২৯ তম জন্মদিন, আজই কি বিয়ের পিঁড়িতে অক্ষর?


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Jan 20, 2023 | 10:00 AM

Axar Patel-Meha: আজ, ২০ জানুয়ারি। ভারতীয় তারকা ক্রিকেটার অক্ষর প্যাটেলের জন্মদিন (Birthday)। ২৯-এ পা দিলেন অক্ষর। শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসার কথা অক্ষরের। তা হলে কি আজই জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় ক্রিকেটের বাপু?

Jan 20, 2023 | 10:00 AM

আজ, ২০ জানুয়ারি ভারতীয় ক্রিকেটের বাপু অক্ষর প্যাটেলের (Axar Patel) ২৯তম জন্মদিন। গত বছর অক্ষর ২৮তম জন্মদিনের পার্টিতে বান্ধবী মেহাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। (ছবি- অক্ষর প্যাটেল ইন্সটাগ্রাম)

আজ, ২০ জানুয়ারি ভারতীয় ক্রিকেটের বাপু অক্ষর প্যাটেলের (Axar Patel) ২৯তম জন্মদিন। গত বছর অক্ষর ২৮তম জন্মদিনের পার্টিতে বান্ধবী মেহাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। (ছবি- অক্ষর প্যাটেল ইন্সটাগ্রাম)

ঠিক এক বছর আগে নিজের জন্মদিনের পার্টিতে দারুণ চমক দিয়ে বান্ধবী মেহার সঙ্গে এনগেজমেন্ট সেরে নেন অক্ষর প্যাটেল। দু'জনের পরিবারের সদস্য ও বন্ধু বান্ধবরা হাজির ছিলেন সেই পার্টিতে। (ছবি- অক্ষর প্যাটেল ইন্সটাগ্রাম)

ঠিক এক বছর আগে নিজের জন্মদিনের পার্টিতে দারুণ চমক দিয়ে বান্ধবী মেহার সঙ্গে এনগেজমেন্ট সেরে নেন অক্ষর প্যাটেল। দু’জনের পরিবারের সদস্য ও বন্ধু বান্ধবরা হাজির ছিলেন সেই পার্টিতে। (ছবি- অক্ষর প্যাটেল ইন্সটাগ্রাম)

যার ফলে, অক্ষর প্যাটেলের ফ্যানেদের মনে প্রশ্ন জেগেছে, এ বারও কি অক্ষর নিজের জন্মদিনে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। (ছবি- অক্ষর প্যাটেল ইন্সটাগ্রাম)

যার ফলে, অক্ষর প্যাটেলের ফ্যানেদের মনে প্রশ্ন জেগেছে, এ বারও কি অক্ষর নিজের জন্মদিনে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। (ছবি- অক্ষর প্যাটেল ইন্সটাগ্রাম)

এই প্রশ্নের উত্তর আপাতত পাওয়া যায়নি। তবে জানা গিয়েছে, জানুয়ারি মাসেই অক্ষর ও মেহার চার হাত এক হওয়ার কথা। (ছবি- অক্ষর প্যাটেল ইন্সটাগ্রাম)

এই প্রশ্নের উত্তর আপাতত পাওয়া যায়নি। তবে জানা গিয়েছে, জানুয়ারি মাসেই অক্ষর ও মেহার চার হাত এক হওয়ার কথা। (ছবি- অক্ষর প্যাটেল ইন্সটাগ্রাম)

অক্ষর প্যাটেলের বান্ধবী মেহা পেশায় নিউট্রিশনিস্ট। তাঁরা দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে ডেট করছেন। (ছবি- মেহা ইন্সটাগ্রাম)

অক্ষর প্যাটেলের বান্ধবী মেহা পেশায় নিউট্রিশনিস্ট। তাঁরা দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে ডেট করছেন। (ছবি- মেহা ইন্সটাগ্রাম)

দুই লাভ বার্ডস সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয়। একসঙ্গে তাঁদের কাটানো মুহূর্তের ঝলক তাঁরা মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন। (ছবি- অক্ষর প্যাটেল ইন্সটাগ্রাম)

দুই লাভ বার্ডস সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয়। একসঙ্গে তাঁদের কাটানো মুহূর্তের ঝলক তাঁরা মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন। (ছবি- অক্ষর প্যাটেল ইন্সটাগ্রাম)

সূত্রের খবর, অক্ষর ও মেহার বিয়ে হতে চলেছে গুজরাটের এক রিসর্টে। সেখানে তাঁদের দুই পরিবারের সদস্য, নিকট আত্মীয় ও বন্ধুবান্ধবরাই উপস্থিত থাকবেন। (ছবি- অক্ষর প্যাটেল ইন্সটাগ্রাম)

সূত্রের খবর, অক্ষর ও মেহার বিয়ে হতে চলেছে গুজরাটের এক রিসর্টে। সেখানে তাঁদের দুই পরিবারের সদস্য, নিকট আত্মীয় ও বন্ধুবান্ধবরাই উপস্থিত থাকবেন। (ছবি- অক্ষর প্যাটেল ইন্সটাগ্রাম)

অক্ষরের ফ্যানেরা আশায় রয়েছেন সেই শুভলগ্নের। জানুয়ারিতে শুধু নতুন ইনিংস শুরু করতে চলেছেন অক্ষর এমনটা নয়। তাঁর পাশাপাশি ভারতীয় দলের তারকা ক্রিকেটার লোকেশ রাহুলেরও জানুয়ারি মাসেই বিয়ে। পাত্রী বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি। (ছবি- অক্ষর প্যাটেল ইন্সটাগ্রাম)

অক্ষরের ফ্যানেরা আশায় রয়েছেন সেই শুভলগ্নের। জানুয়ারিতে শুধু নতুন ইনিংস শুরু করতে চলেছেন অক্ষর এমনটা নয়। তাঁর পাশাপাশি ভারতীয় দলের তারকা ক্রিকেটার লোকেশ রাহুলেরও জানুয়ারি মাসেই বিয়ে। পাত্রী বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি। (ছবি- অক্ষর প্যাটেল ইন্সটাগ্রাম)


Most Read Stories

Leave a Reply