যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার ব্রাজিলিয়ান তারকা দানি আলভেস


আলভেস অবশ্য, শুরু থেকেই তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার ব্রাজিলিয়ান তারকা দানি আলভেস

Image Credit source: Twitter

স্পেন: ব্রাজিলিয়ান তারকা ফুটবলার দানি আলভেসের (Dani Alves) বিরুদ্ধে যৌন নিগ্রহের (sexual abuse) অভিযোগ উঠেছে। যার ফলে স্পেনে আটক করা হয়েছে তাঁকে। কাতার বিশ্বকাপেও ব্রাজিলের (Brazil) জার্সিতে খেলছেন আলভেস। তিনিই ছিলেন মরুদেশের বিশ্বকাপের সব থেকে বয়স্ক ফুটবলার। আলভেসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি বার্সেলোনার এক নাইট ক্লাবে এক মহিলাকে যৌন নিগ্রহ করেছেন। যার ফলে এ বার আলভেসকে আদালতে পেশ করা হবে। সেই শুনানির পর তিনি জামিনের জন্য আবেদন করতে পারবেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

আলভেসের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে যে ঘটনার পরিপ্রেক্ষিতে সেটি ঘটেছে ২০২২ সালের ৩০ ডিসেম্বর। ব্রাজিলিয়ান তারকা বার্সেলোনার জনপ্রিয় সাটন নাইট ক্লাবে বন্ধু বান্ধবদের নিয়ে গিয়েছিলেন। যত কাণ্ড ওই পার্টিকে কেন্দ্র করেই। দানির বিরুদ্ধে ওই পার্টিতে উপস্থিত থাকা এক মহিলা যৌন নিগ্রহের অভিযোগ আনেন। তিনি জানান, পার্টির সময় আলভেস সম্মতি ছাড়াই ওই মহিলার অন্তর্বাসের ভেতর হাত ঢুকিয়ে দেন। প্রথমে ওই মহিলা ঘাবড়ে যান। পরক্ষণেই বন্ধু ও নিরাপত্তারক্ষীদের ডেকে নিয়ে আসেন। সঙ্গে সঙ্গে নাইট ক্লাব ছেড়ে বেরিয়ে যান দানি আলভেজ। এরপর আলভেজের প্রতিনিধি সংবাদমাধ্যমকে জানান, ওই দিন ক্লাবে খুব অল্প সময়ের জন্যই ছিলেন দানি। তবে যে রকম অভিযোগ উঠেছে তা নাকি মিথ্যে।

পুরো ঘটনার কথা প্রকাশ্যে নিয়ে এসেছিস স্প্যানিশ সংবাদমাধ্যম এবিসি। তার পর পুলিশ অভিযোগকারিণীর বয়ানও নিয়েছে। কাতালান পুলিশের তরফে জানানো হয়েছে যে, ২ জানুয়ারি তাদের কাছে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করেন এক মহিলা। যিনি জানান, আলভেস তাঁকে আপত্তিকর ভাবে স্পর্শ করেছেন। পুলিশের কাছে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, ওই মহিলার প্যান্টের ভিতরে হাত ঢুকিয়েছিলেন আলভেস। জানুয়ারি মাসের শুরুতে দানি স্প্যানিশ টেলিভিশন অ্যান্টেনা ৩-কে জানান, তিনি ওই মহিলাকে আগে কখনও দেখেননি। তিনি আরও বলেন, “আমি সেখানে ছিলাম ঠিকই, আরও অনেকে ছিলেন। সেখানে আমি নিজের মতো করে উপভোগ করছিলাম। যারা আমাকে চেনেন, তারা জানেন, আমি নাচ করতে পছন্দ করি। কিন্তু কারও জায়গায় গিয়ে আমি নাচিনি।”

Leave a Reply