Mithali Raj: ‘মেয়েদের আইপিএল ভবিষ্যতের তারকাদের খুঁজে আনবে’, বললেন মিতালি


Duologue With Barun Das: ভারতীয় মহিলা ক্রিকেট দলের লড়াকু অধিনায়কদের মধ্য়ে অন্যতম মিতালি। TV9-এর ডুয়োলগের চারটি এপিসোডে বরুণ দাসকে বিভিন্ন কথা জানিয়েছেন মিতালি।

খোলামেলা আলোচনায় মিতালি রাজ

Image Credit source: Twitter

আশিষ শর্মা

বর্তমানে নাগপুরে বর্ডার গাভাসকার ট্রফিতে (Border Gavaskar Trophy 2023) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে ভারতীয় ক্রিকেট দল। তখনই TV9 Bangla-এর সিইও বরুণ দাসের সঙ্গে খোলামেলা আলোচনায় ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ক্য়াপ্টেন মিতালি রাজ (Mithali Raj)। পরের মাসেই শুরু হতে চলেছে ভারতীয় মহিলাদের কোটিপতি প্রিমিয়ার লিগ উইমেন্স প্রিমিয়ার লিগ (Women’s Premier League 2023)। তার আগে মেয়েদের আইপিএলের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা আলোচনায় পাওয়া গেল মিতালিকে। কী বললেন তিনি? তুলে ধরল TV9 Bangla

ভারতীয় মহিলা ক্রিকেট দলের লড়াকু অধিনায়কদের মধ্য়ে অন্যতম মিতালি। ২০০৪-২০২২ সাল অবধি, ১৮ বছর ভারতীয় মহিলা দলের দায়িত্ব সামলেছেন মিতালি। TV9-এর ডুয়োলগের চারটি এপিসোডে বরুণ দাসকে বিভিন্ন কথা জানিয়েছেন তিনি। প্রথমেই মিতালি ক্রিকেটে লিঙ্গ বৈষম্য নিয়ে কথা বলেছেন। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মিতালি জানান,  ১৮ বছরের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে তাঁর একটিই ব্যর্থতা রয়েছে। তাঁর নেতৃত্বে বিশ্বকাপ জেতেনি ভারতের মহিলা ক্রিকেট দল। মিতালি বলেন, “ছয়টি বিশ্বকাপে অংশগ্রহন করেও একবারও জিততে পারিনি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ।”

আসন্ন মেয়েদের আইপিএলের ভবিষৎ নিয়ে প্রাক্তন অধিনায়ক মিতালি বলেন, “এই প্রিমিয়ার লিগ অনেক ক্রিকেটারের ভবিষতের দরজা খুলে দেবে। এখান থেকেই অনেক নতুন প্রতিভা উঠে আসবে। এবং এই টুর্নামেন্টের মাধ্যমে অনেক প্রতিভা বিকশিত হবে।” বরুণ দাসের সঙ্গে আলোচনায় মিতালি জানিয়েছেন একটি অবাক করা ঘটনা। ১৯৮৩-র বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারত অধিনায়ক কপিল দেবের ১৭৫ রানের দুর্ধর্ষ ইনিংসের কোনও ভিডিয়ো ক্লিপিং নেই। তেমনই টনটনে ২০০২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২১৪ রানের রেকর্ড রয়েছে মিতালির। তারও কোনও ভিডিয়ো ক্লিপিং নেই বলে জানিয়েছেন মিতালি। উল্লেখ্য,  মেয়েদের আইপিএলে গুজরাট টাইটান্সের মেন্টর মিতালি। পরের মাসেই শুরু হয়ে যাবে এই টুর্নামেন্ট। আগামী ১৩ ফেব্রুয়ারি মেয়েদের আইপিএলের নিলামের আসর বসবে।

Leave a Reply