কাতার বিশ্বকাপ থেকে সমালোচনার কেন্দ্রে রয়েছেন সিআর সেভেন। কিন্তু বিরাট কোহলি (Virat Kohli ) আবার রোনাল্ডোর ভক্ত। যতই সমালোচনা হোক সিআর সেভেনের, বরাবর পাশে থেকেছেন ৭৪টা সেঞ্চুরির মালিক।
Image Credit source: Twitter
কলকাতা: ফিটনেস নিয়ে যতবার কথা ওঠে, বিশ্বের এই দুই প্লেয়ারের নাম উঠে আসে। যতই খেলার দুনিয়া আলাদা হোক, ফিটনেসই একসূত্রে বেঁধে দিয়েছে এই দু’জনকে। একজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। বয়সকে তুড়ি মেরে যিনি এখনও সর্বোচ্চ পর্যায়ে গোলের আলো জ্বালাচ্ছেন। আর একজন, বিরাট কোহলি। যিনি ৩৪ বছরে পা দিয়েও ক্রিকেট বিশ্বের জ্বলন্ত উদাহরণ। এতটাই এতটাই ফিট এই দু’জন যে, ১৯-২০ বছরের প্লেয়াররা পর্যন্ত লজ্জায় পড়ে যান এঁদের সামনে। এই ফিটনেসই রোনাল্ডো ও বিরাটের সাফল্যের মন্ত্র। কাতার বিশ্বকাপ থেকে সমালোচনার কেন্দ্রে রয়েছেন সিআর সেভেন। কিন্তু বিরাট কোহলি (Virat Kohli ) আবার রোনাল্ডোর ভক্ত। যতই সমালোচনা হোক সিআর সেভেনের, বরাবর পাশে থেকেছেন ৭৪টা সেঞ্চুরির মালিক। লিওনেল মেসির পিএসজির বিরুদ্ধে রিয়াধ অলস্টার টিমের হয়ে খেলেছেন রোনাল্ডো। দুটো গোলও করেছেন। সেই রোনাল্ডোর পাশে দাঁড়িয়ে এ বার বিরাট ঠুকলেন তাঁর সমালোচকদের। কী বললেন বিরাট? তুলে ধরল TV9 Bangla।
ইন্সটাগ্রাম পোস্টে রোনাল্ডোর ছবি দিয়ে বিরাট লিখেছেন, ‘৩৮ বছর বয়সেও সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে দাপিয়ে খেলছে! আর ফুটবল বিশেষজ্ঞরা বসে ওর সমালোচনা করে যাচ্ছে। যাতে বাড়তি নজর কাড়া যায়, খবরে থাকা যায়। একটা লোক প্রায় শেষ বলে ধরে নেওয়া হচ্ছে যখন, সেই কিনা তখন বিশ্বের সেরা একটা টিমের হয়ে দুরন্ত পারফর্ম করছে!’
বিশ্বকাপের আগে থেকেই প্রবল সমালোচনা চলছে রোনাল্ডোকে নিয়ে। কোচের সঙ্গে ঝামেলার জেরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তাঁর সঙ্গে চুক্তি বাতিল করেছে। ওই জের এসে পড়েছিল কাতার বিশ্বকাপেও। ওই টুর্নামেন্টে সেই অর্থে পারফর্ম করতে পারেননি তিনি। নক আউটের ম্যাচে কোচ তাঁকে প্রথম একাদশ থেকে বাদও দিয়েছিলেন। যা রোনাল্ডোর কেরিয়ারে ছিল বিরাট ধাক্কা। পর্তুগালও বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল। ইউরোপের কোনও ক্লাব রোনাল্ডোকে নিতে চায়নি। বাধ্য হয়েই কি সৌদি আরবের টিম আল নাসেরে সই করেছেন কিনা, তা নিয়েও প্রশ্নের অন্ত নেই। এই রোনাল্ডোকে নিতে আবার ২০০ মিলিয়ন ডলার খরচ করেছে আল নাসের। ক্লাবের হয়ে রবিবার অভিষেক হতে চলেছে তাঁর। তার আগে বিরাট দাঁড়িয়ে গেলেন রোনাল্ডোর পাশে।
কেন রোনাল্ডোকে এত পছন্দ করেন বিরাট? অনেকটা সিআর সেভেনের মতোই বিরাটকে গত তিন বছর ধারাবাহিক সমালোচনার সহ্য করতে হয়েছে। সেখান থেকে বেরিয়ে এখন আলোয় ফিরেছেন বিরাট। পর পর সেঞ্চুরি করে মুখ বন্ধ করে দিয়েছেন সমালোচকদের।