অভিনব প্রেম! ভ্যালেন্টাইন্স ডে-তে আবার বিয়ে হার্দিক-নাতাশার


Team India: ১৪ ফেব্রুয়ারি সারা বিশ্ব প্রেমের দিন হিসেবে পালন করে। সেই ভ্যালেন্টাইন ডে-তে উদয়পুরে নাতাশাকে অনুষ্ঠানিক ভাবে আবার বিয়ে করবেন হার্দিক।

Image Credit source: Instagram

কলকাতা: কোনও কোনও তারকা একাধিক বার প্রেমে পড়েন। বিয়ের বন্ধনেও জড়িয়ে পড়েন একাধিক বার। কিন্তু একই নারীকে পর পর দু’বার বিয়ে? এমন ঘটনা খুব একটা চোখে পড়ে না। কিন্তু যাঁকে ঘিরে এই ঘটনা, তিনি সব কিছুর উর্ধ্বে। মাঠে যেমন বিধ্বংসী ব্যাটিং করেন, বল হাতে চমকে দেন বিপক্ষকে, মাঠেও বাইরেও ততটাই বর্ণময় চরিত্র তিনি। ওই দেশি ক্রিকেটারের বিদেশি বউ। সেই তাঁকেই তিনি করতে চলেছেন দ্বিতীয় বার বিয়ে। ঘটনাটা আসলে কী? সেটাই তুলে ধরল TV9 Bangla

সারা ভারতের চোখ এখন উদয়পুরের দিকে। বিশ্ব ক্রিকেটমহলও তাকিয়ে রয়েছে ওই দিকেই। ক্রিকেটে এখন চলছে বিয়ের মরসুম। পাকিস্তানি ক্রিকেটাররা পর পর বিয়ে করেছেন সদ্য। লোকেশ রাহুল সহ একঝাঁক ভারতীয় তারকাও সেরে ফেলেছেন বিয়ে। এ বার হার্দিক পান্ডিয়া দ্বিতীয় বার বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। কনে কে? সার্বিয়ান সুন্দরী নাতাশাই। যাঁর সঙ্গে আগেই আইনি বিয়ে সেরে ফেলেছেন হার্দিক। তাঁদের একটি ছেলেও রয়েছে তাঁদের। এ বার তাঁরাই করবেন নিয়মমাফিক বিয়ে।

১৪ ফেব্রুয়ারি সারা বিশ্ব প্রেমের দিন হিসেবে পালন করে। সেই ভ্যালেন্টাইন ডে-তে উদয়পুরে নাতাশাকে অনুষ্ঠানিক ভাবে আবার বিয়ে করবেন হার্দিক। ছেলে অগস্তকে নিয়েই উদয়পুরে হাজির হয়েছেন হার্দিক। সঙ্গে রয়েছেন দাদা ক্রুণাল পান্ডিয়া সহ পরিবারের অন্যান্য সদস্যরা। এই বিয়ে যে জমজমাট হবে, সন্দেহ নেই। হার্দিকের বিয়েতে কারা নিমন্ত্রিত থাকেন, সেটা দেখার জন্য অপেক্ষা করে রয়েছে ক্রিকেটমহল। বলিউডের নামী তারকাদের ভিড় হতে পারে, এমনই বলছেন অনেকে।

Leave a Reply