Border-Gavaskar Trophy: আরও একটা বর্ডার-গাভাসকর ট্রফি শুরু হচ্ছে, এই ক্য়াপশনে ৩৬ রানে অলআউটের ভিডিয়ো টুইট করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারতীয় ক্রিকেট প্রেমীরা এর পরই মনে করিয়ে দিয়েছেন, সিরিজের ফল কী হয়েছিল।
Image Credit source: twitter
নয়াদিল্লি: টানা দু-বার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। এ বার ঘরের মাঠে বর্ডার-গাভাসকর ট্রফিতে নামছে দু-দল। নাগপুরে ৯ ফেব্রুয়ারি থেকে শুরু চার ম্যাচের টেস্ট সিরিজ। ইতিমধ্যে বেশ চাপে অস্ট্রেলিয়া শিবির। চোটের জন্য ছিটকে গিয়েছেন তাদের দুই পেসার মিচেল স্টার্ক ও জশ হ্য়াজলউড। নিজেরা ব্য়াকফুটে। কিন্তু ভারতকে বিরক্ত করতে ক্রিকেট অস্ট্রেলিয়া পুরনো ম্যাচের ঘটনা টুইট করল। আর তারপরই টুইটারে যোগ্য় জবাব দিতে শুরু করল ভারতীয় ক্রিকেট প্রেমীরাও। অস্ট্রেলিয়ার দর্পচূর্ণ এ বারও হবে কী না, তা জানা যাবে এই সিরিজ শেষে। এখনও অবধি অস্ট্রেলিয়া যোগ্য জবাব পেয়েছে বলাই যায়। বিস্তারিত TV9Bangla-য়।
গত অস্ট্রেলিয়া (২০২০-২১) সফরেও টেস্ট সিরিজ জিতেছে ভারত। যদিও সিরিজের শুরুটা হয়েছিল লজ্জাজনক। অ্যাডিলেডে গোলাপি বললে দিন-রাতের টেস্ট খেলেছিব ভারত অস্ট্রেলিয়া। পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় সেই টেস্টে হারে ভারত। প্রথম ইনিংসে ভারতীয় দল ২৪৪ রান করে। এর মধ্যে সিংহভাগ রানই এসেছে বিরাট কোহলি (৭৪), চেতেশ্বর পূজারা (৪৩), অজিঙ্ক রাহানের (৪২) ব্য়াট থেকে। জবাবে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯১ রানে অলআউট করে ভারতীয় বোলিং বিভাগ। যদিও দ্বিতীয় ইনিংসে ভারতের লজ্জাজনক ব্য়াটিং। মাত্র ৩৬ রানেই অলআউট হয়ে যায় ভারত। কোনও ব্য়াটারই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেনি। প্য়াট কামিন্স-হ্য়াজলউট জুটি ৯ উইকেট নেয়। চোটের কারণে ব্য়াট করতে নামেননি সামি।
All out for 36 😳
The Border-Gavaskar Trophy starts on Thursday! #INDvAUS pic.twitter.com/Uv08jytTS7
— cricket.com.au (@cricketcomau) February 6, 2023
আরও একটা বর্ডার-গাভাসকর ট্রফি শুরু হচ্ছে, এই ক্য়াপশনে ৩৬ রানে অলআউটের ভিডিয়ো টুইট করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারতীয় ক্রিকেট প্রেমীরা এর পরই মনে করিয়ে দিয়েছেন, সিরিজের ফল কী হয়েছিল। অ্যাডিলেডে লজ্জাজনক হারের পর ভারত অন্য় কারণেও চাপে ছিল। মহম্মদ সামি ছিটকে গিয়েছিলেন, বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরেছিলেন। সিরিজ যত এগিয়েছে ভারতীয় দল কার্যত বি টিমে পরিণত হয়েছিল। মেলবোর্নে দ্বিতীয় টেস্ট থেকে ঘুরে দাঁড়ায় অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন ভারত। শেষ অবধি ২-১ ব্য়বধানে অভাবনীয় সিরিজ জিতে দেশে ফেরে ভারত।