Cricket: ২২ গজের বীরগাঁথা; ভাঙা আঙুল-চোয়াল-কব্জি নিয়ে লড়াই করেছেন যে ক্রিকেটাররা


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Feb 08, 2023 | 8:00 AM

Cricketers who braved injuries to take the field: বাইশ গজের বীরগাঁথা। মনে পড়ে অনিল কুম্বলের ভাঙা চোয়াল নিয়ে লড়াই করার কথা? ২২ গজে বিভিন্ন সময় ক্রিকেটাররা ভাঙা হাত-আঙুল-চোয়াল-কব্জি নিয়ে লড়াই করেছেন। এক ঝলকে দেখে নিন ২২ গজের বীরগাঁথা…

Feb 08, 2023 | 8:00 AM

২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল ভারতীয় দল। সে বার মাথায় ব্যান্ডেজ বেঁধে খেলেছিলেন অনিল কুম্বলে। আসলে অ্যান্টিগা টেস্টে ব্যাট করার সময় মারভিন ডিলনের বাউন্সার গিয়ে লাগে কুম্বলের চোয়ালে। সাময়িক শুশ্রূষা নিয়ে ফের ব্যাট করেন কুম্বলে। তাঁর চোয়াল ভেঙে গিয়েছিল। তার পর ও সাদা ব্যান্ডেজ বেঁধে ব্যাটিং-বোলিং দুটোই করেছিলেন ভারতীয় ক্রিকেটের জাম্বো। (ছবি-টুইটার)

২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল ভারতীয় দল। সে বার মাথায় ব্যান্ডেজ বেঁধে খেলেছিলেন অনিল কুম্বলে। আসলে অ্যান্টিগা টেস্টে ব্যাট করার সময় মারভিন ডিলনের বাউন্সার গিয়ে লাগে কুম্বলের চোয়ালে। সাময়িক শুশ্রূষা নিয়ে ফের ব্যাট করেন কুম্বলে। তাঁর চোয়াল ভেঙে গিয়েছিল। তার পর ও সাদা ব্যান্ডেজ বেঁধে ব্যাটিং-বোলিং দুটোই করেছিলেন ভারতীয় ক্রিকেটের জাম্বো। (ছবি-টুইটার)

 ২০০৯ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তখন প্রোটিয়াদের অধিনায়ক ছিলেন গ্রেম স্মিথ। মিচেল জনসনের একটা ডেলিভারিতে গ্রেম স্মিথের হাতের আঙুল ভেঙে গিয়েছিল। যে চোটের কারণে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক। কিন্তু দলের খারাপ অবস্থা দেখার পর তিনি ভাঙা আঙুল নিয়েই ১০ নম্বরে ব্যাট করতে নামেন। তাঁর এই অদম্য লড়াইকে কুর্নিশ জানিয়েছিল অজিরাও। (ছবি-টুইটার)

২০০৯ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তখন প্রোটিয়াদের অধিনায়ক ছিলেন গ্রেম স্মিথ। মিচেল জনসনের একটা ডেলিভারিতে গ্রেম স্মিথের হাতের আঙুল ভেঙে গিয়েছিল। যে চোটের কারণে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক। কিন্তু দলের খারাপ অবস্থা দেখার পর তিনি ভাঙা আঙুল নিয়েই ১০ নম্বরে ব্যাট করতে নামেন। তাঁর এই অদম্য লড়াইকে কুর্নিশ জানিয়েছিল অজিরাও। (ছবি-টুইটার)

২০১১ সালের বিশ্বকাপ জয়ের পেছনে ভারতীয় তারকা অলরাউন্ডার যুবরাজ সিংয়ের অবদানের কথা সকলেরই জানা। কিন্তু খোদ যুবিই জানতেন না, ২০১১ সালের ওডিআই বিশ্বকাপের সময় তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। ২০১১ সালের বিশ্বকাপ চলাকালীন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের সময় তিনি হঠাৎই বমি করা শুরু করেন। তাঁর কফ দিয়ে রক্ত বের হয়েছিল। বুকে ব্যাথাও শুরু হয় তাঁর। কিন্তু তিনি ব্যাটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। (ছবি-টুইটার)

২০১১ সালের বিশ্বকাপ জয়ের পেছনে ভারতীয় তারকা অলরাউন্ডার যুবরাজ সিংয়ের অবদানের কথা সকলেরই জানা। কিন্তু খোদ যুবিই জানতেন না, ২০১১ সালের ওডিআই বিশ্বকাপের সময় তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। ২০১১ সালের বিশ্বকাপ চলাকালীন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের সময় তিনি হঠাৎই বমি করা শুরু করেন। তাঁর কফ দিয়ে রক্ত বের হয়েছিল। বুকে ব্যাথাও শুরু হয় তাঁর। কিন্তু তিনি ব্যাটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। (ছবি-টুইটার)

ওয়েস্ট ইন্ডিজের ম্যালকম মার্শাল ১৯৮৪ সালে লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট চলাকালীন আঙুলে চোট পেয়েছিলেন। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে মহান জোরে বোলার ম্যালকম মার্শাল বুড়ো আঙুলে চোট পাওয়ার ফলে মাত্র ৬ ওভার বল করেন। কিন্তু তিনি যখন দেখেন তাঁর দল বেশ চাপে পড়ে গিয়েছে এক হাতেই ব্যাটিং করতে নেমে পড়েন। (ছবি-টুইটার)

ওয়েস্ট ইন্ডিজের ম্যালকম মার্শাল ১৯৮৪ সালে লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট চলাকালীন আঙুলে চোট পেয়েছিলেন। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে মহান জোরে বোলার ম্যালকম মার্শাল বুড়ো আঙুলে চোট পাওয়ার ফলে মাত্র ৬ ওভার বল করেন। কিন্তু তিনি যখন দেখেন তাঁর দল বেশ চাপে পড়ে গিয়েছে এক হাতেই ব্যাটিং করতে নেমে পড়েন। (ছবি-টুইটার)

২০০২ সালে লাহোরে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলাকালীন শোয়েব আখতারের এক বাউন্সারের শিকার হন গ্যারি ক্রিস্টেন। মাঠের মধ্যে তাঁর নাক ফেটে রক্ত বের হতে থাকে। রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন তিনি। কিন্তু তিনি যখন দেখেন প্রোটিয়ারা লড়াই করছে, তখন মুখে ব্যান্ডেজ বেঁধে ফের ব্যাট করতে নেমে পড়েন। করেন ৪৬ রান। (ছবি-টুইটার)

২০০২ সালে লাহোরে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলাকালীন শোয়েব আখতারের এক বাউন্সারের শিকার হন গ্যারি ক্রিস্টেন। মাঠের মধ্যে তাঁর নাক ফেটে রক্ত বের হতে থাকে। রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন তিনি। কিন্তু তিনি যখন দেখেন প্রোটিয়ারা লড়াই করছে, তখন মুখে ব্যান্ডেজ বেঁধে ফের ব্যাট করতে নেমে পড়েন। করেন ৪৬ রান। (ছবি-টুইটার)

জিম্বাবোয়ের বিরুদ্ধে এক ম্যাচ চলাকালীন মহেন্দ্র সিং ধোনির হেলমেটে গিয়ে একটি বল লাগে। তার ফলে চোখে চোট পান। কাউকে কিছু না জানিয়ে খেলা চালিয়ে যান। (ছবি-টুইটার)

জিম্বাবোয়ের বিরুদ্ধে এক ম্যাচ চলাকালীন মহেন্দ্র সিং ধোনির হেলমেটে গিয়ে একটি বল লাগে। তার ফলে চোখে চোট পান। কাউকে কিছু না জানিয়ে খেলা চালিয়ে যান। (ছবি-টুইটার)

২০১৯ সালের বিশ্বকাপের সময় প্যাট কামিন্সের একটি বল গিয়ে লাগে ভারতের তারকা ক্রিকেটার শিখর ধাওয়ানের হাতে। শিখরের বুড়ো আঙুল ভেঙে যায়। কিন্তু তিনি ম্যাচ জেতানো সেঞ্চুরি করে যান তিনি। যদিও সেই চোটের কারণে, বিশ্বকাপের বাকি অংশ থেকে ছিটকে যান তিনি। (ছবি-টুইটার)

২০১৯ সালের বিশ্বকাপের সময় প্যাট কামিন্সের একটি বল গিয়ে লাগে ভারতের তারকা ক্রিকেটার শিখর ধাওয়ানের হাতে। শিখরের বুড়ো আঙুল ভেঙে যায়। কিন্তু তিনি ম্যাচ জেতানো সেঞ্চুরি করে যান তিনি। যদিও সেই চোটের কারণে, বিশ্বকাপের বাকি অংশ থেকে ছিটকে যান তিনি। (ছবি-টুইটার)

২০২১ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে দাঁতে দাঁত চেপে লড়াই করে ভারতের ত্রাতা হয়ে উঠেছিলেন হনুমা বিহারী। হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে যে লড়াই আজও ক্রিকেট বিশ্বে বন্দিত হয়। দিন কয়েক আগে ভাঙা কব্জি নিয়ে রঞ্জি ট্রফিতেও খেলেছেন বিহারী। (ছবি-টুইটার)

২০২১ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে দাঁতে দাঁত চেপে লড়াই করে ভারতের ত্রাতা হয়ে উঠেছিলেন হনুমা বিহারী। হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে যে লড়াই আজও ক্রিকেট বিশ্বে বন্দিত হয়। দিন কয়েক আগে ভাঙা কব্জি নিয়ে রঞ্জি ট্রফিতেও খেলেছেন বিহারী। (ছবি-টুইটার)


Most Read Stories

Leave a Reply