Sourav Ganguly-Pervez Musharraf: সৌরভের মন্তব্যে স্তম্ভিত হয়ে গিয়েছিল পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ! কী ঘটেছিল জানেন?


India vs Pakistan, Retro Story: ২০০৬ সালের ঘটনা ১২ বছর পর ফাঁস করেছিলেন সৌরভ। ভারতের প্রাক্তন অধিনায়কের জবাব শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন পাক প্রেসিডেন্ট। সেই পারভেজ মুশারফ সদ্য প্রয়াত হয়েছেন।

সৌরভের মন্তব্যে স্তম্ভিত হয়ে গিয়েছিল পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ! কী ঘটেছিল জানেন?

কলকাতা: ভারত-পাকিস্তান (India vs Pakistan) রাজনৈতিক চাপানউতোড় তখনও ছিল। কাশ্মীর নিয়ে উত্তেজনার স্রোতও। কিন্তু ওয়াঘার এপার-ওপার তখন পুরোপুরি পাঁচিল তুলে দেয়নি। খানিকটা হলেও অটুট ছিল ক্রিকেট সম্পর্ক। বাইশ গজে বিশ্বকাপ ছাড়াও দেখা হত দুই দেশের। ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে তখনও ছিল ক্রিকেট সফর। তার কারণ কিছুটা হলেও ছিল দুই দেশের সরকার। সে সময় পারভেজ মুশারফ (Pervez Musharraf) ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট। তিনি ছিলেন ক্রিকেট ভক্ত। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) টিমের পাক সফর আজও স্মরণীয় হয়ে রয়েছে। প্রথম বার পাকিস্তানের মাটি থেকে সিরিজ জিতে ফিরেছিল ভারত। আর ওই সফরেই ঘটেছিল আশ্চর্য ঘটনাটা। ভারতীয় টিমের ক্য়াপ্টেন অবাক করা মন্তব্য করেছিলেন মুশারফকে। কী ছিল সেটা? তুলে ধরল TV9 Bangla

২০০৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে একটা ম্যাচে ১৪৮ রান করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। যে ইনিংসের মধ্যে দিয়ে ভারতীয় কিপারের উত্থান হয়। পরের একটা দশক ভারতীয় ক্রিকেটে শুরু হয় ধোনি-জমানা। মাহির ওই ১৪৮ রানের ম্যাচ জেতানো ইনিংস দেখে তাঁর ভক্ত হয়ে গিয়েছিলেন পারভেজ মুশারফ। পাক প্রেসিডেন্ট আলাদা করে কথাও বলেছিলেন তাঁর সঙ্গে। কিন্তু অবাক করা ঘটনাটা ঘটেছিল সৌরভের সঙ্গে। ২০০৬ সালে আবার পাক সফরে যায় ভারত। তখন এক অনুষ্ঠানে সৌরভের সঙ্গে আড্ডার সময় পারভেজ জিজ্ঞেস করেন, ‘ধোনিকে কোথা থেকে খুঁজে পেলেন বলুন তো আপনারা?’ যার জবাবে একটুও না ভেবে সৌরভ বলেছিলেন, ‘ওয়াঘার পাশেই ওকে খুঁজে পেয়েছিলাম। ওখান থেকে সরাসরি তুলে এনেছি।’

২০০৬ সালের ঘটনা ১২ বছর পর ফাঁস করেছিলেন সৌরভ। ভারতের প্রাক্তন অধিনায়কের জবাব শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন পাক প্রেসিডেন্ট। সেই পারভেজ মুশারফ সদ্য প্রয়াত হয়েছেন। তিনি ছিলেন দেশের ১০ম প্রেসিডেন্ট। মুশারফ ক্রিকেট অনুরাগী ছিলেন। ভারত ও পাকিস্তানের মধ্যে নিয়মিত ক্রিকেট সিরিজ আদানপ্রদানের পক্ষপাতী ছিলেন। তাঁর প্রয়াণে পাকিস্তান ক্রিকেট মহলে শোকের ছায়া। পারভেজ যে ধোনিকে চিনতে ভুল করেননি, তা বারবার পাকিস্তানের বিরুদ্ধে বুঝিয়েছেন ভারতীয় কিপার। এক বছর পর অর্থাৎ ২০০৭ সালে সেই পাকিস্তানকে হারিয়েই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ধোনির ভারত।

Leave a Reply