নাগপুরের গ্যালারিতে দ্যুতি ছড়াবেন অনুষ্কা-দেবিশারা, থাকবেন দুই নববধূ


TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Feb 08, 2023 | 12:36 AM

ঘরের মাঠে বর্ডার-গাভাসকর ট্রফি সিরিজ। স্বামী, বয়ফ্রেন্ডদের উৎসাহ জোগাতে গ্যালারিতে উপস্থিত থাকার জোর সম্ভাবনা ভারতীয় ক্রিকেটারদের বউ এবং বান্ধবীদের। যাঁদের বলা হয় ওয়্যাগস (ওয়াইফ অ্যান্ড গার্লফেন্ডস)।

Feb 08, 2023 | 12:36 AM

৯ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হচ্ছে চার ম্যাচের বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট। মাঠে লড়বেন বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিনরা। আর গ্যালারি কাঁপাবেন তাঁদের স্ত্রী-বান্ধবীগণ। ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে স্টেডিয়ামের গ্যালারির দিকে ক্যামেরা তাক করলেই কী দেখা পাওয়া যাবে এই সুন্দরীদের? (ছবি:ইনস্টাগ্রাম)

৯ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হচ্ছে চার ম্যাচের বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট। মাঠে লড়বেন বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিনরা। আর গ্যালারি কাঁপাবেন তাঁদের স্ত্রী-বান্ধবীগণ। ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে স্টেডিয়ামের গ্যালারির দিকে ক্যামেরা তাক করলেই কী দেখা পাওয়া যাবে এই সুন্দরীদের? (ছবি:ইনস্টাগ্রাম)

কাজের ব্যস্ততা আর মেয়ের দেখাশোনার পর সময় বের করে নাগপুর যাবেন অনুষ্কা শর্মা? টেস্ট সিরিজে বিরাটের ব্যাটে বহুদিন হল সেঞ্চুরির দেখা নেই। গ্যালারিতে অনুষ্কা থাকলে বিরাটের ব্যাটে ধার যে বেড়ে যাবে তাতে সন্দেহ নেই। (ছবি:ইনস্টাগ্রাম)

কাজের ব্যস্ততা আর মেয়ের দেখাশোনার পর সময় বের করে নাগপুর যাবেন অনুষ্কা শর্মা? টেস্ট সিরিজে বিরাটের ব্যাটে বহুদিন হল সেঞ্চুরির দেখা নেই। গ্যালারিতে অনুষ্কা থাকলে বিরাটের ব্যাটে ধার যে বেড়ে যাবে তাতে সন্দেহ নেই। (ছবি:ইনস্টাগ্রাম)

ক্যাপ্টেনস ওয়াইফ বলে কথা। নজরে থাকতেই হবে। রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সচদে বরাবরই বাবলি টাইপের। তাঁর ঝকঝকে উপস্থিতি গ্যালারির শোভা বাড়িয়ে দেবে।(ছবি:ইনস্টাগ্রাম)

ক্যাপ্টেনস ওয়াইফ বলে কথা। নজরে থাকতেই হবে। রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সচদে বরাবরই বাবলি টাইপের। তাঁর ঝকঝকে উপস্থিতি গ্যালারির শোভা বাড়িয়ে দেবে।(ছবি:ইনস্টাগ্রাম)

নাগপুরের গ্যালারি মাতিয়ে দিতে পারেন নববধূ মেহা প্যাটেলও। সদ্য বিয়ে হয়েছে অক্ষর প্যাটেলের। ক্রিকেটের জন্য হানিমুনে যাওয়া হয়নি নবদম্পতির। স্বামীকে সঙ্গ দিতে মেহা নাগপুরে পৌঁছলে অবাক হওয়ার কিছু নেই।(ছবি:ইনস্টাগ্রাম)

নাগপুরের গ্যালারি মাতিয়ে দিতে পারেন নববধূ মেহা প্যাটেলও। সদ্য বিয়ে হয়েছে অক্ষর প্যাটেলের। ক্রিকেটের জন্য হানিমুনে যাওয়া হয়নি নবদম্পতির। স্বামীকে সঙ্গ দিতে মেহা নাগপুরে পৌঁছলে অবাক হওয়ার কিছু নেই।(ছবি:ইনস্টাগ্রাম)

নাগপুরে দেবিশা শেট্টির উপস্থিতি ১০০ শতাংশ পাকা বলে ধরে নেওয়াই যায়। সূর্যকুমার যাদবকে চিয়ার করতে প্রতিটি ম্যাচেই দেবিশার উজ্জ্বল উপস্থিতি চোখে পড়ে। নাগপুরে টেস্ট অভিষেক হতে পারে সূর্যকুমারের। এমন দিনে সহধর্মিণী দেবিশা থাকবেন না, তা কী করে হয়? (ছবি:ইনস্টাগ্রাম)

নাগপুরে দেবিশা শেট্টির উপস্থিতি ১০০ শতাংশ পাকা বলে ধরে নেওয়াই যায়। সূর্যকুমার যাদবকে চিয়ার করতে প্রতিটি ম্যাচেই দেবিশার উজ্জ্বল উপস্থিতি চোখে পড়ে। নাগপুরে টেস্ট অভিষেক হতে পারে সূর্যকুমারের। এমন দিনে সহধর্মিণী দেবিশা থাকবেন না, তা কী করে হয়? (ছবি:ইনস্টাগ্রাম)

বহুদিন পর জাতীয় দলের জার্সি গায়ে ফিরতে চলেছেন চেতেশ্বর পূজারা। নাগপুরের গ্যালারি আলো করে থাকবেন তাঁর স্ত্রী পূজা পাওরি। (ছবি:ইনস্টাগ্রাম)

বহুদিন পর জাতীয় দলের জার্সি গায়ে ফিরতে চলেছেন চেতেশ্বর পূজারা। নাগপুরের গ্যালারি আলো করে থাকবেন তাঁর স্ত্রী পূজা পাওরি। (ছবি:ইনস্টাগ্রাম)

ঈশান কিষাণ নাকি কেএস ভরত, কিপিং গ্লাভস হাতে উইকেটের পিছনে কে দাঁড়াবেন তা এখনও স্পষ্ট নয়। প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন ২৪ বছরের ঈশান। বয়ফ্রেন্ডের পাশে থাকতে নাগপুরে পৌঁছে যেতেই পারেন বান্ধবী অজিতি হুন্ডিয়া।(ছবি:ইনস্টাগ্রাম)

ঈশান কিষাণ নাকি কেএস ভরত, কিপিং গ্লাভস হাতে উইকেটের পিছনে কে দাঁড়াবেন তা এখনও স্পষ্ট নয়। প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন ২৪ বছরের ঈশান। বয়ফ্রেন্ডের পাশে থাকতে নাগপুরে পৌঁছে যেতেই পারেন বান্ধবী অজিতি হুন্ডিয়া।(ছবি:ইনস্টাগ্রাম)

সন্তানদের নিয়ে নাগপুরের গ্যালারিতে দেখা যেতে পারে রবিচন্দ্রন অশ্বিনের স্ত্রী প্রীতি অশ্বিনকেও। (ছবি:ইনস্টাগ্রাম)

সন্তানদের নিয়ে নাগপুরের গ্যালারিতে দেখা যেতে পারে রবিচন্দ্রন অশ্বিনের স্ত্রী প্রীতি অশ্বিনকেও। (ছবি:ইনস্টাগ্রাম)

একমাসও হয়নি ক্রিকেট-বলিউড জুটির চারহাত এক হয়েছে। এখন থেকেই রাহুলকে ছেড়ে একা থাকতে হচ্ছে আথিয়া শেট্টিকে। স্বামীর পাশে থাকতে আথিয়াও হাজির থাকতে পারেন নাগপুরে। (ছবি: টুইটার)

একমাসও হয়নি ক্রিকেট-বলিউড জুটির চারহাত এক হয়েছে। এখন থেকেই রাহুলকে ছেড়ে একা থাকতে হচ্ছে আথিয়া শেট্টিকে। স্বামীর পাশে থাকতে আথিয়াও হাজির থাকতে পারেন নাগপুরে। (ছবি: টুইটার)


Most Read Stories

Leave a Reply