দাবাতেও শুরু হতে চলেছে কোটিপতি লিগ, কবে কোথায় হবে এই লিগ?


ICL: আইপিএলেকে অনুসরণ করেই এই লিগের নাম রাখা হয়েছে আইসিএল। নাম শুনে চমকে যাবেন না। এ সেই সুভাষচন্দ্রের বিতর্কিত আইসিএল নয়।

দাবাতেও শুরু হতে চলেছে কোটিপতি লিগ, কবে কোথায় হবে এই লিগ?

Image Credit source: Twitter

আইপিএলের (IPL) পর থেকেই সারা বিশ্বে শুরু হয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ। শুধু তাই নয়, সারা বিশ্বে এক প্রকার সাড়া ফেলেছে এই ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগ (Franchise league) গুলি। যদিও এই লিগ গুলির ভবিষ্য়ৎ নিয়ে প্রশ্ন তুলছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের  (Sourav Ganguly) মতো ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। শুধু ক্রিকেটেই আটকে নেই এই লিগ। এ বার দাবাতেও শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগ। কানপুরে অনুষ্ঠিত হবে এই লিগ। ইন্ডিয়ান চেজ লিগ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরল TV9 Bangla

আইপিএলকে অনুসরণ করেই এই লিগের নাম রাখা হয়েছে আইসিএল। নাম শুনে চমকে যাবেন না। এ সেই সুভাষচন্দ্রের বিতর্কিত আইসিএল নয়। এর পুরো নাম ইন্ডিয়ান চেজ লিগ। এর আগে দাবাতে এত বড় লিগ দেখেনি ক্রীড়া মহল। ইন্ডিয়ান চেজ ফেডারেশনের পক্ষ এই লিগ আয়োজন করা হচ্ছে। পুরো দেশ থেকে মোট ৬-৮ টি দল এতে অংশ নেবে। দলে বিদেশি প্লেয়ারদেরও অগ্রাধিকার রয়েছে। শুধু দেশের মধ্য়েই নয়, দাবাকে পুরো বিশ্বের কাছে মেলে ধরবার জন্যই এই প্রয়াস ইন্ডিয়ান চেজ ফেডারেশনের।

ইন্ডিয়ান চেজ ফেডারেশনের চেয়ারম্যান ডঃ সঞ্জয় কাপুর বলেন, এই প্রথম দাবাতে এত বড় কিছু আয়োজন করতে যাচ্ছে ভারত। বিশ্ব দরবারে দাবাকে মেলে ধরার জন্যই এই উদ্যোগ নেওয়া। ঘরে ঘরে বাচ্চারা এই খেলা সম্পর্কে জানবে ও বুঝবে। এখনকার বাচ্চারা দিনরাত ভিডিয়ো গেমসেই মত্ত। এটি ছেড়ে যদি তারা দাবাতে যোগ দেয় তবে তা তাদের মস্তিষ্কের বিকাশে অনেক সাহায্য করবে।” এই বছরের শেষেই কানপুরে অনুষ্ঠিত হবে দাবার এই কোটিপতি লিগ।

Leave a Reply