EPL: প্রিমিয়ার লিগে ২০০ গোল করার নজির গড়লেন ইংল্যান্ডের স্ট্রাইকার। এমনকি স্পার্সের জার্সিতেও রেকর্ড গোলের কীর্তি গড়লেন হ্যারি কেন।
Image Credit source: Twitter
লন্ডন: আরও একবার টটেনহ্যামের ডেরা থেকে খালি হাতে ফিরল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। প্রিমিয়ার লিগে (Premier League) টটেনহ্যামের মাঠে শেষ চার ম্যাচে গোল করতে ব্যর্থ সিটি। হ্যারি কেনের (Harry Kane) গোলে সিটিকে হারায় স্পার্স। একই সঙ্গে লিগ টেবল জমিয়ে দিল টটেনহ্যাম। ম্যাচে একমাত্র গোল হ্যারি কেনের। খেলার ১৫ মিনিটে জয়সূচক গোল অধিনায়কের। এরই সঙ্গে জোড়া রেকর্ড গড়েন হ্যারি কেন। প্রিমিয়ার লিগে ২০০ গোল করার নজির গড়লেন ইংল্যান্ডের স্ট্রাইকার। এমনকি স্পার্সের জার্সিতেও রেকর্ড গোলের কীর্তি গড়লেন হ্যারি কেন। ম্যাচের পর হ্যারি কেনকে সংবর্ধনাও জানানো হয় স্টেডিয়ামে। গ্যালারি ভর্তি দর্শকের অভিবাদনও কুড়োন তিনি। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে পেনাল্টি মিসে খলনায়ক বনে গিয়েছিলেন। এমনকি লিগের ম্যাচেও কটূক্তি শুনতে হয়েছিল তাঁকে। তবে ধাক্কা কাটিয়ে আবারও ফিরলেন স্বমহিমায়। বিস্তারিত জেনে নিন TV9Banglaয়।
টটেনহ্যাম হটস্পারের জার্সিতে ২৬৭ গোল করলেন হ্যারি কেন। ক্লাবের ফুটবল ইতিহাসে যা সর্বোচ্চ মাইলস্টোন। ভেঙে দিলেন জিমি গ্রিভসের রেকর্ড। ১৯৬১ থেকে ১৯৭০ সাল পর্যন্ত টটেনহ্যামে খেলেন গ্রিভস। তাঁর গোলসংখ্যা ছাপিয়ে যান হ্যারি। প্রিমিয়ার লিগে ২০০ গোলেও গড়লেন নজির। ইংল্যান্ডের তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ গোলের মাইলস্টোন স্পর্শ। সর্বাধিক গোলের মালিক অ্যালান শিয়ারার (২৬০)। তাঁর পরে আছেন ওয়েন রুনি (২০৮)। তিন নম্বরে হ্যারি কেন। ২০১১ সালে টটেনহ্যামের জার্সিতে প্রথম গোল করেছিলেন।
ড্রেসিংরুমে ফেরার পর ফোনে হ্যারি কেনকে শুভেচ্ছা জানান কোচ অ্যান্তোনিও কন্তে। গলব্লাডারে অস্ত্রোপচারের জন্য ইতালিতে আছেন টটেনহ্যামের কোচ। ম্যাচ শেষের পর আর উত্তেজনা থামিয়ে রাখতে পারেননি তিনি। হাসপাতাল থেকেই ফোন করলেন হ্যারি কেনকে। জানালেন শুভেচ্ছা। একই সঙ্গে বলেন, ‘তুমি আমাকে গর্বিত করলে’। ড্রেসিংরুমের সেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
কন্তের সহকারী ক্রিশ্চিয়ান স্টেলিনি তো হ্যারি কেনকে সর্বকালের সেরা ফুটবলারের তালিকায় রাখলেন। কন্তের অনুপস্থিতিতে তিনিই এখন ডাগ আউটে। ম্যাচের পর কন্তের সহকারী বলেন, ‘হ্যারি কেনের ডিএনএ-তে ফুটবল রয়েছে। ফুটবলকে ও খুব ভালো বোঝে। যে কোনও পজিশনে ও খেলতে পারে। প্রিমিয়ার লিগের সর্বকালের সেরা ফুটবলার। ও উদাহরণ স্থাপন করল।’