BEN vs SAU DAY 1 Live: টসে জিতে বাংলাকে ব্যাটিং দিল সৌরাষ্ট্র, সুমন্তর অভিষেক


  • 16 Feb 2023 09:02 AM (IST)

    ম্যাচ শুরু

    জয়দেব উনাদকাট বোলিং, প্রথম বলেই রান। অভিষেক ম্যাচে রানের খাতা খুললেন সুমন্ত গুপ্ত। ইতিবাচক শুরু বাংলার…

  • 16 Feb 2023 09:02 AM (IST)

    চলছে ভোট গ্রহণ

  • 16 Feb 2023 09:01 AM (IST)

    আগরতলায় ভোট দিলেন মুখ্যমন্ত্রী

    আগরতলার একটি বুথে ভোট দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।

  • 16 Feb 2023 09:00 AM (IST)

    আম্পায়াররা মাঠে

    ইডেন বেল বাজিয়ে ম্যাচ শুরুর ইঙ্গিত। বেল বাজালেন শেষ বার রঞ্জি জয়ী বাংলা দলের অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়।

  • 16 Feb 2023 08:54 AM (IST)

    সবুজ উইকেটে স্বাগত…

    মাঠে রোদ। পিচে ঘাস রয়েছে। শুরুর ঘণ্টা সাবধানে খেলতে হবে। টিকিট ছাড়া খেলা দেখার ব্যবস্থা হলেও এখনও অবধি ক্লাব হাউস এবং বি-ব্লকে হাতে গোনা কিছু দর্শক রয়েছে। বেলা বাড়লে হয়তো দর্শক বাড়তে পারে।

  • 16 Feb 2023 08:46 AM (IST)

    একাদশ আপডেট…

    বাংলার একাদশ- মনোজ তিওয়ারি, অভিমন্যু ঈশ্বরণ, সুমন্ত গুপ্ত, সুদীপ কুমার ঘরামি, অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েল, শাহবাজ আহমেদ, আকাশ ঘটক, আকাশ দীপ, মুকেশ কুমার, ঈশান পোড়েল।

    সৌরাষ্ট্র একাদশ- জয়দেব উনাদকাট, অর্পিত বাসভরা, শেল্ডন জ্যাকসন, হার্ভিক দেশাই, প্রেরক মানকড, চিরাগ জনি, ধর্মেন্দ্র জাডেজা, চেতন সাকারিয়া, বিশ্বরাজ সিং জাডেজা, জয় গোহিল, পার্থ ভুত

  • 16 Feb 2023 08:45 AM (IST)

    তিপ্রা মথা নিয়ে চিন্তিত নন মুখ্য়মন্ত্রী

    মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, “সকাল থেকে ভালো ভোট হচ্ছে। পাঁচ বছর অন্তর তিপ্রা মথার মতো এরকম দল আসে৷ ওদের নিয়ে ভাবার কিছু নেই।”

  • 16 Feb 2023 08:39 AM (IST)

    টস আপডেট

    ইডেন গার্ডেন্স থেকে বলছি…। শেষ বার বাংলা যখন চ্যাম্পিয়ন হয়েছিল (১৯৮৯-৯০), সে সময় সম্ভবত শোনার সুযোগই বেশি ছিল। এ বার ম্যাচ দেখার এবং পড়ারও সুযোগ থাকছে। চোখ রাখুন TV9Bangla-র লাইভ ব্লগেও। ফাইনালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল সৌরাষ্ট্র।



  • Leave a Reply