India vs Australia, BGT 2023, Live Score in Bengali: দেখুন ভারত (India) বনাম অস্ট্রেলিয়ার (Australia) দ্বিতীয় টেস্ট (2nd Test) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
Image Credit source: গ্রাফিক্স: টিভি৯ বাংলা
LIVE Cricket Score & Updates
-
17 Feb 2023 08:34 AM (IST)
মাইলস্টোন ম্যাচে পূজারা
মাইলস্টোন ম্যাচে চেতেশ্বর পূজারা। ট্রিবিউট দিলেন সতীর্থরা।
‘A journey full of hard-work, persistence & grit’ 🙌 🙌
𝗗𝗢 𝗡𝗢𝗧 𝗠𝗜𝗦𝗦: Wishes & tributes pour in as #TeamIndia congratulate the ever-so-gutsy @cheteshwar1 ahead of his 💯th Test 👏 👏
Watch the SPECIAL FEATURE 🎥 🔽 #INDvAUS https://t.co/d0a2LjFyGh pic.twitter.com/lAFpNcI7SF
— BCCI (@BCCI) February 16, 2023
নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে, এই সিরিজ জিততেই হবে। উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। টানা দ্বিতীয় বার ফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের। এর জন্য় এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। ফাইনালে নিশ্চিত অস্ট্রেলিয়া। দ্বিতীয় দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে ভারত। নাগপুরে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৩২ রানের ব্য়বধানে হারিয়েছিল। প্রথম টেস্টে দাপট ছিল স্পিনের। ভারতের স্পিন ত্রয়ীর বিরুদ্ধে জ্বলে উঠতে ব্যর্থ অজি ব্য়াটাররা। মূলত দাপট দেখিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা। অজি শিবির দুই স্পিনার খেলিয়েছিল। অভিজ্ঞ নাথান লিয়ঁ ব্য়র্থ। অভিষেককারী টড মার্ফি নেন ৭ উইকেট। দিল্লি টেস্টে তিন স্পিনার খেলানোর ভাবনায় অজি শিবির। ভারতীয় দলেরও এই ম্যাচে নানা মাথা ব্যাথা রয়েছে। যদিও একাদশ নির্বাচন নিয়ে। শ্রেয়স আইয়ার ফিট। প্রথম টেস্টে অভিষেক হয়েছিল সূর্যকুমার যাদবের। টি-টোয়েন্টি ফরম্য়াটে বিশ্বের অন্য়তম বিধ্বংসী ক্রিকেটার। প্রথম ম্য়াচে অবশ্য় রান পাননি। শ্রেয়স আইয়ার ফিরলে জায়গা ছাড়তে হতে পারে সূর্যকে। ওপেনিং স্লট নিয়ে অস্বস্তি থাকলেও বদলের সম্ভাবনা ক্ষীণ।
Published On – Feb 17,2023 8:30 AM