Leander Paes: লি-ভক্তদের জন্য সুখবর, শীঘ্রই পর্দায় আসছে টেনিস কিংবদন্তির আত্মজীবনী


রবিবার ফ্রেব্রুয়ারি মাসের সকালে ৫০ ছুঁইছুঁই লি উপস্থিত ছিলেন তিলোত্তমায়। সেখানেই বায়োপিক নিয়ে সুখবর দিলেন তিনি।

Image Credit source: নিজস্ব চিত্র

কলকাতা: রবিবারের সকাল। শহরের এক অভিজাত ক্লাবে একেবারে ভিন্ন মেজাজে দেখা গেল লিয়েন্ডার পেজকে (Leander Paes)। খুদেদের সঙ্গে টেনিস র্্যাকেট হাতে ধরা দিলেন ভারতের টেনিস আইকনকে। কাউকে হাতে ধরে টেনিস শেখাচ্ছেন, কাউকে আবার দিচ্ছেন বাহবা। নতুন প্রজন্মকে হাতে ধরে টেনিস (Tennis) শেখাতে দেখা গেল লিয়েন্ডারকে। এরপর প্রাক্তন টেনিস খেলোয়াড় জীশান আলির সঙ্গে কোর্টে ঘাম ঝরাতে দেখা গেল ভারতের স্পোর্টস আইকনকে। ডেভিস কাপে লিয়েন্ডারের প্রথম পার্টনার জীশান। আবার কেরিয়ারের শেষ ম্যাচেও জীশানই ছিলেন লিয়েন্ডারের নন প্লেইং ক্যাপ্টেন। বাবা ভেস পেজের জন্মদিন কাটাতে প্রতি বছরই শহরে আসেন লিয়েন্ডার। এক প্রদর্শনী টেনিস টুর্নামেন্টে শহরে হাজির হন লিয়েন্ডার।

পেশাদার টেনিস ছেড়েছেন।কোচিংয়ে আসবেন কি? লিয়েন্ডারের উত্তর, ‘এখন জীবনকে অনেক উপভোগ করছি। পরবর্তী প্রজন্মকে কিছু শেখাতে চাই। আমার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই।’ অর্থাৎ কোচিংয়ে আসার ইঙ্গিত দিয়ে রাখলেন লিয়েন্ডার পেজ। কলকাতায় তাঁর জনপ্রিয়তা ব্যাপক। আগামী দিনে কি শহরে টেনিস অ্যাকাডেমি গড়তে চান? লিয়েন্ডার বললেন, ‘খেলাধূলার পরিবারে আমার জন্ম। ছোট থেকে বাবা, মা-কে দেখেছি দেশের জন্য নিজেদের সেরাটা উজাড় করে দিতে। বাবা খেলার পাশাপাশি চিকিৎসা জগতেও প্রতিষ্ঠিত। ক্রীড়া বিজ্ঞান, স্পোর্টস মেডিসিন নিয়ে আমার একটা সম্যক ধারণা আছে। তাই এমন কিছু করতে পারলে অবশ্যই ভালো লাগবে। নতুন প্রজন্মকে পথ দেখাতে চাই।’

ফেডেরার, নাদাল, জোকোভিচ টেনিস জগতের তিন কিংবদন্তি। এঁদের মধ্যে জোকারকে সেরা বাছলেন লিয়েন্ডার। তিনি বললেন, ‘ইতিহাস অনুযায়ী অবশ্যই জোকোভিচ সর্বকালের সেরার তালিকায় থাকবেন। গ্র্যান্ড স্ল্যাম জয়ের নিরিখে ফেডেরারকে টপকে গিয়েছে। নাদালের থেকেও অনেক আগে ও কেরিয়ার শেষ করবে।’

সবচেয়ে চমক থাকল লিয়েন্ডারের বায়োপিকের প্রসঙ্গ। যা শুনলে তাঁর ভক্তরা সবচেয়ে বেশি খুশি হবেন। ভারতের টেনিস আইকন বললেন, ‘আমার আর মহেশের একটা ডকু সিরিজ আগে রিলিজ হয়েছে। সেটা খুব ভালো সাড়া পেয়েছিল। এ বার আমার আত্মজীবনী পর্দায় আসছে। তা নিয়ে জোরকদমে কাজ চলছে। আমি নিজেও সেই কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছি। আশা করছি, খুব দ্রুত তা রিলিজ করবে।’ তবে কে অভিনয় করছে বা বায়োপিক না ডকুমেন্টরি তা নিয়ে খোলসা করলেন না লিয়েন্ডার পেজ।

২ বছর আগে গোয়ায় রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তিনি কি রাজনীতি উপভোগ করছেন? সেই প্রসঙ্গ অবশ্য এড়িয়েই গেলেন লিয়েন্ডার পেজ।

Leave a Reply