Hardik Pandya Marriage: প্রেমদিবসে সাতপাকে হার্দিক-নাতাশা, উদয়পুরে হাজির গোটা পরিবার


ভারতীয় ক্রিকেটে ফের বিয়ের সানাই। সম্প্রতি ধুমধাম করে বিয়ে সেরেছেন লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল এবং জয়দেব উনাদকট। আজই হয়তো দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া।

Image Credit source: Twitter

উদয়পুর: শহর জুড়ে আজ প্রেমের মরসুম। আকাশে বাতাসে, চারিদিকে প্রেম প্রেম ভাব। আজ যে ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day 2023)। আর এই প্রেম দিবসে সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। আড়াই বছরের ছেলে অগস্ত্যকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসবেন হার্দিক-নাতাশা (Hardik Natasa Marriage)। যেমন তেমন নয়, দ্বিতীয়বার হলেও উদয়পুরে ডেস্টিনেশন ওয়েডিং সারবেন যুগলে। সোমবার হার্দিক ও নাতাশার পরিবার রাজস্থান পৌঁছে গিয়েছে। বিমানবন্দরে হার্দিক, নাতাশা, ক্রুণাল ও তাঁর স্ত্রী পঙ্খুড়ি এবং পরিবারের অন্যান্য সদস্যদের দেখা গিয়েছে। হার্দিকের পরণে ছিল কালো পোশাক। সূত্রের খবর, উদয়পুরের কোনও এক স্বপ্নের লোকেশনে সন্তানকে নিয়েই সাতপাকে বাঁধা পড়বেন হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচ। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।

ভারতীয় ক্রিকেটের বর্ণময় চরিত্র হার্দিক পাণ্ডিয়া। লার্জার দ্যান লাইফে বিশ্বাস রাখেন। দামি ঘড়ি পরেই অপারেশন টেবিলে দেখা যায় তাঁকে। ব্যক্তিগত জেট রয়েছে। কেরিয়ার ও সংসার জীবনও চলছে তরতরিয়ে। লকডাউনের সময় তড়িঘড়ি আইনি বিয়ে করলেও মন ভরেনি। তাই সন্তান জন্মের আড়াই বছর পর মন মাতানো লোকেশনে, বিয়ের দামি পোশাকে বিদেশি বউয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন হার্দিক। ক্রিকেট জগতে এক পুরুষদের একাধিক বিয়ে সম্পর্ক দেখা গিয়েছে। কিন্তু এক মহিলাকে দু’বার বিয়ে বোধহয় এই প্রথম। সেদিক থেকে উদাহরণ হয়ে থাকবে হার্দিক-নাতাশার বিয়ে। ধুমধাম করে বিয়ের জন্য প্রেম দিবসকেই বেছে নিয়েছেন যুগলে।

১৩ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার থেকে শুরু হয়ে যাবে বিয়ের অনুষ্ঠান। হিন্দু রীতিনীতি মেনে গায়ে হলুদ থেকে মেহেন্দি, সঙ্গীত কোনও কিছুই বাদ পড়বে না। হার্দিকের বিয়ে নিয়ে নেটপাড়ায় বেশ উত্তেজনা তৈরি হয়েছে। বর-বধূর বেশে হার্দিক নাতাশাকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। জানা গিয়েছে, ট্র্যাডিশনার রীতি অনুযায়ী বিয়ের পর পশ্চিমী রীতিতেও বিয়ে করবেন হার্দিক-নাতাশা। বিয়েতে ক্রিকেট জগতের ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন কি না জানা নেই। কারণ ভারতীয় দল এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলতে ব্যস্ত। যাই হোক, সারা দেশের নজর আজ উদয়পুরের দিকে।



Leave a Reply