বিশাল ছয়ে নাক ফেটেছিল, আরসিবির খুদে সমর্থক কী বলেছিলেন গেইলকে?


TV9 Bangla Digital | Edited By: Dipankar Ghoshal

Updated on: Feb 07, 2023 | 6:24 PM

RCB Fan: সেই খুদে সমর্থকের খোঁজ নিতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন ক্রিস গেইল। তার পর যা হয়েছিল, অবাক করার মতোই। গেইল নিজেই অবাক হয়ে গিয়েছিলেন। এত দিন পর প্রকাশ্য়ে এল আরসিবির সমর্থক সেই বাচ্চা মেয়েটি ক্রিস গেইলকে কী জবাব দিয়েছিলেন।

Chris Gayle: বিশাল ছয়ে নাক ফেটেছিল, আরসিবির খুদে সমর্থক কী বলেছিলেন গেইলকে?

Image Credit source: twitter

বেঙ্গালুরু : ক্রিস গেইল। বিশ্ব ক্রিকেটে মজার চরিত্র। তার চেহারা কিংবা ব্য়ারিটোন ভয়েসের পিছনে রয়েছে মানবিক দিকও। বোলারদের কাছে ত্রাস। তার একেকটা ছয় গ্যালারিকে যেমন বিনোদন দেয়, তেমনই আতঙ্কও। মনে আছে, গেইলের ছয়ে গ্যালারিতে এক আরসিবি ফ্য়ানের নাক ফেটে গিয়েছিল? চোট এতটাই গুরুতর ছিল, হাসপাতালে নিতে হয়েছিল সেই সমর্থককে। সেই খুদে সমর্থকের খোঁজ নিতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন ক্রিস গেইল। তার পর যা হয়েছিল, অবাক করার মতোই। গেইল নিজেই অবাক হয়ে গিয়েছিলেন। এত দিন পর প্রকাশ্য়ে এল আরসিবির সমর্থক সেই বাচ্চা মেয়েটি ক্রিস গেইলকে কী জবাব দিয়েছিলেন। তুলে ধরল TV9Bangla-।

বিস্তারিত আসছে…

Leave a Reply