La Liga: পেনাল্টি মিস, আত্মঘাতী গোল; মায়োর্কার বিরুদ্ধে হার রিয়ালের


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Feb 05, 2023 | 10:59 PM

Real Madrid vs Mallorca: মায়োর্কার ঘরের মাঠে লা লিগার ম্য়াচে ৩ পয়েন্ট হাত ছাড়া করল রিয়াল মাদ্রিদ। ১-০ ব্যবধানে মায়োর্কার কাছে হেরে লিগ টেবলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হারাল কার্লো আনচেলত্তির দল।

Feb 05, 2023 | 10:59 PM

চোট আঘাতের সমস্যা থাকার কারণে রিয়াল মাদ্রিদের (Real Madrid) করিম বেঞ্জেমা, থিবো কুর্তোয়ারা মায়োর্কার (Mallorca) বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলতে পারেননি। লিগ টেবলের ২ নম্বরে থাকা রিয়াল মাদ্রিদ মায়োর্কার বিরুদ্ধে শেষ অবধি ৩ পয়েন্ট হাতছাড়া করেছেছ (ছবি-টুইটার)

চোট আঘাতের সমস্যা থাকার কারণে রিয়াল মাদ্রিদের (Real Madrid) করিম বেঞ্জেমা, থিবো কুর্তোয়ারা মায়োর্কার (Mallorca) বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলতে পারেননি। লিগ টেবলের ২ নম্বরে থাকা রিয়াল মাদ্রিদ মায়োর্কার বিরুদ্ধে শেষ অবধি ৩ পয়েন্ট হাতছাড়া করেছেছ (ছবি-টুইটার)

ম্যাচের ১৩ মিনিটের মাথায় গোল খেয়ে বসে রিয়াল মাদ্রিদ। বাঁ দিক থেকে দানি রদ্রিগেসের ক্রসে বক্সে একসঙ্গে লাফিয়ে ওঠেন মুরিহি ও নাচো। বল প্রথমে মায়োর্কা ফরোয়ার্ডের মাথা ছুঁয়ে যায়, রিয়াল ডিফেন্ডারের মাথায় লেগে এরপর বল জালে জড়িয়ে যায়। ফলে নাচোর (Nacho) আত্মঘাতী গোলে এগিয়ে যায় মায়োর্কা। (ছবি-টুইটার)

ম্যাচের ১৩ মিনিটের মাথায় গোল খেয়ে বসে রিয়াল মাদ্রিদ। বাঁ দিক থেকে দানি রদ্রিগেসের ক্রসে বক্সে একসঙ্গে লাফিয়ে ওঠেন মুরিহি ও নাচো। বল প্রথমে মায়োর্কা ফরোয়ার্ডের মাথা ছুঁয়ে যায়, রিয়াল ডিফেন্ডারের মাথায় লেগে এরপর বল জালে জড়িয়ে যায়। ফলে নাচোর (Nacho) আত্মঘাতী গোলে এগিয়ে যায় মায়োর্কা। (ছবি-টুইটার)

শুরুতেই গোল খাওয়ার পর, পুরো ম্যাচ জুড়ে আর গোল হজম করেনি রিয়াল। তবে গোল শোধ করতেও পারেনি কার্লো আনচেলত্তির ছেলেরা। (ছবি-টুইটার)

শুরুতেই গোল খাওয়ার পর, পুরো ম্যাচ জুড়ে আর গোল হজম করেনি রিয়াল। তবে গোল শোধ করতেও পারেনি কার্লো আনচেলত্তির ছেলেরা। (ছবি-টুইটার)

৬০ মিনিটের মাথায় পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। যদিও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি রিয়াল। তারকা স্ট্রাইকার মার্কো আসেনসিও পেনাল্টি শট নেন। কিন্তু মায়োর্কার গোলকিপার তা রুখে দেন। (ছবি-টুইটার)

৬০ মিনিটের মাথায় পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। যদিও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি রিয়াল। তারকা স্ট্রাইকার মার্কো আসেনসিও পেনাল্টি শট নেন। কিন্তু মায়োর্কার গোলকিপার তা রুখে দেন। (ছবি-টুইটার)

পুরো ম্যাচ জুড়ে দুই দলের মোট ১০জন ফুটবলারকে হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি। (ছবি-টুইটার)

পুরো ম্যাচ জুড়ে দুই দলের মোট ১০জন ফুটবলারকে হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি। (ছবি-টুইটার)

লা লিগায় এখনও অবধি ২০টি ম্যাচে খেলে ১৪টিতে জিতেছে রিয়াল মাদ্রিদ। হেরেছে ৩টি ও ৩টি ম্যাচে ড্র করেছে মাদ্রিদ। (ছবি-টুইটার)

লা লিগায় এখনও অবধি ২০টি ম্যাচে খেলে ১৪টিতে জিতেছে রিয়াল মাদ্রিদ। হেরেছে ৩টি ও ৩টি ম্যাচে ড্র করেছে মাদ্রিদ। (ছবি-টুইটার)

১-০ ব্যবধানে মায়োর্কার কাছে হেরে লিগ টেবলের শীর্ষস্থানে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হারাল কার্লো আনচেলত্তির দল। (ছবি-টুইটার)

১-০ ব্যবধানে মায়োর্কার কাছে হেরে লিগ টেবলের শীর্ষস্থানে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হারাল কার্লো আনচেলত্তির দল। (ছবি-টুইটার)

রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ রয়েছে ১৬ ফেব্রুয়ারি। সেই ম্যাচে কালো আনচেলত্তির দলের প্রতিপক্ষ এলচে। (ছবি-টুইটার)

রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ রয়েছে ১৬ ফেব্রুয়ারি। সেই ম্যাচে কালো আনচেলত্তির দলের প্রতিপক্ষ এলচে। (ছবি-টুইটার)


Most Read Stories

Leave a Reply