Cristiano Ronaldo’s Record: কিংবদন্তিদের খারাপ ফর্ম অস্থায়ী হয়, তা আরও একবার প্রমাণ করে দিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চলতি সৌদি প্রো লিগে আল নাসেরের (Al-Nassr) জার্সিতে রোনাল্ডো নজির গড়ে একাই করেছেন ৪ গোল। সেই সঙ্গে ক্লাব কেরিয়ারে নতুন মাইলফলক ছুঁয়ে ফেলেছেন রোনাল্ডো।
Feb 10, 2023 | 11:56 AM