এশিয়া কাপ পাকিস্তানে না হলেই মঙ্গল! উল্টো সুর পাক ক্রিকেটারের গলায় 


Abdul Razzaq: খোদ পাকিস্তানের ক্রিকেটার চাইছেন না ওদেশে আয়োজিত হোক এশিয়া কাপ। তাঁর বক্তব্য, পাকিস্তানে এশিয়া কাপ না হলে সেটা ক্রিকেটের জন্য মঙ্গল।

Image Credit source: Twitter

ইসলামাবাদ: পাকিস্তানে এশিয়া কাপ (Asia Cup 2023) হলে খেলতে যাবে না ভারত। এটা একপ্রকার চূড়ান্ত হয়েই গিয়েছে। যে কারণে এশিয়া কাপের ভেনু পরিবর্তনের জোর সম্ভাবনা। পাকিস্তানের পরিবর্তে কোনও নিরপেক্ষ ভেনুতে এশিয়া কাপ আয়োজিত হলে তবেই খেলবে ভারত। বিসিসিআইয়ের এই মনোভাবে তেলেবেগুনে জ্বলে উঠেছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) পাল্টা জানিয়েছে, তারাও ভারতে ওডিআই বিশ্বকাপ খেলতে আসবে না। সব মিলিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে ঠান্ডা লড়াই আরও যেন জমাট বেঁধেছে। প্রাক্তন পাক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ নজিরবিহীনভাবে ভারতকে আক্রমণ করেছেন। এসবের মাঝেই ওয়াঘার ওপারের এক ক্রিকেটার বলে দিলেন, “পাকিস্তানে এশিয়া কাপ আয়োজন না হলে সেটা ক্রিকেটের জন্য মঙ্গল।” বিস্তারিত TV9 Bangla-য়।

এশিয়া কাপ নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে চরম তিক্ততার মধ্যে আগুনে ঘি ঢেলেছিলেন জাভেদ মিয়াঁদাদ। মাঠ হোক বা তার বাইরে, মিয়াঁদাদ পরিচিত তাঁর লাগামহীন মুখ এবং আচার আচরণের জন্য। “ভারতীয় দল পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে না চাইলে জাহান্নমে যাক”, বলেছিলেন বাবর আজমদের দেশের কিংবদন্তি ক্রিকেটার। পাকিস্তানের দাবি, আয়োজক দেশ নিয়ে যদি এভাবেই পছন্দ-অপছন্দ দেখাতে থাকে তাহলে ভারতকে বড় টুর্নামেন্টগুলির আয়োজনের দায়িত্ব দেওয়া বন্ধ করা উচিত। অথচ মিয়াঁদাদ, নজম শেঠিদের উল্টো সুরে গাইছেন সেদেশের প্রাক্তন অলরাউন্ডার আবদুল রাজ্জাক। বাস্তববাদী রাজ্জাক বলেছেন, অন্য ভেনুতে এশিয়া কাপ সরলে ক্রিকেটের পক্ষে সেটাই হবে মঙ্গল। তাঁর কথায়, “এটা ক্রিকেট এবং ক্রিকেটের প্রচারের জন্য ভালো। ভারত-পাকিস্তান ম্যাচ শুধুমাত্র আইসিসি টুর্নামেন্টে খেলা হয়। এশিয়া কাপ যদি দুবাইয়ে সরে যায় তাহলে সেটাই হবে সেরা বিকল্প। এটা ক্রিকেট এবং ক্রিকেটারদের জন্য মঙ্গল।”

ভারতের ক্রিকেট বোর্ডের দিকে কটাক্ষ না ছুঁড়ে এক টেবিলে বসে আলোচনার পরামর্শ দিচ্ছেন আবদুল রাজ্জাক। তিনি বলেন, “দুটো দেশের ক্রিকেট বোর্ড আলোচনার জন্য এক টেবিলে বসলে ভালো হয়। এতে দুটো দেশের বোর্ডেরই সমস্যা মিটতে পারে।” ভারতকে বড় টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব না দেওয়ার দাবিকেও নস্যাৎ করে দিয়েছেন তিনি। এদিকে প্রাক্তন পিসিবি চেয়ারম্যান খালেদ মাহমুদের অভিযোগ, আইসিসিতে ভারতের প্রভাব থাকায় পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ না খেলার সাহস দেখাতে পারছে বিসিসিআই!

Leave a Reply