুলিয়ে দেবে সাম্প্রতিক এক ঘটনা। ম্যাচ সেরার পুরস্কার হিসেবে ফুটবলার পেলেন পাঁচ ট্রে ডিম!

Jan 19, 2023 | 7:40 PM

অতীব এক সুন্দর খেলা ফুটবল। এই খেলা দর্শকদের যে কতটা আনন্দ দেয় তা বিশ্বজুড়ে ফুটবল অনুরাগীদের সংখ্যাটা দেখলেই অনুমান করা যায়। তবে ফুটবল মাঠের বাইরেও অনেক ঘটনা ঘটে যা কখনও বিস্ময় ধরায়, কখনও হাসির খোরাক দেয়। (ছবি:টুইটার)

অতীব এক সুন্দর খেলা ফুটবল। এই খেলা দর্শকদের যে কতটা আনন্দ দেয় তা বিশ্বজুড়ে ফুটবল অনুরাগীদের সংখ্যাটা দেখলেই অনুমান করা যায়। তবে ফুটবল মাঠের বাইরেও অনেক ঘটনা ঘটে যা কখনও বিস্ময় ধরায়, কখনও হাসির খোরাক দেয়। (ছবি:টুইটার)

তেমনই এক ঘটনার সাক্ষী থাকল ফুটবল বিশ্ব। আফ্রিকা মহাদেশের দক্ষিণে অবস্থিত দেশ জাম্বিয়া। দেশটির ঘরোয়া ফুটবল লিগে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে ফুটবলার হাতে পেলেন পাঁচ ট্রে ডিম! এমন অদ্ভুত পুরস্কার পেয়ে সংশ্লিষ্ট ফুটবলার কাঁদবেন না হাসবেন, বুঝতে পারলেন না।(ছবি:টুইটার)

তেমনই এক ঘটনার সাক্ষী থাকল ফুটবল বিশ্ব। আফ্রিকা মহাদেশের দক্ষিণে অবস্থিত দেশ জাম্বিয়া। দেশটির ঘরোয়া ফুটবল লিগে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে ফুটবলার হাতে পেলেন পাঁচ ট্রে ডিম! এমন অদ্ভুত পুরস্কার পেয়ে সংশ্লিষ্ট ফুটবলার কাঁদবেন না হাসবেন, বুঝতে পারলেন না।(ছবি:টুইটার)

 ফিফা ব়্যাঙ্কিংয়ে আফ্রিকার দেশ জাম্বিয়া এখন ৮৮ নম্বরে। বোঝাই যাচ্ছে, দেশটির পরিস্থিতি যাই হোক, জাম্বিয়াবাসী ফুটবলটা যত্ন করেই খেলে। ফুটবল দেখতে ও খেলতে ভালোবাসে। তবে দেশটির আর্থ সামাজিক পরিস্থিতি পেশাদার ফুটবলারদের দৈন্যতাও দূর করতে পারেনি। এর বড় উদাহরণ হয়ে রইল জাম্বিয়া সুপার লিগের একটি ম্যাচ।(ছবি:টুইটার)

ফিফা ব়্যাঙ্কিংয়ে আফ্রিকার দেশ জাম্বিয়া এখন ৮৮ নম্বরে। বোঝাই যাচ্ছে, দেশটির পরিস্থিতি যাই হোক, জাম্বিয়াবাসী ফুটবলটা যত্ন করেই খেলে। ফুটবল দেখতে ও খেলতে ভালোবাসে। তবে দেশটির আর্থ সামাজিক পরিস্থিতি পেশাদার ফুটবলারদের দৈন্যতাও দূর করতে পারেনি। এর বড় উদাহরণ হয়ে রইল জাম্বিয়া সুপার লিগের একটি ম্যাচ।(ছবি:টুইটার)

জাম্বিয়া সুপার লিগের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল কানা ফুটবল ক্লাব এবং পাওয়ার ডায়নামোস। ডার্বির উত্তেজনা সব দেশেই সমান। ম্যাচে শহুরে প্রতিপক্ষকে হারিয়ে শেষ হাসি হাসে পাওয়ার ডায়নামোস। (ছবি:টুইটার)

জাম্বিয়া সুপার লিগের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল কানা ফুটবল ক্লাব এবং পাওয়ার ডায়নামোস। ডার্বির উত্তেজনা সব দেশেই সমান। ম্যাচে শহুরে প্রতিপক্ষকে হারিয়ে শেষ হাসি হাসে পাওয়ার ডায়নামোস। (ছবি:টুইটার)

ম্যাচে ডায়নামোসের হয়ে জয়সূচক গোল করেন কেনেডি মুসোন্ডা। ২৭ বছরের কেনেডির এই মরসুমে এখনও পর্যন্ত ছয়টি গোল রয়েছে। ম্যাচ শেষে ক্লাবের এক ফ্যান ম্যাচ সেরার পুরস্কার দিতে আসেন। তাঁর হাতে ছিল পাঁচটি ডিমের ট্রে। স্থানীয় ভাষায় কিছু বলার পর ডিমের ট্রে গুলি তুলে দেন মুসোন্ডোর হাতে। (ছবি:টুইটার)

ম্যাচে ডায়নামোসের হয়ে জয়সূচক গোল করেন কেনেডি মুসোন্ডা। ২৭ বছরের কেনেডির এই মরসুমে এখনও পর্যন্ত ছয়টি গোল রয়েছে। ম্যাচ শেষে ক্লাবের এক ফ্যান ম্যাচ সেরার পুরস্কার দিতে আসেন। তাঁর হাতে ছিল পাঁচটি ডিমের ট্রে। স্থানীয় ভাষায় কিছু বলার পর ডিমের ট্রে গুলি তুলে দেন মুসোন্ডোর হাতে। (ছবি:টুইটার)

ওই ব্যক্তি আবার পোলট্রি ফার্মের মালিক। জানা গিয়েছে, ম্যাচ সেরার পুরস্কার হিসেবে ডিমের তিনটে ট্রে দেওয়া হবে বলে আগেই ঘোষণা করা হয়েছিল। পোলট্রি ফার্মের মালিক ডায়নামোসের ফ্যান হওয়ায় অতিরিক্ত দুটো ট্রে পান মুসোন্ডো।(ছবি:টুইটার)

ওই ব্যক্তি আবার পোলট্রি ফার্মের মালিক। জানা গিয়েছে, ম্যাচ সেরার পুরস্কার হিসেবে ডিমের তিনটে ট্রে দেওয়া হবে বলে আগেই ঘোষণা করা হয়েছিল। পোলট্রি ফার্মের মালিক ডায়নামোসের ফ্যান হওয়ায় অতিরিক্ত দুটো ট্রে পান মুসোন্ডো।(ছবি:টুইটার)

জাম্বিয়া ফুটবলে ম্যাচ সেরার পুরস্কার নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠেছে। কয়েকমাস আগে বাংলাদেশের দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে ব্লেন্ডার দেওয়া হয়েছিল। সেই ঘটনাকেও ছাড়িয়ে গিয়েছে জাম্বিয়ার ঘরোয়া ফুটবল। (ছবি:টুইটার)

জাম্বিয়া ফুটবলে ম্যাচ সেরার পুরস্কার নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠেছে। কয়েকমাস আগে বাংলাদেশের দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে ব্লেন্ডার দেওয়া হয়েছিল। সেই ঘটনাকেও ছাড়িয়ে গিয়েছে জাম্বিয়ার ঘরোয়া ফুটবল। (ছবি:টুইটার)


Most Read Stories

Leave a Reply