IND vs AUS, BGT 2023: শুরু হয়ে গিয়েছে বর্ডার গাভাসকর ট্রফি। ১৩ মার্চ অবধি চলবে ভারত-অস্ট্রেলিয়া ৪ ম্যাচের টেস্ট সিরিজ।
Image Credit source: BCCI Twitter
নাগপুর: ভারতের মাটিতে পা রেখেই অস্ট্রেলিয়া শিবির বুঝে গিয়েছিল বর্ডার গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy) তাদের আসল ‘শত্রু’ কে? তাই টিম ইন্ডিয়ার সেই অন্যতম সেরা অস্ত্রের প্রতিষেধক হিসেবে স্টিভ স্মিথ-প্যাট কামিন্সরা বেছে নিয়েছিলেন প্রধানমন্ত্রীর শহরের এক তরুণকে। যাকে অশ্বিন বলে ডাকা হয়। কথা হচ্ছে গুজরাটের মহেশ পিথিয়াকে নিয়ে। আর অজিদের এই আসল ‘শত্রু’ রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ছাড়া আর কেউ নন, তা বলার অপেক্ষা রাখে না। ভারতীয় দল শুধু ঘরের মাঠে নয়, বিদেশের মাটিতেও বেশ বিপজ্জনক। ভারতে ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। চলতি বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশপের ফাইনালে খেলতে হলে ভারতকে এই টেস্ট সিরিজে জিততে হবে। নাগপুরে চলছে বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্ট ম্যাচ। প্রথম দিনেই শেষ হয়ে গিয়েছে অজিদের প্রথম ইনিংস। ম্যাচের শুরু থেকেই অশ্বিন-জাডেজারা দাপট দেখিয়েছেন। আদৌ কি ‘নকল অশ্বিন’-কে দিয়ে নেটে অনুশীলন করাটা কাজে দিল স্মিথদের? তার ঝলক পাওয়া গেল প্রথম দিনই। বিস্তারিত জেনে TV9Bangla-র এই প্রতিবেদনে।
অজিদের বিরুদ্ধে নাগপুর টেস্টে রবিচন্দ্রন অশ্বিন এক রেকর্ড গড়েছেন। টেস্ট ক্রিকেটে দ্রুততম ৪৫০ উইকেট নেওয়া বোলার এখন অশ্বিন। অজিদের প্রথম মোট ৩টি উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর টেস্ট ক্রিকেটে ৪৫০তম শিকার হয়েছেন অ্যালেক্স ক্যারি।
বিস্তারিত আসছে…