পূজারার মাইলফলক টেস্ট, তিন স্পিনারে নামতে পারে অজিরা


India vs Australia, 2nd TEST Preview: ভারতীয় দলেরও এই ম্যাচে নানা মাথা ব্যাথা রয়েছে। যদিও একাদশ নির্বাচন নিয়ে। শ্রেয়স আইয়ার ফিট। প্রথম টেস্টে অভিষেক হয়েছিল সূর্যকুমার যাদবের। টি-টোয়েন্টি ফরম্য়াটে বিশ্বের অন্য়তম বিধ্বংসী ক্রিকেটার। প্রথম ম্য়াচে অবশ্য় রান পাননি। শ্রেয়স আইয়ার ফিরলে জায়গা ছাড়তে হতে পারে সূর্যকে। ওপেনিং স্লট নিয়ে অস্বস্তি থাকলেও বদলের সম্ভাবনা ক্ষীণ।

পিচ পরিদর্শনে কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা।

Image Credit source: PTI

নয়াদিল্লি : কুম্বলের পারফেক্ট টেনের মাঠ। এখন অরুণ জেটলি স্টেডিয়াম নাম হলেও অনের বেশি পরিচিত ফিরোজ শাহ কোটলা হিসেবে। নয়াদিল্লির এই মাঠেই ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে, এই সিরিজ জিততেই হবে। উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। টানা দ্বিতীয় বার ফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের। এর জন্য় এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। ফাইনালে নিশ্চিত অস্ট্রেলিয়া। দ্বিতীয় দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে ভারত। নাগপুরে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৩২ রানের ব্য়বধানে হারিয়েছিল। বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টের প্রিভিউ TV9Bangla-য়।

প্রথম টেস্টে দাপট ছিল স্পিনের। ভারতের স্পিন ত্রয়ীর বিরুদ্ধে জ্বলে উঠতে ব্যর্থ অজি ব্য়াটাররা। মূলত দাপট দেখিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা। অজি শিবির দুই স্পিনার খেলিয়েছিল। অভিজ্ঞ নাথান লিয়ঁ ব্য়র্থ। অভিষেককারী টড মার্ফি নেন ৭ উইকেট। দিল্লি টেস্টে তিন স্পিনার খেলানোর ভাবনায় অজি শিবির। লেগ স্পিনার মিচেল সোয়েপসন ছিটকে যাওয়ায় তড়িঘড়ি ডাকা হয়েছিল বাঁ হাতি স্পিনার ম্যাট কুহনেম্য়ানকে। প্রথম টেস্টে ক্য়ামেরন গ্রিন এবং মিচেল স্টার্ককে পায়নি অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচেও এই জুটিকে নিয়ে সন্দেহ রয়েছে। ম্য়াচের আগের দিন এই জুটিকে অনুশীলন করতে দেখা যায়নি। সে কারণেই তিন স্পিনারের ভাবনা উঠছে অজি শিবিরে। তাদের কাছে নতুন কম্বিনেশন! টড মার্ফির জায়গা নিশ্চিত। দিল্লিতে অভিষেক হতে পারে ম্যাট কুহনেম্য়ানের। ভাবনায় রয়েছেন অ্যাস্টন অ্যাগারও।

ভারতীয় দলেরও এই ম্যাচে নানা মাথা ব্যাথা রয়েছে। যদিও একাদশ নির্বাচন নিয়ে। শ্রেয়স আইয়ার ফিট। প্রথম টেস্টে অভিষেক হয়েছিল সূর্যকুমার যাদবের। টি-টোয়েন্টি ফরম্য়াটে বিশ্বের অন্য়তম বিধ্বংসী ক্রিকেটার। প্রথম ম্য়াচে অবশ্য় রান পাননি। শ্রেয়স আইয়ার ফিরলে জায়গা ছাড়তে হতে পারে সূর্যকে। ওপেনিং স্লট নিয়ে অস্বস্তি থাকলেও বদলের সম্ভাবনা ক্ষীণ। লোকেশ রাহুল টানা ব্য়র্থ। তাঁকে হয়তো এই ম্যাচেও সুযোগ দেওয়া হতে পারে। শুভমন গিলকে রিজার্ভ বেঞ্চে কাটাতে হবে সেক্ষেত্রে। ভারতীয় শিবিরে এই টেস্ট ঘিরে উচ্ছ্বাসের কারণও রয়েছে। শততম টেস্ট খেলতে নামছেন চেতেশ্বর পূজারা। মাইলফলকের ম্যাচে উপস্থিত থাকছে পূজারার পরিবারও। আবেগের ভেসে যেতে নারাজ তিনি। মাইলফলকেরও ম্যাচেও দলের জন্য় অবদান রাখাই মূল লক্ষ্য় পূজারার।

Leave a Reply