India vs Australia, BGT 2023, Live Score in Bengali: দেখুন ভারত (India) বনাম অস্ট্রেলিয়ার (Australia) প্রথম টেস্ট (1st Test) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
Image Credit source: গ্রাফিক্স: অভীক দেবনাথ
LIVE NEWS & UPDATES
-
09 Feb 2023 09:06 AM (IST)
২৫ হাজার রানের ‘বিরাট’ মাইলস্টোন, কোহলির সামনে শুধুই মাস্টার ব্লাস্টার
শুরু হয়ে যাচ্ছে ২০২৩ বর্ডার গাভাসকর ট্রফি। চার ম্যাচের সিরিজ ভারতের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনই এই সিরিজের দিকে তাকিয়ে রয়েছেন বিরাট কোহলি। বলা ভালো কোহলির অনুরাগীরা।
-
09 Feb 2023 09:05 AM (IST)
পড়ুন ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের প্রিভিউ
টানা দ্বিতীয় বার ফাইনালে ওঠার সুযোগ রয়েছে ভারতের সামনে। তার জন্য অস্ট্রেলিয়াকে হারাতে হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পাশাপাশি, এই সিরিজ জিতলে আইসিসি টেস্ট ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করবে ভারত।
নাগপুর: অবশেষে অপেক্ষার অবসান। আজ থেকে শুরু হবে বর্ডার গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy)। সেই ১৯৪৭ সাল থেকে চলছে বর্ডার গাভাসকর ট্রফি। ৭৫ বছরের ইতিহাসে রয়েছে ভারত-অস্ট্রেলিয়ার (India vs Australia) বহু স্মরণীয় ম্যাচ। ফের একটা বর্ডার গাভাসকর ট্রফি উপভোগ করার অপেক্ষায় রয়েছে ক্রিকেট প্রেমীরা। নাগপুরে সকাল সকাল শুরু হচ্ছে রোহিত শর্মাদের অজিবধের লড়াই। দুই দলের মধ্যে চার ম্যাচের টেস্ট সিরিজ হবে। প্যাট কামিন্স ও রোহিত শর্মাদের জন্য এই সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ। চলতি বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে এগিয়ে যেতে হলে ভারতকে এই সিরিজ জিততে হবে। অন্যদিকে অজিরাও WTC-ফাইনালে নিজেদের জায়গা আরও মজবুত করার জন্য, এই সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ঝাঁপাবে। হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে ভারত ও অস্ট্রেলিয়া মোট ১০২টি টেস্টে খেলেছে। যার মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ৪৩ বার এবং ভারত জিতেছে ৩০ বার। ড্র হয়েছে ২৮টি ম্যাচ ও টাই হয়েছে ১টি ম্যাচ।
Published On – Feb 09,2023 8:30 AM