Rahul Dravid: নিজে ক্রিকেট খেলার সময় তাঁকে যেমন উত্তেজিত দেখাত না, তেমনই কোচ হওয়ার পরও দ্রাবিড়কে খুব একটা উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি। এ বার ঘটল পুরো উল্টোটা।
Image Credit source: BCCI Twitter
নাগপুর: সবার পছন্দের, ক্রিকেটের আপাদমস্তক ভদ্রলোক এবং ভারতীয় দলের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) কতজন উচ্ছ্বসিত হতে দেখেছেন? উত্তরে অনেকেই বলবেন, তিনি তো শান্তশিষ্ট। উচ্ছ্বাসে ফেটে পড়তে তাঁকে খুব একটা দেখা যায়নি। নিজে ক্রিকেট খেলার সময় তাঁকে যেমন উত্তেজিত দেখাত না, তেমনই কোচ হওয়ার পরও দ্রাবিড়কে খুব একটা উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি। এ বার ঘটল পুরো উল্টোটা। নাগপুরে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ম্যাচের শুরুতেই ভারতকে প্রথম উইকেট এনে দেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে অজি ওপেনার উসমান খোয়াজার উইকেট তুলে নেন সিরাজ। তার পরই বাঁধনভাঙা উচ্ছ্বাসে মাততে দেখা যায় ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়কে। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
#Siraj hits the pad with his first ball, the umpire denies the appeal, review taken with one second left and the tracker shows the ball hitting wickets. That’s the beauty of Test Cricket.#BorderGavaskarTrophy
#INDvsAUS pic.twitter.com/KzhfZtJ5vn— Filmaholic (@filmaholic_) February 9, 2023
বিস্তারিত আসছে…