একই রেস্তরাঁয় সারা-শুভমন, প্রেমদিবসে সচিনকন্যার সঙ্গে সম্পর্কে শিলমোহর গিলের!


সচিনকন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে শুভমনের সম্পর্কের গুঞ্জন আজকের নয়। হার্দিক পাণ্ডিয়ার মতো বেশ কিছু ক্রিকেটার আকারে ইঙ্গিতে সারা-শুভমনের সম্পর্কের কথা বোঝানোর চেষ্টা করেছেন।

Image Credit source: Twitter

কলকাতা: প্রেমে ধরা পড়ে গেলেন শুভমন গিল। তাও আবার প্রেমদিবসেই। সারা তেন্ডুলকর (Sara Tendulkar) নাকি সারা আলি খান (Sara Ali Khan), কার সঙ্গে সম্পর্কে রয়েছেন জাতীয় দলের তারকা ওপেনার, তা নিয়ে ছিল বেজায় ধন্ধ। মাঝখানে অভিনেত্রী সোনম বাজওয়ার সঙ্গে সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল। পঞ্জাব কা পুত্তরের হৃদয়ে কোন সারার বাস, তা স্পষ্ট হয়ে গিয়েছে। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটি ছবি পোস্ট করেছেন ওপেনার। হলুদ, নীল চেক সোয়েটারে বরাবরের মতোই হ্যান্ডসাম মিস্টার গিল (Shubman Gill)। ছবিতে দেখা যাচ্ছে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। তবে চোখ ক্যামেরার দিকে। ক্যাপশনে দুষ্টমিষ্টি প্রশ্ন, “আজকের দিনটা কী যেন?” ফ্যানদের সঙ্গে নিছক মজা করার জন্য পোস্টটি দিয়েছিলেন শুভমন। তাতেই ফাঁস হয়ে গেল গিলের হৃদয়ে বাস করা আসল ‘সারা’র পরিচয়। কীভাবে? তুলে ধরল TV9 Bangla

সচিনকন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে শুভমনের সম্পর্কের গুঞ্জন আজকের নয়। হার্দিক পাণ্ডিয়ার মতো বেশ কিছু ক্রিকেটার আকারে ইঙ্গিতে সারা-শুভমনের সম্পর্কের কথা বোঝানোর চেষ্টা করেছেন। শুভমন সেঞ্চুরি হাঁকালে সারা ইনস্টা স্টোরিতে ভেসে উঠত লাভ ইমোজি। স্টেডিয়ামে সারা…সারা রব উঠলে বিরাট কোহলিরা তা বেশ উপভোগ করেন। কিন্তু মাঝে হঠাৎই ছন্দপতন। শোনা যাচ্ছিল সচিনকন্যার থেকে মুখ ফিরিয়ে নবাব মনসুর আলি খান পতৌদির নাতনি সারা আলি খানের দিকে চোখ আটকে গিয়েছে গিলের। অভিনেত্রী সারা ও শুভমনকে রেস্তরাঁয় বসে খাওয়া দাওয়া করতে দেখা গিয়েছে একাধিকবার। তবে দু’জনের মধ্যে সম্পর্ক রয়েছে বলে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে দুই সারাকে নিয়ে ফ্যানদের কনফিউশন বেশ উপভোগ করেন গিল। ভ্যালেন্টাইন্স ডে-র পোস্টে তা ভালোমতোই বোঝা গিয়েছে।

কফির কাপ হাতে নিয়ে ভ্যালেন্টাইন্স ডে-র দিনে যে ছবিটি শুভমন পোস্ট করেছেন, সেটি অবশ্য পুরনো ছবি। কারণ ছবিটি লন্ডনের এক রেস্তরাঁর। আর শুভমন এখন দেশে রয়েছেন। তাহলে সচিনকন্যার সঙ্গে প্রেমটা নিশ্চিত হল কীভাবে? আসলে লন্ডনের ওই একই রেস্তরাঁয় একই টেবিলে, একই চেয়ারে বসে বেশ কিছুদিন আগে ছবি পোস্ট করেছিলেন সারা তেন্ডুলকর। এ বার যদি বলেন, একই রেস্তরাঁয় কি দু’জন যেতে পারেন না? নিশ্চয় পারেন। কিন্তু পিছনের টেবিলে বসে থাকা কাস্টমার তো এক হতে পারেন না। অতীতে সারার পোস্ট করা ছবি ও ভ্যালেন্টাইন্স ডে-র দিন শুভমনের আপলোড করা ছবির ব্যাকগ্রাউন্ডে একই মহিলা বসে রয়েছেন। আর প্রেম যদি নাই থাকে, তাহলে প্রেম দিবসে সারার তুলে দেওয়া ছবিটিই কেন পোস্ট করবেন শুভমন?



Leave a Reply