মেসি ও রোনাল্ডো কি একে অপরের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলে ফেললেন? কে জানে। তবে বৃহস্পতিবার রাতে রিয়াধে মাঠে সত্যিই যেন রচিত হল আরব্য় রজনীর গল্প।
Image Credit source: Twitter
রিয়াধ: এশিয়া মহাদেশে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) অভিষেক বোধহয় আটকে ছিল এই দিনটার জন্যই। নিষেধাজ্ঞার কারণে সৌদি আরবে গিয়েও মাঠে নামতে পারেননি। আল নাসেরের হয়ে রোনাল্ডোর অভিষেকের রাতটা যেমন ছিল তারকাখচিত, তেমনই স্মরণীয়। মনে হল, কাতারে ফুটবল বিশ্বকাপের কোনও ম্যাচ দেখছি। হোক না প্রীতি ম্যাচ, বিপক্ষ দলে যখন থাকেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি (Lionel Messi), ব্রাজিলের প্রাণভোমরা নেইমার এবং ফুটবল বিশ্বের তরুণ সুপারস্টার কিলিয়ান এমবাপে। সৌদি আরবের মাটিতে অভিষেক ম্যাচে শোনা গেল রোনাল্ডো গর্জন। প্রথমার্ধে রিয়াধ অল স্টার একাদশের হয়ে পেনাল্টি থেকে জোড়া গোল করে সব আলো নিজের দিকে টেনে নিলেন। বহুদিন পর মেসি ও রোনাল্ডো মাঠে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। দুই তরফেই গোলের ফুলঝুরি। ৯ গোলে শেষ হল টানটান রুদ্ধশ্বাস ম্যাচ। দুই মহাতারকার লড়াইয়ে জমজমাট ফুটবলটাকে উপভোগ করলেন ক্রীড়াপ্রেমীরা। ম্যাচ শেষ হয় রিয়াধ অল স্টার ৪-৫ পিএসজি ব্যবধানে।
প্রথম মিনিট থেকেই সেয়ানে সেয়ানে লড়াই। শুরুর তিন মিনিটেই গোল করেন লিওনেল মেসি। পেনাল্টি থেকে গোল করে রোনাল্ডো তার জবাব দেন কিছুক্ষণের মধ্যে। পিএসজি ও রিয়াধ অল স্টার প্রীতি ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার আগে লাল কার্ড দেখেন পিএসজির জোয়ান বের্নার্তো। ৪৩ মিনিটে গোল মার্কুইনহোসের। সংযুক্তি সময়ে পেনাল্টি মিস করেন নেইমার। বিরতিতে যাওয়ার আগে ফের গোল করে ব্যবধান ২-২ করেন রোনাল্ডো। এরপর দ্বিতীয়ার্ধে হল আরও পাঁচটি গোল। স্কোরবোর্ডে নাম লেখালেন এমবাপে, ব়্যামোসরা। দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়েন রোনাল্ডো, মেসি উভয়েই। তা সত্ত্বেও গোটা ম্যাচে ছড়িয়ে ছিল দুই মহাতারকা জাদু। তাতেই আচ্ছন্ন ছিলেন ফুটবল অনুরাগীরা।
রিয়াধের কিং ফাওয়াদ স্টেডিয়ামে ম্যাচের শুরুতে ছিল অন্য চমক। মেসি, রোনাল্ডো, এমবাপে, নেইমার, ব়্যামোসদের মতো তারকাদের উপস্থিতি কাম্য ছিল। হঠাৎই সকলকে চমকে দিয়ে মাঠে প্রবেশ অমিতাভ বচ্চনের। বলিউড মেগাস্টার মেসি, রোনাল্ডোদের সঙ্গে হাত মেলালেন আর উচ্ছ্বাসে ফেটে পড়ল দেশবাসী। বিগ বি-র হাত ধরে ছিলেন পিএসজির মালিক আল খেলাইফি। তিনিই ফুটবলারদের সঙ্গে মিস্টার বচ্চনের পরিচয় করিয়ে দেন।