Dharamshala HPCA Stadium: পিচের কাছে একটি ছোট্ট অংশের কাজ এখনও বাকি রয়েছে সেটাই ছিল ভাবনার মূল কারণ। বোঝাই যাচ্ছে, মাঠের কাজ এখনও সম্পূর্ণ হয়নি।
Image Credit source: Twitter
ধর্মশালা: দেশের সবচেয়ে সুন্দর ধর্মশালার HPCA স্টেডিয়াম থেকে সরল ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) তৃতীয় টেস্ট। বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) এই টেস্ট ১ মার্চ থেকে ধর্মশালায় শুরু হওয়ার কথা ছিল। পাঁচদিনের টেস্ট ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত নয় ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়াম। এ খবর আগেই জানা গিয়েছিল। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআইয়ের তরফে এক কর্তা জানিয়েছেন, ধর্মশালায় হচ্ছে না বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট। বোর্ডের পর্যবেক্ষক দল ধর্মশালার পিচ কিউরেটরের দেখা করে ধর্মশালা থেকে টেস্ট ম্যাচ সরানোর উদ্যোগ নিয়েছে। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।
আসলে ধর্মশালায় সম্প্রতি নতুনভাবে নিষ্কাশন ব্যবস্থার কাজ শুরু হয়েছে। আশা ছিল টেস্ট সিরিজের আগে শেষ হয়ে যাবে কাজ। কিন্তু সম্প্রতি প্রবল বৃষ্টিপাতের জেরে এই নতুন সিস্টেমের বসানোর কাজও বিঘ্নিত হয়েছে। যে কারণে স্টেডিয়ামের আউটফিল্ড এখনও তৈরি নয়। তবে মাঠের আউটফিল্ড তৈরি হয়ে গেলেও আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছিল। কারণ ধর্মশালার মাঠে নতুন করে পিচ এবং আউটফিল্ড তৈরির পর এখনও একটিও ক্রিকেট ম্যাচ খেলা হয়নি। আন্তর্জাতিক ম্যাচের জন্য মাঠ প্রস্তুত করার ক্ষেত্রে এটি সাধারণ প্রক্রিয়া।
যদিও ওই বোর্ড কর্তা জানিয়েছেন, মাঠ পরীক্ষিত না হওয়াটা বড় বিষয় নয়। বরং পিচের কাছে একটি ছোট্ট অংশের কাজ এখনও বাকি রয়েছে সেটাই ছিল ভাবনার মূল কারণ। বোঝাই যাচ্ছে, মাঠের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। এই স্টেডিয়ামে খেলা শেষ টেস্ট ম্যাচটি ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে হয়েছিল ২০১৭ সালে। ২০২৩ সালে ফের ধর্মশালায় টেস্ট ম্যাচের বল গড়ানোর সুযোগ তৈরি হয়েও ভেস্তে গেল। বিকল্প ভেনু হিসেবে এখনও বোর্ডের তরফে কিছু জানানো হয়নি। এক্ষেত্রে মোহালি, বিশাখাপত্তনম স্টেডিয়ামের নাম ভেসে আসছে।