রিচা কোটিপতি, দল পেলেন তিতাসও, বাংলার ঝুলিতে আর কী?


WPL 2023: দলের কঠিন পরিস্থিতিতে জেমাইমা রডরিগজের সঙ্গে অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন রিচা। মাত্র ২০ বলে ৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। আরসিবিতে যোগ দিলেন প্রায় ২ কোটিতে।

কলকাতা : অপেক্ষার অবসান। অবশেষে হতে চলেছে মেয়েদের আইপিএল। তবে এখন আর মেয়েদের আইপিএল না বলাই ভালো। উইমেন্স প্রিমিয়ার লিগ। আলাদা লিগ, আলাদা পরিচিতি। মেয়েদের ক্রিকেটে ভারত আরও একধাপ এগিয়ে গেল। উইমেন্স প্রিমিয়ার লিগের ঘোষণা হতেই বিশ্বের হাজার হাজার ক্রিকেটার মুখিয়ে ছিলেন। তবে সবার সুযোগ পাওয়ার কথা নয়। নিলামের ফাইনাল তালিকায় নাম ছিল মোট ৪০৯ জনের। এর মধ্যে সর্বাধিক ৯০ জন সুযোগ পেতেন। নিলামে দেশ-বিদেশ মিলিয়ে দল পেলেন মোট ৮৭ জন ক্রিকেটার। বিসিসিআইয়ের পক্ষ থেকে পাঠানো তালিকা অনুযায়ী, বাংলা ক্রিকেট সংস্থা থেকে নিলামে ছিলেন দীপ্তি শর্মা, রিচা ঘোষ, হৃষিতা বসু, তিতাস সাধু, সুকন্য়া পারিদা, গওহর সুলতানা, ধারা গুজ্জর, ষষ্ঠী মণ্ডল, পর্ণা পাল, ঝুমিয়া খাতুন, মিতা পাল, সাইকা ইসাক। কারা দল পেলেন, কোন দলে গেলেন, বিস্তারিত TV9Bangla-য়।

দীপ্তি শর্মা এবং রিচা ঘোষ সিনিয়র দলের ক্রিকেটার। প্রত্যাশা ছিলই এই দু-জনের দল পাওয়া নিশ্চিত। বাংলা সবচেয়ে বেশি গর্বিত অবশ্য়ই রিচা ঘোষের জন্য। আর একজনের কথাও বলতে হয়। তিতাস সাধু। মেয়েদের ক্রিকেটে প্রথম আইসিসি ট্রফি জিতেছে ভারত। অনূর্ধ্ব ১৯ মেয়েদের উদ্বোধনী বিশ্বকাপে চ্য়াম্পিয়ন হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষ, পেসার তিতাস সাধু। দিল্লি ক্যাপিটালস তাঁকে নিল ২৫ লক্ষ টাকায়। তিতাসের বেস প্রাইস ছিল ১০ লক্ষ টাকা। তাঁকে ২৫ লক্ষ টাকায় নিল দিল্লি ক্যাপিটালস। জাতীয় দলের অলরাউন্ডার দীপ্তি শর্মাকে ২.৬০ কোটিতে নিল ইউপি ওয়ারিয়র্স।

সদ্য অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী বাংলার ক্রিকেটার রিচা ঘোষকে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সিনিয়র দলের হয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচেই জ্বলে উঠেছেন রিচা। টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্য়বধানে হারিয়েছে ভারত। দলের কঠিন পরিস্থিতিতে জেমাইমা রডরিগজের সঙ্গে অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন রিচা। মাত্র ২০ বলে ৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। আরসিবিতে যোগ দিলেন প্রায় ২ কোটিতে (১.৯ কোটি)। অনূর্ধ্ব ১৯ বিশ্বজয়ী দলের আর এক সদস্য় বাংলার হৃষিতা বসু অবশ্য অবিক্রিত থেকে গেলেন। বাংলা ক্রিকেটারদের মধ্যে দল পেলেন ধারা গুজ্জর, সাইকা ইসাকও। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতার ফল পেলেন ধারা। বেস প্রাইস ১০ লক্ষ টাকা তাঁকে নিল মুম্বই ফ্র্যাঞ্চাইজি। সাইকা ইসাক এর আগে মেয়েদের চ্য়ালেঞ্জার্সেও খেলেছেন। তাঁকেও বেস প্রাইসে নিল মুম্বই।

কোটিপতি রিচার কেরিয়ারের শুরুর দিনগুলো একেবারেই সহজ ছিল না। বাড়ি শিলিগুড়ি। কলকাতায় নিজেকে প্রতিষ্ঠিত করতে হত। বাবা মানবেন্দ্র ঘোষ মেয়েকে নিয়ে সস্তার হোটেলে থাকতে বাধ্য় হতেন। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কনকাশন পরিবর্ত হিসেবে নামেন রিচা। তাঁর বিধ্বংসী ব্য়াটিং আন্তর্জাতিক মঞ্চেও পরিচিতি তৈরি করে। তাঁর বাবা জানিয়েছেন, নিলামের টাকা দিয়ে কলকাতায় বাড়ি বানানোর ইচ্ছে রয়েছে।

Leave a Reply