শুভমন শতরান হাঁকাচ্ছে ঠিকই, কিন্তু সূর্যকুমার…নাগপুর টেস্টের একাদশ নিয়ে অকপট রোহিত


নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্ট থেকে হয়তো খেলবেন শ্রেয়স। কিন্তু নাগপুরে তাঁর পরিবর্তে কে থাকবেন? শুভমন গিল নাকি সূর্যকুমার যাদব।পন্থের অনুপস্থিতিতে কার হাতেই বা কিপিং গ্লাভস তুলে দেবেন রোহিত শর্মা?

Image Credit source: Twitter

নাগপুর: ঋষভ পন্থের অ্যাক্সিডেন্ট এবং শ্রেয়স আইয়ারের চোট, বর্ডার গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy) ভারতীয় দলের মিডল অর্ডারে শূন্যতা সৃষ্টি করেছে। বৃহস্পতিবার নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) চার টেস্টের সিরিজের প্রথম ম্যাচ। অজিদের বিরুদ্ধে রোহিতের দলে পন্থ এবং শ্রেয়স দু’জনই অনুপস্থিত। নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্ট থেকে হয়তো খেলবেন শ্রেয়স। কিন্তু নাগপুরে তাঁর পরিবর্তে কে থাকবেন? শুভমন গিল নাকি সূর্যকুমার যাদব।পন্থের অনুপস্থিতিতে কার হাতেই বা কিপিং গ্লাভস তুলে দেবেন রোহিত শর্মা? ইষাণ কিষাণ নাকি কেএস ভরত। বোলিং বিভাগ নিয়েও প্রশ্ন রয়েছে। রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি এবং মহম্মদ সিরাজের কমবেশি নাগপুর টেস্টে খেলা সুযোগ রয়েছে। অক্ষর প্যাটেল নাকি কুলদীপ যাদব, তৃতীয় স্পিনারের জায়গায় কাকে সুযোগ দেওয়া হবে তা নিয়েও চলছে প্রচুর আলোচনা। বিকল্প অনেক। যে কারণে নাগপুর টেস্টে প্লেয়িং ইলেভেন বেছে নেওয়া মোটেও সহজ হবে না রোহিত-রাহুলের টিম ম্যানেজমেন্টের পক্ষে। এই বিষয়ে মুখ খুলেছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। কী বললেন হিটম্যান, তুলে ধরল TV9 Bangla

বিরাট কোহলির জমানার থেকে কিছুটা হটকে রোহিত। বিরাট যুগে টেস্ট ম্যাচ শুরুর একদিন আগেই একাদশ ঘোষিত হয়ে যেত। ক্যাপ্টেন রোহিত রহস্য ধরে রাখায় বিশ্বাসী। বুধবার ম্যাচ পূর্ববর্তী সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের অধিনায়ক বললেন মিডল অর্ডারে শুভমন গিল নাকি সূর্যকুমার যাদবকে সুযোগ দেওয়া হবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে আসতে পারেননি। বিয়ের জন্য স্বল্প বিরতির পর নাগপুর টেস্টে ফিরছেন লোকেশ রাহুল। ওপেনিংয়ে রোহিতের সঙ্গে রাহুল থাকলে শ্রেয়স আইয়ারের পরিবর্ত হিসেবে মিডল অর্ডারে শুভমন গিলের উপর ভরসা করতে পারেন রোহিত। অন্যদিকে দুরন্ত ফর্মে থাকা সূর্যকুমার যাদবও টেস্ট অভিষেকের জন্য মুখিয়ে। শ্রেয়সের পরিবর্ত নিয়ে রোহিত বললেন, “শুভমন গিল দারুণ ফর্মে রয়েছে। পরপর শতরান হাঁকাচ্ছে। অন্যদিকে স্কাই (সূর্যকুমার যাদব) নিজেকে প্রমাণ করেছে। যদিও আমরা এখনও ঠিক করিনি কে খেলবে।”

টেস্ট ফরম্যাটে ভারতীয় দলের ম্যাচ উইনার ঋষভ পন্থ। দুর্ঘটনার কারণে ঘরের মাঠে তাঁকে পাচ্ছে না টিম ইন্ডিয়া। রোহিত বললেন, “আমরা পন্থের অভাববোধ করব। ওর স্থান পূরণ করার মতো বিকল্প রয়েছে। ব্যাটারদের সঙ্গে বসে পরিকল্পনা করেছি। আশা করছি আগামীকাল থেকে সেই পরিকল্পনা মতো এগোতে পারব।”

Leave a Reply