‘ওপেনিংয়ে জায়গা নেই’, কী বলছেন রাহুল!


KL Rahul: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওপেনিংয়ে রোহিত-শুভমন। তিন ও চারে যথাক্রমে চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলি। সম্ভবত পাঁচ নম্বরে ব্য়াটিংয়ের সুযোগ পাবেন রাহুল। প্রায় ৯ বছর পর ঘুরে ফিরে সেই মিডল অর্ডারে।

Image Credit source: twitter

নাগপুর: ব্য়ক্তিগত জীবনে নতুন ইনিংস শুরু করেছেন। এ বার বর্ডার-গাভাসকর ট্রফিতেও কার্যত ‘নতুন’ ইনিংস শুরু হচ্ছে লোকেশ রাহুলের। টেস্ট দলে সহ অধিনায়ক তিনি। কিন্তু তাঁর জন্যই একাদশে জায়গা বের করা চাপের হয়ে গিয়েছে। দীর্ঘ সময় ধরে ছন্দে নেই রাহুল। টি-টোয়েন্টি দলে জায়গা হারিয়েছেন। টেস্ট একাদশে জায়গা ধরে রাখতে এই সিরিজ তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাঁর জায়গা নেওয়ার মতো বিকল্প অনেক রয়েছে। এই সিরিজে ব্য়র্থতা, টিম ম্য়ানেজমেন্টকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য় করতে পারে। এর মধ্যে নতুন সমস্যা। ওপেনিংয়ে জায়গা পাচ্ছেন না তিনি। প্রত্যাশিত ভাবেই ওপেন করবেন অধিনায়ক রোহিত শর্মা এবং তরুণ ব্যাটার শুভমন গিল। রাহুলের জায়গা কোথায়! কী বলছেন সহ অধিনায়ক? বিস্তারিত TV9Bangla-য়।

নাগপুর টেস্টের আগে এ দিন সাংবাদিক সম্মেলনে ছিলেন সহ অধিনায়ক লোকেশ রাহুল। ওপেনিংয়ে তাঁর জায়গা হচ্ছে না। কেরিয়ারের শুরুর দিকে টেস্টে মিজল অর্ডারে ব্য়াট করতেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওপেনিংয়ে রোহিত-শুভমন। তিন ও চারে যথাক্রমে চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলি। সম্ভবত পাঁচ নম্বরে ব্য়াটিংয়ের সুযোগ পাবেন রাহুল। প্রায় ৯ বছর পর ঘুরে ফিরে সেই মিডল অর্ডারে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাসিড টেস্ট শুরুর আগে সাংবাদিক সম্মেলনে রাহুল বলছেন, ‘যদি সেই পরিস্থিতি আসে, অর্থাৎ আমাকে মিডল অর্ডারে ব্য়াট করতে হয়, আমি খুশি মনে সেই দায়িত্ব পালন করব। দেশের হয়ে যেটুকু খেলার সুযোগ পেয়েছি, দলের প্রয়োজন অনুযায়ী খেলার চেষ্টা করেছি।’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট শুরু ৯ ফেব্রুয়ারি। তার আগে আরও যোগ করলেন, ‘দল আমার কাছে যা চাইবে, আমি সে ভাবেই প্রস্তুতি নেওয়ারা চেষ্টা করি। দলের ভালো হওয়াটা গুরুত্বপূর্ণ। এখানেও যদি দল চায় আমি মিডল অর্জারে ব্য়াট করি, সেটাই করব।’ একাদশ বাছাই নিয়ে কোনও মাথাব্য়থা রয়েছে কী না সেই প্রসঙ্গে সহ অধিনায়ক বলছেন, ‘এর আগে এমনটা হয়েছে কী না, মনে পড়ছে না। তবে এ বার একাদশ বাছাইয়ের ক্ষেত্রে বেশ কিছু ভাবনার জায়গা রয়েছে। দলের প্রত্যেকেই সেরা কোয়ালিটির। তার মধ্যে থেকে এগারোজন বেছে বেওয়া সহজ নয়। প্রত্যেকেই ম্যাচ উইনার। একাদশ বাছাইয়ের ক্ষেত্রে দলের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী কম্বিনেশন তৈরি হয়। গত দু-বছর অন্তত এমনটাই করে এসেছি, এ বারও তাই হবে।’

Leave a Reply