Women’s T20 World Cup 2023: আউট হলেই কাঁড়ি কাঁড়ি টাকা, স্পট ফিক্সিংয়ে জড়ালেন বাংলাদেশের ক্রিকেটার!


বড়সড় কেলেঙ্কারির মুখে পড়ে মুখ লুকোনোর জায়গা খুঁজে পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের মঞ্চে স্পট ফিক্সিংয়ের (Spot Fixing) মতো ঘৃণ্য কাজে জড়িয়েছেন এক বাংলাদেশি ক্রিকেটার।

Image Credit source: Twitter

কেপটাউন: স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে মুখ পুড়ল বাংলাদেশ ক্রিকেটের (Bangladesh Cricket)। তাও আবার টি-২০ বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আইসিসি ইভেন্টে! দক্ষিণ আফ্রিকায় চলছে মেয়েদের টি-২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2023)। দুটি ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা ঘিরে ধরেছে বাংলাদেশকে। তার মধ্যেই বড়সড় কেলেঙ্কারির মুখে পড়ে মুখ লুকোনোর জায়গা খুঁজে পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের মঞ্চে স্পট ফিক্সিংয়ের (Spot Fixing) মতো ঘৃণ্য আচরণে জড়িয়েছেন এক বাংলাদেশি ক্রিকেটার। ফাঁস হয়ে গিয়েছে স্পট ফিক্সিং নিয়ে কথোপকথনের ভিডিয়ো। যা শুনে চোখ কপালে উঠেছে ক্রিকেট বিশ্বের। দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপে স্পট ফিক্সিংয়ের ঘটনা সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে ক্রিকেট বিশ্বে। পুরো ঘটনাটি কী? তুলে ধরল TV9 Bangla

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। ম্যাচটি ৭ উইকেটে হেরে যায় বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচটিও ৮ উইকেটে পরাজয়ের মুখ দেখেছেন নিগার সুলতানারা। ঘটনাটি শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচের। কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে খেলা নিজেদের প্রথম ম্যাচে ১৩ বলে ১১ রান করেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার লতা মণ্ডল। লতা জানান, ম্যাচের আগে তাঁর কাছে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব এসেছিল। নিজেরই দেশের ক্রিকেটারের কাছে এই প্রস্তাব রেখেছিলেন সেদেশের সিনিয়র ক্রিকেটার শোলে আখতার। বাংলাদেশের এই অফস্পিনার টি-২০ বিশ্বকাপ দলে নেই। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের প্রথম ম্যাচের আগে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব নিয়ে দলেরই অনুজ ক্রিকেটারের কাছে পৌঁছে যায় শোলে আখতার।

লতা মণ্ডলের সঙ্গে শোলে আখতারের ফোনে কথোপকথনের অডিয়ো বাংলাদেশের চ্যানেল যমুনা টিভি ফাঁস করে দিয়েছে। অডিয়োতে শোনা যাচ্ছে, লতাকে স্পট ফিক্সিংয়ে যোগ দেওয়ার জন্য তাতাচ্ছে শোলে আখতার নামে ওই ক্রিকেটার। তড়িঘড়ি আউট হলেই কাঁড়ি কাঁড়ি টাকার লোভনীয় প্রস্তাব দেওয়া হয়। যদিও সেই প্রস্তাবে পা দেননি লতা মণ্ডল। প্রস্তাব নাকচ করে দিয়ে মুখের উপর বলে দেন যে ভবিষ্যতে তাঁকে যেন এসবের মধ্যে না টানা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়টির জানার অব্যবহিত পরেই আইসিসি অ্যান্টি কোরাপশন ইউনিটকে জানায়। এসিইউ বিষয়টির তদন্ত শুরু করেছে।

Leave a Reply