‘আমাদের ভুল, সবচেয়ে খারাপ শুরু’, দিন শেষে মূল্যায়ন বাংলার


Bengal vs Saurashtra, Ranji Trophy Final: টসে হেরে ব্যাট করতে নেমেছিল বাংলা। সৌরাষ্ট্র আক্রমণে দুই বাঁ হাতি পেসার। তাদের জন্য় পর্যাপ্ত প্রস্তুতিও সেরেছিল বাংলা। ইনিংসের প্রথম ওভারেই অভিমন্যু ঈশ্বরণের উইকেট হারায় বাংলা। দ্বিতীয় ওভারে জোড়া উইকেট নেন চেতন সাকারিয়া। মাত্র ২ রানে ৩ উইকেট হারানো।

কলকাতা : ঘরের মাঠে ম্যাচ। রঞ্জি ফাইনালের আগে আত্মবিশ্বাসে ভরপুর ছিল বাংলা শিবির। প্রথম দিনের খেলা শেষেও একই আত্মবিশ্বাস। পারফরম্য়ান্সে যদিও তার ছাপ পাওয়া গেল না। ইডেনের পিচ কি আনপ্লেয়েবল? বাংলার ব্য়াটিং দেখে এমন মনে হতেই পারে। কিন্তু সৌরাষ্ট্র যে ভাবে ব্য়াট করল, তাতে ধারনাটা বদলেও যেতে পারে। প্রথম সেশনেই ম্যাচ থেকে কার্যত হারিয়ে যায় বাংলা। দিনের শেষে কোনও দলকেই এগিয়ে পিছিয়ে রাখা যাচ্ছে না। বাংলা শিবির অবশ্য প্রত্যাবর্তনের বিষয়ে আশাবাদী। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ম্যাচের রং বদলে যেতে পারে, এমনটাই বিশ্বাস বাংলা শিবিরে। দিন শেষে বাংলা অধিনায়ক মনোজ তিওয়ারি বাস্তবটা স্বীকার করে নিলেন। বিস্তারিত TV9Bangla-য়।

টসে হেরে ব্য়াট করতে নেমেছিল বাংলা। সৌরাষ্ট্র আক্রমণে দুই বাঁ হাতি পেসার। তাদের জন্য় পর্যাপ্ত প্রস্তুতিও সেরেছিল বাংলা। ইনিংসের প্রথম ওভারেই অভিমন্য়ু ঈশ্বরণের উইকেট হারায় বাংলা। দ্বিতীয় ওভারে জোড়া উইকেট নেন চেতন সাকারিয়া। মাত্র ২ রানে ৩ উইকেট হারানো। দিনের খেলা শেষে বাংলা অধিনায়ক মনোজ তিওয়ারি বলেন, ‘প্রথম ওভারে উইকেট, পরের ওভারে ২ উইকেট। ১০-১৫ রান ওঠার পরই আমিও আউট হয়ে গেলাম। এই মরসুমে সবচেয়ে খারাপ শুরু আমাদের। অনেক সময় ব্য়াটিং দেখে মনে হয়, পিচ আনপ্লেয়েবল। আমাদের অ্যাপ্লিকেশনে ভুল ছিল।’

এখান থেকে কী ভাবে প্রত্য়াবর্তন সম্ভব? বাংলা অধিনায়ক বলছেন, ‘এই মরসুমে অনেক ম্যাচেই আমরা কামব্য়াক করেছি। এখান থেকেও কামব্য়াক সম্ভব। ঘুরে দাঁড়ানোর জন্য় আমাদের ৮টি উইকেট নেওয়ার মতো ডেলিভারি চাই। অনেক সময় ২০ ওভারেও ৮ উইকেট পড়তে পারে, আবার অনেক সময় ৫ ওভারেও। কাল প্রথম সেশনটা আমাদের জন্য় খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ইনিংসে ব্য়াটিং যেমন ভালো হয়নি, বোলাররাও ভালো শুরু দিতে পারেনি। প্রচুর খারাপ ডেলিভারি হয়েছে। তবে ভুললে চলবে না, ওরা এই মরসুমে খুবই ভালো পারফর্ম করেছে। কাল আমাদের মাথায় রাখতে হবে, প্রথম সেশনে উইকেট নিতে হবে, কিন্তু রান দেওয়া চলবে না। এখান থেকেও ঘুরে দাঁড়ানো সম্ভব। আমরা পুরোপুরি আশাবাদী।’ সৌরাষ্ট্রকে দ্রুত আউট করে প্রথম ইনিংসে লিড নেওয়াও সম্ভব বলে মনে করেন বাংলা অধিনায়ক।

Leave a Reply