Published by: Anwesha Adhikary | Posted: February 9, 2023 4:41 pm| Updated: February 9, 2023 4:43 pm
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা। প্রথম ইনিংসে অজি ব্যাটিং লাইন আপে ধস নামালেন ভারতীয় স্পিনাররা। দীর্ঘ পাঁচ মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই পাঁচ উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজা। তিন উইকেট পেলেন রবিচন্দ্রন অশ্বিনও। মাত্র ১৭৭ রানেই গুটিয়ে যায় স্টিভ স্মিথদের ইনিংস। প্রথম দিনের শেষে রান তুলেছে ভারত।
ভারতের মাটিতে বর্ডার গাভাসকর ট্রফি জয়ের চ্যালেঞ্জ নিয়ে খেলতে নেমেছিল প্যাট কামিন্সের বাহিনী। ২০২১ সালে ঘরের মাঠে সিরিজ হারের ক্ষত ভুলতে মরিয়া ছিল অজি বাহিনী। তবে মাঠে নেমে একেবারেই লড়াই করতে পারল না অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেন ছাড়া অজি ব্যাটারদের কেউই সেভাবে টিকতে পারলেন না। জাদেজা ও অশ্বিনের দাপটে দুই অঙ্কের রান পেলেন মাত্র চারজন অজি ব্যাটার।
বৃহস্পতিবার টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স। প্রথম তিন ওভারের মধ্যেই দুই ওপেনারকে প্যাভিলিয়নে ফেরান মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। তারপর লাবুশেন ও স্মিথের জুটির হাত ধরে ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া। বড় রানের লক্ষ্যে এগোতে থাকা জুটি ভাঙেন ‘স্যার’ জাদেজা। পরপর দুই বলে উইকেট তুলে নিয়ে অজি ব্যাটিং লাইন আপকে ধাক্কা দেন পাঁচমাস পর মাঠে ফেরা জাড্ডু।
প্রথম নয় ওভার একটিও উইকেট পাননি অশ্বিন। কিন্তু দ্বিতীয় স্পেলে দুরন্ত প্রত্যাবর্তন তাঁর। তিন উইকেট তুলে নজির গড়লেন তিনি। ভারতের ঘূর্ণিতে বেসামাল হয়ে মাত্র ১৭৭ রানেই শেষ হয় অজি ইনিংস। তৃতীয় সেশনে ব্যাট করতে নেমে ৭৭ রান তুলেছে ভারত। রোহিতের হাফ সেঞ্চুরির পরেই আউট হয়ে যান কে এল রাহুল। ৫৬ রানে অপরাজিত রয়েছেন অধিনায়ক। দ্বিতীয় দিনে বড় রান তোলার দিকে এগোচ্ছে ভারত।
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ