KS Bharat Debut: একসময় বল বয় হিসেবে কাজ করেছেন। স্বপ্ন ছিল কোনও একদিন দেশের জার্সিতে নিজেকে দেখার সুযোগ হবে। সেই সুবর্ণ সুযোগ দেরীতে হলেও এল।
Image Credit source: Twitter
নাগপুর: নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy) অংশ নিয়েছে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) শিষ্যরা। আজ সিরিজের প্রথম দিনেই টেস্টে অভিষেক হয়েছে ভারতীয় দলের ৩৬০ ডিগ্রি ওরফে সূর্যকুমার যাদব। তাঁর সঙ্গে অভিষেক হল কনা শ্রীকর ভরতের। ভারতীয় দলের উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant) চোটের কারণে নেই। তাঁর পরিবর্ত হিসেবে নাগপুর টেস্টে ঈশান কিষাণ ও কে.এস ভরতের নাম মাথায় ছিল দ্রাবিড়ের। শেষ পর্যন্ত ভরতেই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। টেস্টের জার্সি হাতে পেয়ে স্বাভাবিকভাবেই আবেগে ভাসছেন ভরত। কী বলছেন তিনি? তুলে ধরল TV9 Bangla।
ছেলেবেলা থেকেই ক্রিকেটের প্রতি টান। একসময় বল বয় ছিলেন। সেই সময় থেকেই মাঠের বাইরে বসে ক্রিকেট উপভোগ করতেন। স্বপ্ন দেখতেন, একদিন দেশের জার্সিতে নিজেকে দেখার সুযোগ হবে। সেই সুবর্ণ সুযোগ দেরিতে হলেও এল। পাঁচ বছর পর অপেক্ষার পর তাঁর সামনে খুলল ভারতীয় দলের দরজা। যার পুরো কৃতিত্ব তিনি টিম ম্যানেজমেন্টকে দিতে চান। কোচ দ্রাবিড় যে তাঁর উপর বিশ্বাস রেখেছেন, তাতে নিজেকে কৃতজ্ঞ মনে করছেন তিনি। বিগত কয়েক বছর ধরে ভারতীয় দলের সঙ্গেই দেখা গিয়েছে তাঁকে। ২০২১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুর টেস্টের তৃতীয় দিন ঋদ্ধিমান সাহা চোট পেলে পরিবর্ত উইকেটরক্ষক হিসেবে ভরতকে মাঠে নামানো হয়েছিল।
অস্ট্রেলিয়া টেস্টে ভারতের জার্সিতে অভিষেক হওয়ার পর ভরত বলেন, “যখন আমি ফার্স্ট ক্লাস ক্রিকেটে খেলতে শুরু করি, তখন ভাবতে পারিনি এই দিনটা কখনও আসবে। আমার ছেলেবেলার কোচ জে কৃষ্ণ রাও-এর কাছে আমি কৃতজ্ঞ যে উনি আমার উপর ভরসা রেখেছিলেন। আমার যাত্রাটা মোটোও সহজ ছিল না। অনেক চড়াই উতরাইয়ের পর আজ নিজের লক্ষ্যে পৌঁছতে পেরে ভাল লাগছে।”
নতুন টেস্ট জার্সি পেয়ে ভরতের মুখে আবেগের হাসি। সেই মুহূর্তের একটি ভিডিয়ো বিসিসিআই নিজেদের টুইটার পেজে পোস্ট করেছে। আজ বৃহস্পতিবার সকালে নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে অজিদের বিরুদ্ধে খেলতে নামার আগে ভরতের গালে চুমু এঁকে দিচ্ছেন তাঁরা মা। ভাইরাল সেই ছবিও। ছেলের স্বপ্নরপূরণের সাক্ষী তিনিও।