শেফালি থেকে হিলি, নিলামে রেকর্ড অর্থ পেতে পারেন যাঁরা


TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Feb 13, 2023 | 9:15 AM

BCCI: ১৩ ফেব্রুয়ারি ভারতীয় ক্রিকেটের জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। মার্চ মাসে প্রথম মেয়েদের আইপিএল শুরু হওয়ার আগে সোমবার বসছে নিলামের আসর। দেশ-বিদেশের নামীদামি মহিলা ক্রিকেটাররা বড়সড় অর্থে বিনিময়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার স্বপ্ন দেখছেন।

Feb 13, 2023 | 9:15 AM

অকশনে মোট ৬০ কোটি টাকার বেচা কেনা হবে। নিলামের বেস প্রাইস রাখা হয়েছে ৫০ লাখ টাকা। ভারতের মহিলা ক্রিকেট দলের হরমনপ্রীত কৌর, ওপেনার স্মৃতি মান্ধানা, অলরাউন্ডার দীপ্তি শর্মা এবং অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে দেশকে চ্যাম্পিয়ন করা শেফালি ভার্মা-সহ আরও অনেকে। ৩০ জন ক্রিকেটারের বেস প্রাইস ৪০ লাখ টাকা। তার মধ্যে ৮ জন ভারতের ক্রিকেটার রয়েছেন। (ছবি:টুইটার)

অকশনে মোট ৬০ কোটি টাকার বেচা কেনা হবে। নিলামের বেস প্রাইস রাখা হয়েছে ৫০ লাখ টাকা। ভারতের মহিলা ক্রিকেট দলের হরমনপ্রীত কৌর, ওপেনার স্মৃতি মান্ধানা, অলরাউন্ডার দীপ্তি শর্মা এবং অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে দেশকে চ্যাম্পিয়ন করা শেফালি ভার্মা-সহ আরও অনেকে। ৩০ জন ক্রিকেটারের বেস প্রাইস ৪০ লাখ টাকা। তার মধ্যে ৮ জন ভারতের ক্রিকেটার রয়েছেন। (ছবি:টুইটার)

স্মৃতি মান্ধানা: দেশ তথা সমগ্র বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খুব পরিচিত মুখ হলেন স্মৃতি। নিলামে তিনি প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির রাডারে থাকবেন। ইতিমধ্যেই মহিলা বিগ ব্যাশ লিগ এবং উইমেন্স হান্ড্রেড লিগে  মান্ধানার পাওয়ার গেম এবং ধারাবাহিকতার সঙ্গে পরিচিত হয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। গতবছর মহিলাদের হান্ড্রেড লিগে যাঁরা ২০০ রানের গণ্ডি পার করেছেন তাদের মধ্যে মন্ধানার স্ট্রাইক রেট ১৫১.৭৯, যা টুর্নামেন্টের দ্বিতীয় সেরা। স্বাভাবিকভাবেই উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে চোখ থাকবে স্মৃতির দিকে। (ছবি:টুইটার)

স্মৃতি মান্ধানা: দেশ তথা সমগ্র বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খুব পরিচিত মুখ হলেন স্মৃতি। নিলামে তিনি প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির রাডারে থাকবেন। ইতিমধ্যেই মহিলা বিগ ব্যাশ লিগ এবং উইমেন্স হান্ড্রেড লিগে মান্ধানার পাওয়ার গেম এবং ধারাবাহিকতার সঙ্গে পরিচিত হয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। গতবছর মহিলাদের হান্ড্রেড লিগে যাঁরা ২০০ রানের গণ্ডি পার করেছেন তাদের মধ্যে মন্ধানার স্ট্রাইক রেট ১৫১.৭৯, যা টুর্নামেন্টের দ্বিতীয় সেরা। স্বাভাবিকভাবেই উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে চোখ থাকবে স্মৃতির দিকে। (ছবি:টুইটার)

অ্যালিসা হিলি: মহিলাদের ক্রিকেটে লম্বা চওড়া ছয় মারতে পারা অ্যালিসা হিলি হলেন অস্ট্রেলিয়ার নির্ভরযোগ্য উইকেটরক্ষক ব্যাটার। উঁচু উঁচু ছক্কা মারার ক্ষেত্রে হিলির বিকল্প খুঁজে পাওয়া ভারী দুষ্কর। গত টি২০ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন অ্যালিসা। উইকেটরক্ষক হিসেবেও প্রবলভাবে সফল হিলি হয়তো সবচেয়ে চাহিদা সম্পন্ন প্লেয়ার হিসেবে বিবেচিত হবেন।(ছবি:টুইটার)

অ্যালিসা হিলি: মহিলাদের ক্রিকেটে লম্বা চওড়া ছয় মারতে পারা অ্যালিসা হিলি হলেন অস্ট্রেলিয়ার নির্ভরযোগ্য উইকেটরক্ষক ব্যাটার। উঁচু উঁচু ছক্কা মারার ক্ষেত্রে হিলির বিকল্প খুঁজে পাওয়া ভারী দুষ্কর। গত টি২০ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন অ্যালিসা। উইকেটরক্ষক হিসেবেও প্রবলভাবে সফল হিলি হয়তো সবচেয়ে চাহিদা সম্পন্ন প্লেয়ার হিসেবে বিবেচিত হবেন।(ছবি:টুইটার)

নিশ্চিতভাবে নিলামে জেমাইমা রডরিগজকে নিয়ে টানাটানি বাঁধবে ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে। দক্ষিণ আফ্রিকায় চলতি টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে একাই হারিয়ে দিয়েছেন। এই ছোটা প্যাকেট বড়া ধামাকার জন্য অপেক্ষা করছে উইমেন্স প্রিমিয়র লিগ।(ছবি:টুইটার)

নিশ্চিতভাবে নিলামে জেমাইমা রডরিগজকে নিয়ে টানাটানি বাঁধবে ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে। দক্ষিণ আফ্রিকায় চলতি টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে একাই হারিয়ে দিয়েছেন। এই ছোটা প্যাকেট বড়া ধামাকার জন্য অপেক্ষা করছে উইমেন্স প্রিমিয়র লিগ।(ছবি:টুইটার)

 মারিজান ক্যাপ: ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একজন পরিপক্ব নাম দক্ষিণ আফ্রিকার ৩৩ বছরের অলরাউন্ডার মারিজান ক্যাপ। বল হাতে কামাল দেখানোর পাশাপাশি একজন নির্ভরযোগ্য লোয়ার অর্ডার ব্যাটার। উইমেন্স হান্ড্রেড লিগে ওভাল ইনভিনসিবলসের হয়ে পরপর খেতাব জিতেছেন ক্যাপ। এছাড়াও পার্থ স্কর্চার্স এর হয়ে ২০২১ সালে মহিলা বিগ ব্যাশ লিগ জিতেছেন। বড় ম্যাচের খেলোয়াড় এই মারিজান ক্যাপকে নিজেদের দলে টানার জন্য মুখিয়ে থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলি।(ছবি:টুইটার)

মারিজান ক্যাপ: ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একজন পরিপক্ব নাম দক্ষিণ আফ্রিকার ৩৩ বছরের অলরাউন্ডার মারিজান ক্যাপ। বল হাতে কামাল দেখানোর পাশাপাশি একজন নির্ভরযোগ্য লোয়ার অর্ডার ব্যাটার। উইমেন্স হান্ড্রেড লিগে ওভাল ইনভিনসিবলসের হয়ে পরপর খেতাব জিতেছেন ক্যাপ। এছাড়াও পার্থ স্কর্চার্স এর হয়ে ২০২১ সালে মহিলা বিগ ব্যাশ লিগ জিতেছেন। বড় ম্যাচের খেলোয়াড় এই মারিজান ক্যাপকে নিজেদের দলে টানার জন্য মুখিয়ে থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলি।(ছবি:টুইটার)

শেফালি ভার্মা:মহিলাদের ক্রিকেটে ধ্বংসাত্মক ব্যাটারদের মধ্যে একজন। ২০১৯ সালের উইমেন্স টি২০ চ্যালেঞ্জে প্রথম সবার নজর কাড়েন। বর্তমানে সাফল্যের চূড়ায় থাকা শেফালি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন। ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটে তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের দিকে আগ্রহ বেশি থাকে। সেদিক থেকে শেফালি বড় অর্থে বিক্রি হতে পারেন।(ছবি:টুইটার)

শেফালি ভার্মা:মহিলাদের ক্রিকেটে ধ্বংসাত্মক ব্যাটারদের মধ্যে একজন। ২০১৯ সালের উইমেন্স টি২০ চ্যালেঞ্জে প্রথম সবার নজর কাড়েন। বর্তমানে সাফল্যের চূড়ায় থাকা শেফালি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন। ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটে তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের দিকে আগ্রহ বেশি থাকে। সেদিক থেকে শেফালি বড় অর্থে বিক্রি হতে পারেন।(ছবি:টুইটার)

অ্যামেলিয়া কার: মাত্র ২২ বছর বয়সে মহিলাদের ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ ব্যাক্তিগত রানের অধিকারী হলেন নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার। ইনি হলেন ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট সার্কিটে বহুমুখী প্রতিভা সম্পন্ন প্লেয়ারদের মধ্যে একজন। মহিলা বিগ ব্যাশ লিগে তাঁর রেকর্ড এ কথাই বলে। ব্রিসবেন হিটের হয়ে মাত্র ৬.১৯ এর ইকোনমি রেট নিয়ে ৫২ টি উইকেট নিজের নামে করেছেন। কাজেই, ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে অ্যামেলিয়াকে নিয়ে দড়ি টানাটানি হবে সেকথা বলাই বাহুল্য।(ছবি:টুইটার)

অ্যামেলিয়া কার: মাত্র ২২ বছর বয়সে মহিলাদের ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ ব্যাক্তিগত রানের অধিকারী হলেন নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার। ইনি হলেন ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট সার্কিটে বহুমুখী প্রতিভা সম্পন্ন প্লেয়ারদের মধ্যে একজন। মহিলা বিগ ব্যাশ লিগে তাঁর রেকর্ড এ কথাই বলে। ব্রিসবেন হিটের হয়ে মাত্র ৬.১৯ এর ইকোনমি রেট নিয়ে ৫২ টি উইকেট নিজের নামে করেছেন। কাজেই, ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে অ্যামেলিয়াকে নিয়ে দড়ি টানাটানি হবে সেকথা বলাই বাহুল্য।(ছবি:টুইটার)

অস্ট্রেলিয়ার ৩২ বছর বয়সী অলরাউন্ডার এলিস পেরি নিলামের জন্য মুখিয়ে রয়েছেন। অস্ট্রেলিয়ার তারকা মহিলা ক্রিকেটারদের মধ্যে অন্যতম এলিস বড় অঙ্কের অর্থের বিনিময়ে ভারতে প্রিমিয়র লিগ খেলতে আসার বিষয়ে আশাবাদী।(ছবি:টুইটার)

অস্ট্রেলিয়ার ৩২ বছর বয়সী অলরাউন্ডার এলিস পেরি নিলামের জন্য মুখিয়ে রয়েছেন। অস্ট্রেলিয়ার তারকা মহিলা ক্রিকেটারদের মধ্যে অন্যতম এলিস বড় অঙ্কের অর্থের বিনিময়ে ভারতে প্রিমিয়র লিগ খেলতে আসার বিষয়ে আশাবাদী।(ছবি:টুইটার)


Most Read Stories

Leave a Reply