ভারতীয় শিবিরে ফের ধাক্কা, গোটা অস্ট্রেলিয়া সিরিজ থেকেই ছিটকে গেলেন বুমরাহ


Published by: Sulaya Singha |    Posted: February 10, 2023 2:33 pm|    Updated: February 10, 2023 2:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজেই হয়তো মাঠে ফিরবেন জশপ্রীত বুরমাহ। বিসিসিআইয়ের আপডেটে তেমনটাই আশা করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু এবার জানা গেল, অজিদের বিরুদ্ধে বুমরাহকে খেলানোর কোনও ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ দেশের মাটিতে চলতি বর্ডার-গাভাসকর সিরিজ থেকে পুরোপুরি ছিটকে গেলেন ভারতীয় তারকা পেসার।

সম্পূর্ণ ফিট বুমরাহ। এই ঘোষণা করেই গত মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁকে দলে ফেরানোর কথা ঘোষণা করেছিল বিসিসিআই (BCCI)। কিন্তু সিরিজ শুরুর আগের দিন হঠাৎই জানানো হয়, নেট প্র্যাকটিসের সময় নাকি বল করতে গিয়ে স্বচ্ছন্দ বোধ করছিলেন না ভারতীয় পেসার। তাই তাঁকে খেলানোর ঝুঁকি নেওয়া হয়নি। বস্তুত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের কথা মাথায় রেখেই সে সময় বাদ দেওয়া হয় বুমবুম বুমরাহকে। কিন্তু সেই উদ্দেশ্যও পূরণ হল না। সূত্রের খবর, পিঠের চোট সারিয়ে এখনও সম্পূর্ণ ম্যাচ ফিট নন বুমরাহ। বর্তমানে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রিহ্যাব চলছে তাঁর। সেই কারণে অজি সিরিজে তাঁকে খেলানোর ঝুঁকি নেওয়া হবে না।

[আরও পড়ুন: পরীক্ষার দু’মাসের মাথায় প্রকাশিত ২০২২ প্রাথমিক টেটের ফল, পাশ দেড় লক্ষ]

তাছাড়া চলতি বছরই ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে ভারতে। বিশ্বকাপের পাশাপাশি রয়েছে এশিয়া কাপও। এই সব সিরিজে যাতে বুমরাহ নিশ্চিন্তে খেলতে পারেন, সেটাই ভারতীয় বোর্ডের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে। আগামী সপ্তাহে হয়তো ফিটনেস পরীক্ষা দিতে হবে তাঁকে। তবে যা খবর, আগের তুলনায় এখন অনেকটাই স্বচ্ছন্দ তিনি। উল্লেখ্য, শ্রীলঙ্কার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজেও খেলতে পারেননি বুমরাহ (Jasprit Bumrah)।

গত বছর সেপ্টেম্বরে শেষবার দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন বুমরাহ। তারপরই পিঠে চোটের কারণে ছিটকে যান। টি-টোয়েন্টি বিশ্বকাপেও মাঠের বাইরেই থাকতে হয়েছিল ভারতীয় পেসারকে। এবার অজিদের বিরুদ্ধেও দলের বাইরে তারকা পেসার।

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ধাক্কা হিন্দু সেনার, খারিজ বিবিসিকে নিষিদ্ধ করার আরজি]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে



Leave a Reply