মেসি-মারাদোনা ছুঁচের টানে ফুটে উঠেছেন সকলেই…


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Jan 20, 2023 | 7:00 AM

বিভিন্ন ফুটবলারদের ট্যাটু অবিকল সুন্দরভাবে শরীরে খোদাই করছেন এক ট্যাটু শিল্পী। তাঁর ট্যাটু যেন কথা বলে এমনই নিঁখুত তাঁর কাজ। মেসি থেকে মারাদোনা তাঁর ছুঁচের টানে ফুটে উঠছেন সবাই।

Jan 20, 2023 | 7:00 AM

ট্যাটু ইদানিং একটি ভীষণ ট্রেন্ডিং বিষয়। শরীরের বিভিন্ন অংশে পছন্দের ট্যাটু করিয়ে থাকেন অনেকেই। ছবি: ইনস্টাগ্রাম

ট্যাটু ইদানিং একটি ভীষণ ট্রেন্ডিং বিষয়। শরীরের বিভিন্ন অংশে পছন্দের ট্যাটু করিয়ে থাকেন অনেকেই। ছবি: ইনস্টাগ্রাম

পছন্দের নায়ক,ফুটবলার, ক্রিকেটারদের ট্যাটুও করান অনেকেই।  ছবি: ইনস্টাগ্রাম

পছন্দের নায়ক,ফুটবলার, ক্রিকেটারদের ট্যাটুও করান অনেকেই। ছবি: ইনস্টাগ্রাম

 কাতার বিশ্বকাপরে সময়ই একাধিক অনুরাগীকে পছন্দের ট্যাটু করাতে দেখা গিয়েছিল। কেউ পিঠে কেউ আবার কপাল জুড়ে পছন্দের ফুটবলারের ট্যাটু করিয়েছেন।  ছবি: ইনস্টাগ্রাম

কাতার বিশ্বকাপরে সময়ই একাধিক অনুরাগীকে পছন্দের ট্যাটু করাতে দেখা গিয়েছিল। কেউ পিঠে কেউ আবার কপাল জুড়ে পছন্দের ফুটবলারের ট্যাটু করিয়েছেন। ছবি: ইনস্টাগ্রাম

এ বার সোশ্যাল মিডিয়ার দৌলতে এক ট্যাটু শিল্পীর খোঁজ মিলল। যিনি আর্জেন্টিনার বিভিন্ন ফুটবলারদের ট্যাটু করেন।  ছবি: ইনস্টাগ্রাম

এ বার সোশ্যাল মিডিয়ার দৌলতে এক ট্যাটু শিল্পীর খোঁজ মিলল। যিনি আর্জেন্টিনার বিভিন্ন ফুটবলারদের ট্যাটু করেন। ছবি: ইনস্টাগ্রাম

লুকাস ভিল্লাগরে নামক এই শিল্পীর কাজ একেবারে নিঁখুত। সুন্দর ভাবে ফুটিয়ে তোলেন ফুটবলারদের মুখ।  ছবি: ইনস্টাগ্রাম

লুকাস ভিল্লাগরে নামক এই শিল্পীর কাজ একেবারে নিঁখুত। সুন্দর ভাবে ফুটিয়ে তোলেন ফুটবলারদের মুখ। ছবি: ইনস্টাগ্রাম

ছবিতে দেখা যাচ্ছে, আর্জেন্টিনার গোল্ডেন গ্লাভস পুরস্কারপ্রাপ্ত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের রূপটি ফুটিয়ে তুলেছেন তিনি।  ছবি: ইনস্টাগ্রাম

ছবিতে দেখা যাচ্ছে, আর্জেন্টিনার গোল্ডেন গ্লাভস পুরস্কারপ্রাপ্ত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের রূপটি ফুটিয়ে তুলেছেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম

মেসির বিশ্বকাপ হাতে নেওয়া সেই ঐতিহাসিক মুহূর্তটিও নিপুনতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন তিনি।  ছবি: ইনস্টাগ্রাম

মেসির বিশ্বকাপ হাতে নেওয়া সেই ঐতিহাসিক মুহূর্তটিও নিপুনতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম

তাঁর শেয়ার করা অপর এক ছবিতে দেখা যাচ্ছে ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনার সঙ্গে মেসিকে এক ট্যাটুর মাধ্যমে এঁকেছেন তিনি। ট্যাটুটি যেন কথা বলছে।  ছবি: ইনস্টাগ্রাম

তাঁর শেয়ার করা অপর এক ছবিতে দেখা যাচ্ছে ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনার সঙ্গে মেসিকে এক ট্যাটুর মাধ্যমে এঁকেছেন তিনি। ট্যাটুটি যেন কথা বলছে। ছবি: ইনস্টাগ্রাম


Most Read Stories

Leave a Reply