Adani Group: সেওয়াগ বা ক্রিকেট মহল সাধারণত শেয়ার মার্কেট নিয়ে অতীতে কখনও মন্তব্য করেছেন কিনা, মনে পড়বে না অনেকেরই। প্রাক্তন ক্রিকেটাররা খুব বেশি হলে রাজনৈতিক ইস্যুতে মুখ খোলেন। কিন্তু বীরুর ভারতীয় শেয়ার মার্কেট, আদানি গ্রুপ, হিন্ডেনবার্গ নিয়ে মুখ খোলার তাৎপর্য অন্য।
আদানির পাশে বীরু, সপাটে মাঠের বাইরে পাঠালেন হিন্ডেনবার্গের বাউন্সার
নয়াদিল্লি: হিন্ডেনবার্গের একটা রিপোর্ট ঝড় তুলেছে ভারতের শেয়ার মার্কেটে। এই শর্ট সেলিং সংস্থার অভিযোগেই রীতিমতো মুখ থুবড়ে পড়েছিল আদানি গ্রুপের বাজার। টালমাটাল পরিস্থিতি এখনও চলছে। সূচকের হঠাৎ পতন আতঙ্ক ধরিয়ে দিয়েছে ভারতীয় শেয়ার মার্কেটে। অনেকেরই আশঙ্কা, আদানি গ্রুপ (Adani Group) আর ঘুরে দাঁড়াতে পারবে না। আর এরই প্রগাঢ় প্রভাব পড়তে পারে শেয়ার বাজারেও। ধস নামতে পারে হু হু করে। এদিকে, আদানি গ্রুপের তরফে হিন্ডেনবার্গের অভিযোগ নস্যাৎ করা হয়েছে। এলআইসি, এসবিআই-এর মতো আদানির ব্যবসায় লগ্নি করা রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাও তাদের মতো করে আশঙ্কার মেঘ কাটাতে বার্তা দিয়েছে। এমনই আবহে এবার আদানি গ্রুপের পাশে দাঁড়িয়ে পড়লেন এক প্রাক্তন তারকা ক্রিকেটার। কী বললেন তিনি? তুলে ধরল TV9 Bangla।
হিন্ডেনবার্গকে সরাসরি আক্রমণ করলেন বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag)। যে আগ্রাসী মনোভাব নিয়ে প্রতিপক্ষ বোলারদের নিধনযজ্ঞে নামতেন, ঠিক তেমনই আক্রমণাত্মক দেখিয়েছে তাঁকে। টুইটারে বীরু রাখঢাক না করেই লিখেছেন, ‘গোরোঁ সে ইন্ডিয়া কি তরক্কি দেখি নেহি যাতি।’ যার অর্থ হল, বিদেশিরা কখনওই ভারতের সাফল্য, উন্নতি দেখতে পারে না। এতেই তিনি থেমে থাকেননি। লিখেছেন, ‘ভারতীয় শেয়ার মার্কেটের উপর এই হামলা খুব চমৎকার ভাবে সাজানো একটা ষড়ষন্ত্রের মতো লাগছে।’
সেওয়াগ বা ক্রিকেট মহল সাধারণত শেয়ার মার্কেট নিয়ে অতীতে কখনও মন্তব্য করেছেন কিনা, মনে পড়বে না অনেকেরই। প্রাক্তন ক্রিকেটাররা খুব বেশি হলে রাজনৈতিক ইস্যুতে মুখ খোলেন। কিন্তু বীরুর ভারতীয় শেয়ার মার্কেট, আদানি গ্রুপ, হিন্ডেনবার্গ নিয়ে মুখ খোলার তাৎপর্য অন্য। ভারতের উন্নতি শেয়ার মার্কেটের সঙ্গে যে ওতোপ্রতো ভাবে জড়িয়ে, তা ভালো করেই জানেন সেওয়াগ। যে কারণে তিনি এই মন্তব্য করেছেন। বীরুর একই সঙ্গে মন্তব্য, ‘যতই চেষ্টা করা হোক না কেন, বরাবরের মতো ভারত আরও ভালো ভাবে ঘুরে দাঁড়াবে।’
Goron se India ki tarakki bardaasht nahi hoti. The hitjob on India’s market looks like a well planned conspiracy. Koshish kitni bhi kar lein but as always, Bharat aur majboot hi nikalkar ubhrega.
— Virender Sehwag (@virendersehwag) February 6, 2023
একাংশের শেয়ার মার্কেট বিশেষজ্ঞরাও একই কথা বলছেন। হিন্ডেনবার্গের যাবতীয় অভিযোগ মিটিয়ে আবার আলোয় ফিরবেন আদানি গ্রুপ। মেয়েদের আইপিএল শুরু করতে চলেছে বিসিসিআই। সবচেয়ে বেশি দাম দিয়ে মেয়েদের আইপিএলে একটা টিমও কিনেছেন গৌতম আদানি। হিন্ডেনবার্গের অভিযোগের পর অনেকেই প্রমাদ গুনছিলেন যে, এর ফলে মেয়েদের আইপিএল খানিকটা হলেও না চাপে পড়ে! তবে এমন কোনও সম্ভাবনা সেওয়াগ এবং ক্রিকেট মহল আপাতত দেখতে পাচ্ছে না।