ঘরের মাঠে রানে ফিরতে মরিয়া, আবেগে আপ্লুত কিং কোহলি কী বললেন?


২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে দিল্লির এই অরুণ জেটলি স্টেডিয়ামে শেষ টেস্ট খেলেছে ভারত। সেই ম্যাচেও ২৪৩ রানের দুরন্ত ইনিংস খেলেন বিরাট।

Image Credit source: Twitter

নয়াদিল্লি: প্রায় এগারো বছর আগে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে বিরাট কোহলির (Virat Kohli)। কেরিয়ারের ১০২ নম্বর ম্যাচে শুক্রবার আবার মাঠে নামতে চলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। কাকতালীয় ভাবে অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে এই ম্যাচটি কোহলির ঘরের মাঠ, অর্থাৎ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা হবে। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে দিল্লির এই অরুণ জেটলি স্টেডিয়ামে শেষ টেস্ট খেলেছে ভারত। সেই ম্যাচেও ২৪৩ রানের দুরন্ত ইনিংস খেলেন বিরাট। কোটলার মাঠ থেকে শেষ তিনটি টেস্ট ম্যাচ খেলে ৪৬৩ রান পেয়েছেন যার গড় ৭৭.৮৩। দিল্লির এই মাঠ যে তাঁকে তাতিয়ে দেয়, রেকর্ডেই পরিষ্কার। কাজেই বিরাটের ক্ষেত্রে আবেগপ্রবণ ম্যাচ হতে চলেছে এটি। এ বিষয়ে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আবেগে আপ্লুত হয়ে কি লিখলেন কোহলি? তুলে ধরল TV9 Bangla

কী বললেন বিরাট? ইন্সটা স্টোরিতে তিনি লিখেছেন, ‘দীর্ঘদিন পর আবার দিল্লির স্টেডিয়ামে নামব। নস্টালজিক লাগছে।’ দিল্লির ছেলে বিরাটের উত্থান ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম থেকেই। প্রচুর ম্যাচ খেলেছেন ওই মাঠে। প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ফেলে আসা মুহূর্ত উপভোগ করতে চান ভিকে। ছবিতে দেখা গিয়েছে নিজেই গাড়ি চালিয়ে স্টেডিয়ামে যাচ্ছেন বিরাট। সকাল সকাল স্টেডিয়ামে পৌঁছে অনুশীলন শুরু করে দেন তিনি।

বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে সে রকম ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি বিশ্বের প্রাক্তন এক নম্বর ব্যাটার। মাত্র ১২ রান করেই দুর্ভাগ্যজনক ভাবে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। ব্যাট হাতে তাঁর সে রকম অবদান না থাকলেও প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে ইনিংস এবং ১৩২ রানে পরাজিত করেছে ভারত। ব্যাট হাতে বেশ কিছু রেকর্ডের মালিক কিং কোহলি। অধিনায়ক হিসেবে ভারতের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার নজির গড়েছেন তিনি। ২০১৪ থেকে ২০২২ সাল অবধি কোহলির অধিনায়কত্বে ৬৮টি ম্যাচ খেলেছে ভারত। যার মধ্যে ৪০টি জিতেছে, ১৭টি হেরেছে এবং ১১টি টেস্ট ড্র করেছে ভারত। সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড পরিসংখ্যানে কোহলির পরে যথাক্রমে দুই প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের রয়েছেন। এ ছাড়াও ভারতীয় ব্যটার হিসেবে সর্বোচ্চ সংখ্যক ডাবল সেঞ্চুরি করার নজিরও গড়েছেন ৩৪ বছর বয়সী এই তারকা ব্যাটার।

প্রথম টেস্টে ভরাডুবির পর জয়ের ছন্দে ফিরতে চাইবে অজিরা। দ্বিতীয় টেস্টে নতুন কিছু পরিকল্পনা নিয়ে মাঠে নামবেন কামিন্সরা। লেগ স্পিনার মিচেল সয়েপসনের বদলে দলে আসছেন ম্যাথেউ কুহনমান। ক্যামেরুন গ্রিন এখনও নিশ্চিত নন এই টেস্টে। তাঁর পরিবর্ত হিসেবে হয়তো ট্রেভিস হেডকে দলে রাখতে পারেন অজি নির্বাচকরা। অন্য দিকে, ভারতের শ্রেয়স আইয়ারের ম্যাচে ফেরা কার্যত নিশ্চিত। এমনকি ওপেনার কেএল রাহুলের জায়গায় দলে শুভমন গিলকে দলে নেওয়ার কথা ভাবছেন ভারতীয় নির্বাচকরা। এই মুহূর্তে স্বপ্নের ফর্মে রয়েছে ২২বছরের এই পঞ্জাবি ব্যাটার। বিরাট কোহলির রানে ফেরার খিদে, অস্ট্রেলিয়ার জয়ে ফেরার খিদে সব মিলিয়ে প্রবল উত্তেজনাপ্রবন হতে চলেছে দিল্লি টেস্ট।

Leave a Reply