Mohammad Azharuddin: পথ চেয়ে বসে থাকতেন স্ত্রী, পরকীয়ায় মজেছিলেন আজহারউদ্দিন; জন্মদিনে ফিরে দেখা আজ্জু মিয়াঁর প্রেমকাহিনি


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Feb 08, 2023 | 9:00 AM

Happy Birthday Mohammad Azharuddin: ২২ গজ হোক বা ২২ গজের বাইরে… ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের জীবন বরাবরই রঙিন। ভারতীয় ক্রিকেটের এক বর্ণময় চরিত্র হল আজহারউদ্দিন। আজ ৮ ফেব্রুয়ারি। ৬০-এ পড়লেন আজ্জু মিয়াঁ। মাঠ তো বটেই, মাঠের বাইরেও আলোচনার কেন্দ্রে থেকেছেন আজহারউদ্দিন। জন্মদিনে ফিরে দেখা আজ্জু মিয়াঁর প্রেমকাহিনি…

Feb 08, 2023 | 9:00 AM

৯০-এর দশকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin) ও বলিউড অভিনেত্রী-মডেল সঙ্গীতা বিজলানির (Sangeeta Bijlani) প্রমকাহিনি বহুচর্চিত ছিল। প্রথম দেখাতেই সঙ্গীতার প্রেমে পড়ে গিয়েছিলেন আজহার। কিন্তু তিনি তখন বিবাহিত ছিলেন। (ছবি-টুইটার)

৯০-এর দশকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin) ও বলিউড অভিনেত্রী-মডেল সঙ্গীতা বিজলানির (Sangeeta Bijlani) প্রমকাহিনি বহুচর্চিত ছিল। প্রথম দেখাতেই সঙ্গীতার প্রেমে পড়ে গিয়েছিলেন আজহার। কিন্তু তিনি তখন বিবাহিত ছিলেন। (ছবি-টুইটার)

এক বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে সঙ্গীতা বিজলানির সঙ্গে প্রথম দেখা হয় মহম্মদ আজহারউদ্দিনের। সালটা ১৯৮৫। প্রথম দেখায় প্রেমে পড়ার পর, পরবর্তীতে সঙ্গীতার সঙ্গে বিয়েও করেন আজহার। যদিও সেই সময় শোনা গিয়েছিল সঙ্গীতার বলিউড অভিনেতা সলমন খানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। (ছবি-টুইটার)

এক বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে সঙ্গীতা বিজলানির সঙ্গে প্রথম দেখা হয় মহম্মদ আজহারউদ্দিনের। সালটা ১৯৮৫। প্রথম দেখায় প্রেমে পড়ার পর, পরবর্তীতে সঙ্গীতার সঙ্গে বিয়েও করেন আজহার। যদিও সেই সময় শোনা গিয়েছিল সঙ্গীতার বলিউড অভিনেতা সলমন খানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। (ছবি-টুইটার)

সঙ্গীতার সঙ্গে লুকিয়ে লুকিয়ে আজহারউদ্দিন প্রেম করার সময়, বাড়িতে তাঁর স্ত্রী পথ চেয়ে বসে থাকত। নওরিন বেগমের সঙ্গে ১৯৮৭ সালে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল আজহারউদ্দিনের। তাঁদের দুই পুত্রসন্তানও ছিল। দীর্ঘ ৯ বছর একসঙ্গে কাটানোর পর নওরিনকে ডিভোর্স দেন আজহার। (ছবি-টুইটার)

সঙ্গীতার সঙ্গে লুকিয়ে লুকিয়ে আজহারউদ্দিন প্রেম করার সময়, বাড়িতে তাঁর স্ত্রী পথ চেয়ে বসে থাকত। নওরিন বেগমের সঙ্গে ১৯৮৭ সালে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল আজহারউদ্দিনের। তাঁদের দুই পুত্রসন্তানও ছিল। দীর্ঘ ৯ বছর একসঙ্গে কাটানোর পর নওরিনকে ডিভোর্স দেন আজহার। (ছবি-টুইটার)

১৯৯৪ সালে গুঞ্জন ছড়িয়ে যায় যে মহম্মদ আজহারউদ্দিন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। ১৯৯৬ সালে সঙ্গীতাকে বিয়ে করেন আজহারউদ্দিন। (ছবি-টুইটার)

১৯৯৪ সালে গুঞ্জন ছড়িয়ে যায় যে মহম্মদ আজহারউদ্দিন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। ১৯৯৬ সালে সঙ্গীতাকে বিয়ে করেন আজহারউদ্দিন। (ছবি-টুইটার)

বাড়িতে স্ত্রী থাকার পরও আজহার সঙ্গীতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। শুধু তাই নয়, আজহার সঙ্গীতাকে বিভিন্ন পার্টিতে, গেট টুগেদারে এবং ভারতীয় ক্রিকেট দলের সফরে নিয়ে যেতেন। ১৯৯৬ সালের ইংল্যান্ড সফরেও তিনি আজহারের সঙ্গে ছিলেন। (ছবি-টুইটার)

বাড়িতে স্ত্রী থাকার পরও আজহার সঙ্গীতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। শুধু তাই নয়, আজহার সঙ্গীতাকে বিভিন্ন পার্টিতে, গেট টুগেদারে এবং ভারতীয় ক্রিকেট দলের সফরে নিয়ে যেতেন। ১৯৯৬ সালের ইংল্যান্ড সফরেও তিনি আজহারের সঙ্গে ছিলেন। (ছবি-টুইটার)

ঠিক ১৪ বছর পর সঙ্গীতার সঙ্গেও বিবাহবিচ্ছেদ হয় আজ্জু মিয়াঁর। একটা সময় জোর গুঞ্জন ছিল ভারতীয় ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন আজহারউদ্দিন। আর আজহার ও সঙ্গীতার মাঝে তৃতীয় ব্যক্তির উদয় হওয়ার পরই তাঁরা আলাদা হয়ে যান। ২০১০ সালে আজহারউদ্দিন ও সঙ্গীতার বিচ্ছেদ হয়ে যায়। (ছবি-টুইটার)

ঠিক ১৪ বছর পর সঙ্গীতার সঙ্গেও বিবাহবিচ্ছেদ হয় আজ্জু মিয়াঁর। একটা সময় জোর গুঞ্জন ছিল ভারতীয় ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন আজহারউদ্দিন। আর আজহার ও সঙ্গীতার মাঝে তৃতীয় ব্যক্তির উদয় হওয়ার পরই তাঁরা আলাদা হয়ে যান। ২০১০ সালে আজহারউদ্দিন ও সঙ্গীতার বিচ্ছেদ হয়ে যায়। (ছবি-টুইটার)

বছর আটেক আগে প্রকাশ্যে এসেছিল মহম্মদ আজহারউদ্দিন তৃতীয় বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শোনা গিয়েছিল দীর্ঘদিনের বান্ধবী শ্যানন মেরির সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে আজহারউদ্দিনের। যদিও পরবর্তীতে আজহার নিজের তৃতীয় বিয়ের কথা অস্বীকার করেন। জানান, তাঁরা শুধুই ভালো বন্ধু।  (ছবি-টুইটার)

বছর আটেক আগে প্রকাশ্যে এসেছিল মহম্মদ আজহারউদ্দিন তৃতীয় বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শোনা গিয়েছিল দীর্ঘদিনের বান্ধবী শ্যানন মেরির সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে আজহারউদ্দিনের। যদিও পরবর্তীতে আজহার নিজের তৃতীয় বিয়ের কথা অস্বীকার করেন। জানান, তাঁরা শুধুই ভালো বন্ধু। (ছবি-টুইটার)

একটা সময় ম্যাচ গড়াপেটার দায়ে নির্বাসিত ছিলেন আজহারউদ্দিন। সেই সময় তিনি রাজনীতির ময়দানে নেমেছিলেন।

একটা সময় ম্যাচ গড়াপেটার দায়ে নির্বাসিত ছিলেন আজহারউদ্দিন। সেই সময় তিনি রাজনীতির ময়দানে নেমেছিলেন।


Most Read Stories

Leave a Reply