প্রত্যাবর্তনের শপথ নিয়ে নামছে বাংলা


Updated on: Jan 01, 1970 | 5:30 AM

BEN vs SAU DAY 2 Live: প্রত্যাবর্তনের শপথ নিয়ে নামছে বাংলা

Image Credit source: OWN Photograph

কলকাতা: দীর্ঘ ৩৩ বছরের অপেক্ষা কি শেষ হবে? সেই প্রত্যাশাপূরণের পথে প্রথম ধাপ। রঞ্জি ট্রফি ফাইনালে বাংলা বনাম সৌরাষ্ট্র। শেষ বার ১৯৮৯-৯০ মরসুমে রঞ্জি চ্য়াম্পিয়ন হয়েছিল বাংলা। এর পর থেকে কয়েক বার ফাইনালে উঠলেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। এ বার ঘরের মাঠে ফাইনাল। প্রত্যাশা সে কারণেই বেশি। তিন বছর আগে এই সৌরাষ্ট্রের বিরুদ্ধেই ফাইনাল খেলেছিল বাংলা। যদিও সেটা অ্যাওয়ে ম্যাচ। সেই দলের অনেকেই রয়েছেন বর্তমান দলেও। এক দিকে তাঁদের কাছে বদলার ম্যাচ। অন্য দিকে, একটা গর্বের মুহূর্ত উপহার দেওয়ার। অধিনায়ক মনোজ তিওয়ারির এটিই শেষ মরসুম। ট্রফি জিতেই অবসর নিতে চান, সেই লক্ষ্যেই যাত্রা শুরু করেছিল বাংলা। যদিও শুরুটা ভালো হয়নি। টসে হেরে ব্য়াট করে বাংলা। প্রথম ইনিংসে মাত্র ১৭৪ রানেই অলআউট। প্রথম দিন মাত্র ১৭ ওভার ব্যাট করেই ২ উইকেটে ৮১ রান তুলে নিয়েছে সৌরাষ্ট্র। এখনও তারা পিছিয়ে ৯৩ রানে। বাংলা অধিনায়ক মনোজ তিওয়ারি আত্মবিশ্বাসী, এখান থেকেও ঘুরে দাঁড়ানো সম্ভব। ম্যাচের দ্বিতীয় দিনের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।

LIVE Cricket Score & Updates

Leave a Reply