Cheteshwar Pujara Love Story: মুঝসে শাদি করোগি…ঘণ্টা দুয়েকের আলাপ, প্রেমদিবসের প্রাক্কালে চারহাত এক হয় পূজারা-পূজার


TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Feb 14, 2023 | 10:00 AM

প্রেমের চেয়ে সুন্দর আর কিছু হয় না। আবার প্রেমের মতো ঝুঁকি আর কিছুতে নেই। মিয়াঁ-বিবি রাজি হলেও এতে হুমকি থাকে। চোখরাঙানি থাকে। কথা না শুনলে বেদম প্রহারও জোটে অনেক সময়। ঘরবন্দি, ফোন কেড়ে নেওয়া, পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেবে দাদ্দারা— আরও কত কত কী! প্রেমের জয় বোধহয় এখানেই। প্রতিবন্ধকতার পাহাড় ঠেলে, অসংখ্য বিনিদ্র রজনী পেরিয়ে প্রেম ঠিক আলোয় এসে পা দেয়। প্রেমিক-প্রেমিকা থেকে মিয়াঁ-বিবি হয়ে যান তাঁরা। কিন্তু ভুলে যান কি প্রেমের সেই যন্ত্রণাময় দিনগুলো? ভরা ফ্রেব্রুয়ারি (Valentines Week) মানে হিমেল বাতাসে প্রেমের গন্ধ। বসন্ত এসে গ্যাছে! আর এই বসন্তে বাছাই কিছু প্রেমের গল্প তুলে ধরল TV9 Bangla। সপ্তম কিস্তিতে ক্রিকেটার চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) প্রেমকাহিনি।

Feb 14, 2023 | 10:00 AM

ভারতীয় ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল চেতেশ্বর পূজারা বরাবরই লাজুক প্রকৃতির। আবার তিনিই প্রেমে পড়েছিলেন প্রথম দেখায়। সম্বন্ধ দেখতে গিয়ে একান্তে ঘণ্টা দুয়েক ধরে মেয়েটির সঙ্গে গল্প করেছিলেন চেতেশ্বর। ওইটুকু সময়েই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেন পূজারা। (ছবি:ইনস্টাগ্রাম)

ভারতীয় ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল চেতেশ্বর পূজারা বরাবরই লাজুক প্রকৃতির। আবার তিনিই প্রেমে পড়েছিলেন প্রথম দেখায়। সম্বন্ধ দেখতে গিয়ে একান্তে ঘণ্টা দুয়েক ধরে মেয়েটির সঙ্গে গল্প করেছিলেন চেতেশ্বর। ওইটুকু সময়েই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেন পূজারা। (ছবি:ইনস্টাগ্রাম)

সেই সিদ্ধান্ত যে কতটা ঠিক ছিল তা আজ উপলব্ধি করতে পারছেন পূজারা। বিয়ের দশবছর পূর্ণ হওয়ায় একটি রোম্যান্টিক ভিডিয়ো তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন পূজারা। ভিডিয়োতে স্ত্রী পূজার সঙ্গে বেশ কিছু অদেখা ছবি রয়েছে। ক্যাপশনে লিখেছেন, "আমার সবথেকে সুন্দর সিদ্ধান্তের ১০ বছর।"  (ছবি:ইনস্টাগ্রাম)

সেই সিদ্ধান্ত যে কতটা ঠিক ছিল তা আজ উপলব্ধি করতে পারছেন পূজারা। বিয়ের দশবছর পূর্ণ হওয়ায় একটি রোম্যান্টিক ভিডিয়ো তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন পূজারা। ভিডিয়োতে স্ত্রী পূজার সঙ্গে বেশ কিছু অদেখা ছবি রয়েছে। ক্যাপশনে লিখেছেন, “আমার সবথেকে সুন্দর সিদ্ধান্তের ১০ বছর।” (ছবি:ইনস্টাগ্রাম)

পূজারার স্ত্রী হলেন পূজা পাবরি। পূজার গুজরাটের জামনগরের বাড়িতে মা ও বাবাকে নিয়ে মেয়ে দেখতে যান লাজুক স্বভাবের চেতেশ্বর। এক পারিবারিক বন্ধু মারফত পূজার পরিবারের কাছে সম্বন্ধ যায় ভারতীয় দলের ক্রিকেটারের তরফে।  (ছবি:ইনস্টাগ্রাম)

পূজারার স্ত্রী হলেন পূজা পাবরি। পূজার গুজরাটের জামনগরের বাড়িতে মা ও বাবাকে নিয়ে মেয়ে দেখতে যান লাজুক স্বভাবের চেতেশ্বর। এক পারিবারিক বন্ধু মারফত পূজার পরিবারের কাছে সম্বন্ধ যায় ভারতীয় দলের ক্রিকেটারের তরফে। (ছবি:ইনস্টাগ্রাম)

বিয়েতে আর দেরি করেননি। ২০১২ সালে সাতপাকে বাঁধা পড়েন দু'জনে। রিসেপসনে আমন্ত্রিত ছিল পুরো ভারতীয় দল। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রস্তুতিতে মগ্ন ভারতীয় দল বৌভাতে যেতে পারেনি।(ছবি:টুইটার)

বিয়েতে আর দেরি করেননি। ২০১২ সালে সাতপাকে বাঁধা পড়েন দু’জনে। রিসেপসনে আমন্ত্রিত ছিল পুরো ভারতীয় দল। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রস্তুতিতে মগ্ন ভারতীয় দল বৌভাতে যেতে পারেনি।(ছবি:টুইটার)

এই দশ বছরের মধ্যে চেতেশ্বর ও পূজার মধ্যে প্রেম বেড়েছে বই কমেনি। তারই মধ্যে পূজারা পরিবারের ঘর আলো করে এসেছে ছোট্ট অদিতি। খারাপ ফর্ম নিয়ে যুঝতে থাকা স্বামীর পাশে সবসময় থেকেছেন পূজা। পরিবারই পূজির বড় শক্তি।(ছবি:টুইটার)

এই দশ বছরের মধ্যে চেতেশ্বর ও পূজার মধ্যে প্রেম বেড়েছে বই কমেনি। তারই মধ্যে পূজারা পরিবারের ঘর আলো করে এসেছে ছোট্ট অদিতি। খারাপ ফর্ম নিয়ে যুঝতে থাকা স্বামীর পাশে সবসময় থেকেছেন পূজা। পরিবারই পূজির বড় শক্তি।(ছবি:টুইটার)

পূজারার স্ত্রী হলেন বিউটি উইদ ব্রেন। ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন। রাজস্থানের মাউন্ট আবুর এক স্কুল থেকে পড়াশোনা তাঁর। এমবিএ করে মুম্বইয়ের এক মাল্টি ন্যাশনাল কোম্পানিকে এইচআর হেড হিসেবে কাজ করেছেন।(ছবি:টুইটার)

পূজারার স্ত্রী হলেন বিউটি উইদ ব্রেন। ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন। রাজস্থানের মাউন্ট আবুর এক স্কুল থেকে পড়াশোনা তাঁর। এমবিএ করে মুম্বইয়ের এক মাল্টি ন্যাশনাল কোম্পানিকে এইচআর হেড হিসেবে কাজ করেছেন।(ছবি:টুইটার)

পড়াশোনায় অত্যন্ত ভালো ছিলেন পূজা। একটা সময় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বড় পদে কাজ করতেন। পূজা ও পূজারার কাজের ক্ষেত্র আলাদা হলেও সংসার বাঁধায় সমস্যা হয়নি। (ছবি:টুইটার)

পড়াশোনায় অত্যন্ত ভালো ছিলেন পূজা। একটা সময় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বড় পদে কাজ করতেন। পূজা ও পূজারার কাজের ক্ষেত্র আলাদা হলেও সংসার বাঁধায় সমস্যা হয়নি। (ছবি:টুইটার)

স্বামীকে চিয়ার করতে সর্বদা মাঠে থাকার চেষ্টা করেন পূজা। কখনও সঙ্গে থাকে মেয়ে অদিতিও। একছাদের তলায় দশ বছর পূর্ণ হয়েছে। এভাবেই প্রেম, ভালোবাসায় কাটিয়ে দিতে চান পূজারা ও পূজা।(ছবি:টুইটার)

স্বামীকে চিয়ার করতে সর্বদা মাঠে থাকার চেষ্টা করেন পূজা। কখনও সঙ্গে থাকে মেয়ে অদিতিও। একছাদের তলায় দশ বছর পূর্ণ হয়েছে। এভাবেই প্রেম, ভালোবাসায় কাটিয়ে দিতে চান পূজারা ও পূজা।(ছবি:টুইটার)


Most Read Stories

Leave a Reply