Kolkata: গতির রাজা! ভারতীয় ক্রিকেটে উমরান মালিক তাই। বিশ্ব ক্রিকেটেও এই নামে পরিচিত হতে খুব বেশি সময় লাগবে না উমরানের। দেশের মাটিতে ১৫৬ কিমির স্পিড তুলেছেন। ভারতের সবচেয়ে দ্রুতগতির বোলার এখন উমরানই। বর্ডার-গাভাসকর ট্রফি শুরু হয়েছে। উমরান টেস্ট স্কোয়াডে নেই। সামনে অনেকটা সময়। এ বছর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। সেই লক্ষ্যেই উমরানকে প্রস্তুত করা হচ্ছে। কলকাতায় এসে উচ্ছ্বসিত ভারতীয় দলের এই তরুণ পেসার।
Feb 09, 2023 | 8:45 PM