Cristiano Ronaldo: পাঁচ ক্লাবে ৫০০ গোল! ৩৮ এর রোনাল্ডো গোলবৃষ্টি করেই চলেছেন


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Feb 10, 2023 | 11:56 AM

Cristiano Ronaldo’s Record: কিংবদন্তিদের খারাপ ফর্ম অস্থায়ী হয়, তা আরও একবার প্রমাণ করে দিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চলতি সৌদি প্রো লিগে আল নাসেরের (Al-Nassr) জার্সিতে রোনাল্ডো নজির গড়ে একাই করেছেন ৪ গোল। সেই সঙ্গে ক্লাব কেরিয়ারে নতুন মাইলফলক ছুঁয়ে ফেলেছেন রোনাল্ডো।

Feb 10, 2023 | 11:56 AM

সৌদি প্রো লিগে আল ওয়েহেদার (Al-Wehda) বিরুদ্ধে ৪-০ ব্যবধানে জিতেছে আল নাসের। সৌদির জনপ্রিয় ক্লাব আল নাসেরের হয়ে ৪ গোল একাই দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। (ছবি- আল নাসের টুইটার)

সৌদি প্রো লিগে আল ওয়েহেদার (Al-Wehda) বিরুদ্ধে ৪-০ ব্যবধানে জিতেছে আল নাসের। সৌদির জনপ্রিয় ক্লাব আল নাসেরের হয়ে ৪ গোল একাই দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। (ছবি- আল নাসের টুইটার)

সদ্য ৩৮-এ পা দেওয়া রোনাল্ডো কয়েকদিন ফর্মে ছিলেন না। এ বার ফের পুরনো রোনাল্ডোকে দেখা গেল। ম্যাচের দুই অর্ধে ২টি করে গোল করেছেন সিআর সেভেন। (ছবি- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টুইটার)

সদ্য ৩৮-এ পা দেওয়া রোনাল্ডো কয়েকদিন ফর্মে ছিলেন না। এ বার ফের পুরনো রোনাল্ডোকে দেখা গেল। ম্যাচের দুই অর্ধে ২টি করে গোল করেছেন সিআর সেভেন। (ছবি- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টুইটার)

আল ওয়েহেদার বিরুদ্ধে প্রথমার্ধের ২১ মিনিটে ও ৪০ মিনিটে দু'টি গোল করেন রোনাল্ডো। এরপর ৫০ মিনিটের মাথায় পেলান্টি থেকে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনাল্ডো। তখনও সিআর সেভেনের চমক বাকি ছিল। (ছবি- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টুইটার)

আল ওয়েহেদার বিরুদ্ধে প্রথমার্ধের ২১ মিনিটে ও ৪০ মিনিটে দু’টি গোল করেন রোনাল্ডো। এরপর ৫০ মিনিটের মাথায় পেলান্টি থেকে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনাল্ডো। তখনও সিআর সেভেনের চমক বাকি ছিল। (ছবি- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টুইটার)

ম্যাচের ৬১ মিনিটের মাথায় আল নাসেরের হয়ে চতুর্থ গোলটি করেন সিআর সেভেন। (ছবি- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টুইটার)

ম্যাচের ৬১ মিনিটের মাথায় আল নাসেরের হয়ে চতুর্থ গোলটি করেন সিআর সেভেন। (ছবি- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টুইটার)

সৌদি প্রো লিগের ইতিহাসে রোনাল্ডোই প্রথম ফুটবলার যিনি একটি ম্যাচে ৪ গোল করেছেন। (ছবি- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টুইটার)

সৌদি প্রো লিগের ইতিহাসে রোনাল্ডোই প্রথম ফুটবলার যিনি একটি ম্যাচে ৪ গোল করেছেন। (ছবি- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টুইটার)

এখনও অবধি রোনাল্ডো ৫টি ক্লাবের হয়ে খেলেছেন। আর ৫টি ক্লাবের হয়ে খেলে ৫০০-র বেশি গোল করে রেকর্ড গড়েছেন তিনি।  (ছবি- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টুইটার)

এখনও অবধি রোনাল্ডো ৫টি ক্লাবের হয়ে খেলেছেন। আর ৫টি ক্লাবের হয়ে খেলে ৫০০-র বেশি গোল করে রেকর্ড গড়েছেন তিনি। (ছবি- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টুইটার)

সিআর সেভেন ক্লাব কেরিয়ারে সবচেয়ে বেশি গোল করেছেন রিয়াল মাদ্রিদের (Real Madrid) হয়ে, ৩১১টি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) হয়ে সিআর সেভেনের গোলসংখ্যা ১০৩টি। জুভেন্তাসের জার্সিতে রোনাল্ডো করেছেন ৮১টি গোল।

সিআর সেভেন ক্লাব কেরিয়ারে সবচেয়ে বেশি গোল করেছেন রিয়াল মাদ্রিদের (Real Madrid) হয়ে, ৩১১টি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) হয়ে সিআর সেভেনের গোলসংখ্যা ১০৩টি। জুভেন্তাসের জার্সিতে রোনাল্ডো করেছেন ৮১টি গোল।

আল নাসেরের হয়ে ৪টি গোল করার পর ক্লাব কেরিয়ারে রোনাল্ডোর গোলসংখ্যা পৌঁছে গিয়েছে ৪০৩-এ। আর নতুন বছরে সৌদির ক্লাব আল নাসেরের জার্সিতে তাঁর গোল সংখ্যা এখন ৫। এ ছাড়াও স্পোর্টিং লিসবনের হয়ে ৩টি গোল রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নামের পাশে। (ছবি-আল নাসের টুইটার)

আল নাসেরের হয়ে ৪টি গোল করার পর ক্লাব কেরিয়ারে রোনাল্ডোর গোলসংখ্যা পৌঁছে গিয়েছে ৪০৩-এ। আর নতুন বছরে সৌদির ক্লাব আল নাসেরের জার্সিতে তাঁর গোল সংখ্যা এখন ৫। এ ছাড়াও স্পোর্টিং লিসবনের হয়ে ৩টি গোল রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নামের পাশে। (ছবি-আল নাসের টুইটার)


Most Read Stories

Leave a Reply