ATK Mohun Bagan: আইএসএলের ইতিহাসে কেরালা ব্লাস্টার্সের কাছে কখনও হারেনি এটিকে মোহনবাগান। এ বারের প্রথম লেগেও পিছিয়ে পড়ে অনবদ্য় জয় ছিনিয়ে নিয়েছিল। অ্যাওয়ে ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন দিমিত্রি পেত্রাতোস। এ দিন জোড়া গোলে জেতালেন হুগো বোমাস।
Image Credit source: twitter
কলকাতা : টানা পয়েন্ট নষ্ট করে ইন্ডিয়ান সুপার লিগে চাপে ছিল এটিকে মোহনবাগান। কিছুদিন আগেও মনে হয়েছিল প্লে-অফে যাওয়া যেন সময়ের অপেক্ষা তাদের। তবে গোল নষ্টের খেসারত দিতে হয়েছিল গত কয়েক ম্যাচে। বাকি ছিল আর দুটি ম্য়াচ। প্লে-অফ নিশ্চিত করতে অন্তত তিন পয়েন্ট প্রয়োজন ছিল এটিকে মোহনবাগানের। ডার্বির আগে তিন পয়েন্ট নিয়ে স্বস্তিতে সবুজ মেরুন। তাদের প্লে-অফও নিশ্চিত হল। কিছুটা চিন্তা থাকল হুগো বোমাসকে নিয়ে। চোট সারিয়ে এ দিনই ফিরেছিলেন হুগো বোমাস। ফের চোট পেলে হুগো। কার্ল ম্য়াকহিউয়ের জোড়া গোলে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল এটিকে মোহনবাগান। বিস্তারিত TV9Bangla-য়।
আইএসএলের ইতিহাসে কেরালা ব্লাস্টার্সের কাছে কখনও হারেনি এটিকে মোহনবাগান। এ বারের প্রথম লেগেও পিছিয়ে পড়ে অনবদ্য় জয় ছিনিয়ে নিয়েছিল। অ্যাওয়ে ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হ্য়াটট্রিক করেছিলেন দিমিত্রি পেত্রাতোস। এ দিন জোড়া গোলে জেতালেন হুগো বোমাস। সেই পিছিয়ে পড়েই প্রত্য়াবর্তন। এই ম্যাচের আগে খাদের কিনারায় ছিল এটিকে মোহনবাগান। ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে তিন পয়েন্টে প্লে-অফও নিশ্চিত করল এটিকে মোহনবাগান। কেরালা ব্লাস্টার্সের ভুলের সুযোগও কাজে লাগায় সবুজ মেরুন। ম্য়াচের ৬৪ মিনিটে আশিক কুরুনিয়ানকে অযথা পেছন থেকে ট্যাকল করেন রাহুল কেপি। দ্বিতীয় হলুদ তথা রেড কার্ড দেখে মাঠ ছাড়েন ব্লাস্টার্সের এই ফুটবলার। তাঁর বোকামির জন্য় কেরালা ১০ জনে খেলতে বাধ্য হয়।
যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচের মাত্র ১৬ মিনিটেই পিছিয়ে পড়ে এটিকে মোহনবাগান। ডিফেন্সকে দায়ী করা ছাড়া উপায় নেই। সবুজ মেরুন রক্ষণের ভুলের সুযোগে অনবদ্য় গোল করেন দিমানতাকোস। খুব বেশিক্ষণ গোল ধরে রাখতে ব্যর্থ কেরালা ব্লাস্টার্সও। দিমিত্রি পেত্রাতোসের ফ্রি-কিক, হেডে গোল করে সমতা ফেরান কার্ল ম্যাকহিউ। মাত্র ৭ মিনিটেই সাময়িক স্বস্তিতে সবুজ মেরুন। জয়ের জন্য অপেক্ষা করতে হল। কেরালা ব্লাস্টার্স ১০ জনে পরিণত হতেই সুযোগ কাজে লাগায় এটিকে মোহনবাগান। ৭১ মিনিটে এটিকে মোহনবাগানের জয়সূচক গোলও কার্ল ম্যাকহিউয়ের। ২৫ ফেব্রুয়ারি ডার্বি। সেই ম্যাচের আগে জয়ে ফিরে স্বস্তিতে সবুজ মেরুন শিবির।