ইংল্যান্ড ও ভারতের একই পয়েন্ট থাকলও গোল পার্থক্যে প্রথমস্থানে থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে ইংল্যান্ড। ভারতকে শেষ আটের জন্য এখনও অপেক্ষা করতে হবে।
Image Credit source: Twitter
ভুবনেশ্বর: হকি বিশ্বকাপে গ্রুপের (Hockey World Cup 2023) শেষ ম্যাচে ভারতের ম্যাচ ছিল ওয়েলসের বিরুদ্ধে। সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠতে গেলে ৮ গোলের বড়সড় ব্যবধানে জিততে হত ভারতকে। পাশাপাশি তাকিয়ে থাকতে হত গ্রুপের অন্য ম্যাচের দিকে। ওয়েলসের বিরুদ্ধে ৪-২ ভারত (India vs Wales) জিতলেও বড় ব্যবধানে জেতা হল না। ফলে ইংল্যান্ড ও ভারতের একই পয়েন্ট থাকলও গোল পার্থক্যে প্রথমস্থানে থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে ইংল্যান্ড। গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা ভারতকে এ বার নামতে হবে ক্রসওভার রাউন্ডে। গ্রুপ বি-র তিন নম্বর দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রসওভার ম্যাচে নামবেন হরমনপ্রীত সিংরা। ম্যাচটি জিতলে তবেই কোয়ার্টার ফাইনালের টিকিট পাবে ভারত। ম্যাচের বিস্তারিত TV9 bangla।