Bengal vs Saurashtra, Ranji Trophy Final: ক্রিজে রয়েছেন শাহবাজ আহমেদ আর অভিষেক পোড়েল। ফাইনালের মঞ্চে ব্যাট করতে নেমেই ভয়ডরহীন ব্যাটিং শুরু করলেন শাহবাজ। স্কোরবোর্ডে দ্রুত রান তুলতে থাকলেন শাহবাজ।
Image Credit source: OWN Photograph
কলকাতা: সকাল থেকে ইডেন জুড়ে সাজ সাজ রব। সিএবি কর্তা থেকে প্রাক্তন ক্রিকেটারদের আনাগোনা। শহরে ক্রিকেট উত্তাপ থাকলে, উৎসুকদের ভিড়ও হয় দেখার মতো। বাংলা রঞ্জি ট্রফির ফাইনালে, গ্যালারিতে হাজির বাংলার ক্রিকেটপ্রেমীরা। শীত এখনও শহর থেকে পুরোপুরি যায়নি। তার মাঝেই আড়মোরা ভেঙে নন্দনকাননে রংচঙে মুখে ভিড় জমালেন আট থেকে আশি। বাউন্ডারি লাইনের বাইরে রাখা রঞ্জি ট্রফি। যে ট্রফির খোঁজে ৩৩ বছর ধরে অপেক্ষারত বাংলা। ইডেন বেল বাজিয়ে ইনিংসের সূচনা করলেন বাংলার শেষ রঞ্জিজয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়। টসে জিতে বাংলাকে ব্যাট করতে পাঠাল সৌরাষ্ট্র। সবুজ পিচে মনোজদের স্বাগত জানালেন উনাদকাট, সাকারিয়ারা। ইডেনের বাইশ গজে যে গতির ঝড় উঠতে চলেছে, তা আন্দাজই করা গিয়েছিল। বিস্তারিত TV9Bangla-য়।
রঞ্জি ফাইনালের মতো মঞ্চে বাংলার জার্সিতে অভিষেক হল সুমন্ত গুপ্তর। সারা মরসুম যে ওপেনিং সমস্যা ভুগিয়েছে, ফাইনালেও সেই ওপেনিং সমস্যা পিছু ছাড়ল না। উনাদকাট, সাকারিয়াদের আগুনে পেসে ছারখার বাংলার টপ অর্ডার। প্রথম ওভারেই আউট অভিমন্যু ঈশ্বরন। কোনও রান না করে শর্ট লেগে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ঈশ্বরন। পরের ওভারে বল করতে এসে দুটো উইকেট তুলে নেন চেতন সাকারিয়া। আইপিএলের আসরে রাজস্থান, দিল্লির হয়ে আগুন ঝরিয়েছেন। ইডেনে রঞ্জির ফাইনালেও সুমন্ত, সুদীপদের চোখে সর্ষে ফুল দেখিয়ে ছাড়লেন সাকারিয়া। সুদীপ ঘরামি আউট শূন্য রানে। নবাগত সুমন্ত ফিরলেন ব্যক্তিগত ১ রানে। রঞ্জি ফাইনালের মতো আসরে কেন সুমন্তর মতো নবাগতকে খেলাল টিম ম্যানেজমেন্ট তা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য।
অধিনায়ক মনোজ তিওয়ারি আউট হলেন ৭ রানে। রাউন্ড দ্য উইকেটে বল করতে এসেই মনোজকে প্যাভিলিয়নে পাঠালেন সৌরাষ্ট্রের অধিনায়ক উনাদকাট। ইডেনের বাইশ গজ তাঁর কাছে অত্যন্ত পরিচিত। কেকেআরে খেলার সুবাদে ভালোই জানেন নন্দনকাননের উইকেটের চরিত্র। আর তাতেই ফেরত পাঠালেন একদা সতীর্থকে। সারা মরসুমে বাংলাকে ভরসা জোগানো অনুষ্টুপ মজুমদারও ব্যাট হাতে ব্যর্থ। এ দিনও শুরুটা ভালো করেছিলেন রুকু। চিরাগ জানির বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ১৬ রানে ফিরে যান অনুষ্টুপ। প্রদীপ্ত প্রামাণিকের জায়গায় রঞ্জি ফাইনালে খেলতে নামা আকাশ ঘটক আউট হলেন ব্যক্তিগত ১৭ রানে। তাঁকে ফেরালেন সাকারিয়া।
ক্রিজে রয়েছেন শাহবাজ আহমেদ আর অভিষেক পোড়েল। ফাইনালের মঞ্চে ব্যাট করতে নেমেই ভয়ডরহীন ব্যাটিং শুরু করলেন শাহবাজ। স্কোরবোর্ডে দ্রুত রান তুলতে থাকলেন শাহবাজ। জ্বর থাকায় দু’দিন আগেও অনুশীলনে আসতে পারেননি। এমনকি বুধবারও সে ভাবে নেট সেশন করেননি। আপাতত তাঁর কাঁধে ভর করেই স্বপ্ন জিইয়ে রেখেছে বঙ্গব্রিগেড। মধ্যাহ্নভোজ পর্যন্ত বাংলার স্কোর ৭৮-৬। ২৬ রানে ব্যাটিং করছেন শাহবাজ।